ETV Bharat / sports

Hockey World Cup 2023: ইংল্যান্ড প্রতিপক্ষ হিসেবে স্পেনের চেয়ে কঠিন, দ্বিতীয় ম্যাচের আগে বলছেন রেইড - হরমনপ্রীত সিং

হকি বিশ্বকাপের (Hockey World Cup 2023) দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি ইংল্যান্ড ৷ ব্রিটিশদের কঠিন প্রতিপক্ষ হিসেবেই জানাচ্ছেন ভারতীয় দলের কোচ ৷ তাই নিজেদের সেরাটাই কোর্টে নেমে খেলোয়াড়রা দেবেন বলে জানিয়েছেন তিনি ৷

Hockey World Cup 2023 ETV BHARAT
Hockey World Cup 2023
author img

By

Published : Jan 14, 2023, 10:19 PM IST

কটক, 14 জানুয়ারি: স্পেনকে 2-0 গোলে হারিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান শুরু করেছে হরমনপ্রীত সিংয়ের ভারতীয় দল ৷ রবিবার ভারতের পরবর্তী প্রতিপক্ষ ইংল্যান্ড (India vs England in Hockey World Cup) ৷ যাঁদের সমীহ করছেন কোচ গ্রাহাম রেইড ৷ জানালেন, প্রতিপক্ষ ইংল্যান্ড, স্পেনের থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং (India Face Toughest England) হতে চলেছে তাঁদের কাছে ৷ আর সেটা সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করেই বলেছেন তিনি ৷ তবে ভারতের ডাচ কোচ স্পষ্ট করে দিয়েছেন যে, নিজেদের সেরা খেলাটা চালিয়ে যাবে তাঁর দল ৷

প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে প্রথম কোয়ার্টারে 12 মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন অমিত রুইদাস ৷ এরপর দ্বিতীয় কোয়ার্টারে হার্দিক সিং 26 মিনিটে দ্বিতীয় গোল করেন ৷ সেটাই ম্যাচের জয়সূচক গোলে পরিণত হয় ভারতের পক্ষে ৷ কিন্তু, এই ম্যাচে যত সহজে ভারত স্পেনকে হারিয়েছে ইংল্যান্ডকে জব্দ করা ততটা সহজ হবে না ৷ গতকাল ওয়েলসকে 5-0 গোলে হারিয়ে ভারতের বিরুদ্ধে নামবে ব্রিটিশরা ৷ তবে, ভারতের পক্ষে রাউরকেল্লার স্টেডিয়ামে একটা ইতিবাচক দিক, ঘরের মাঠের সমর্থন ৷

ভারত বনাম ইংল্যান্ড পরিসংখ্যান

উল্লেখ্য, হকিতে ভারত ও ইংল্যান্ড এখনও পর্যন্ত 133 বার মুখোমুখি হয়েছে ৷ ভারত মাত্র 25টি ম্যাচে জিতেছে ৷ আর সেখানে ইংল্যান্ড জিতেছে 86টি ম্যাচে ৷ আর ড্র হয়েছে 22 ম্যাচ ৷ তবে, সাম্প্রতিক পারফরম্যান্স ভারতের হয়েই কথা বলছে ৷ সেখানে শেষ 3 ম্যাচে ভারত 1 ম্যাচে জয়ী হয়েছে ৷ আর 2 টি ম্যাচ ড্র হয়েছে ৷ ইংল্যান্ডের খাতা এক্ষেত্রে শূন্য ৷

তবে, প্রতিপক্ষকে কঠিন হিসেবেই দেখছেন ভারতীয় কোচ গ্রাহাম রেইড ৷ তিনি বলেন, ‘‘ইংল্যান্ড অনেক কঠিন প্রতিপক্ষ স্পেনের তুলনায় ৷ যাঁদের ভারত বিশ্বকাপের প্রথম ম্যাচে 2-0 গোলে হারিয়েছে ৷ তাই রবিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভারত তাঁদের রক্ষণকে কখনই হালকা করতে পারবে না ৷’’ ভারত বিশ্ব হকি ব়্যাঙ্কিংয়ে 6 নম্বরে রয়েছে ৷ গ্রাহাম বলেন, "ইংল্যান্ডের বিরুদ্ধে আমরা পরবর্তী ম্যাচে নামছি এবং সেটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে ৷ ওরা আমাদের থেকে অনেক ভালো ব়্যাঙ্কে রয়েছে ৷ আমরা জানি ইংল্যান্ড কমনওয়েলথ গেমসে কতটা শক্তিশালী ছিল ৷"

আরও পড়ুন: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হরমনপ্রীতদের

গত বছর বার্মিংহামে কমনওয়েলথ গেমসে গ্রুপ স্টেজে ভারত ও ইংল্যান্ড 4-4 গোলে ড্র করে ৷ এর পর প্রো-লিগের প্রথম ধাপে 3-3 ড্র করে দুই দল ৷ এর পর দ্বিতীয় লেগে ভারত 4-3 গোলে ম্যাচ যেতে ৷ সেই টুর্নামেন্ট হয়েছিল এপ্রিল মাসে ৷

কটক, 14 জানুয়ারি: স্পেনকে 2-0 গোলে হারিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান শুরু করেছে হরমনপ্রীত সিংয়ের ভারতীয় দল ৷ রবিবার ভারতের পরবর্তী প্রতিপক্ষ ইংল্যান্ড (India vs England in Hockey World Cup) ৷ যাঁদের সমীহ করছেন কোচ গ্রাহাম রেইড ৷ জানালেন, প্রতিপক্ষ ইংল্যান্ড, স্পেনের থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং (India Face Toughest England) হতে চলেছে তাঁদের কাছে ৷ আর সেটা সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করেই বলেছেন তিনি ৷ তবে ভারতের ডাচ কোচ স্পষ্ট করে দিয়েছেন যে, নিজেদের সেরা খেলাটা চালিয়ে যাবে তাঁর দল ৷

প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে প্রথম কোয়ার্টারে 12 মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন অমিত রুইদাস ৷ এরপর দ্বিতীয় কোয়ার্টারে হার্দিক সিং 26 মিনিটে দ্বিতীয় গোল করেন ৷ সেটাই ম্যাচের জয়সূচক গোলে পরিণত হয় ভারতের পক্ষে ৷ কিন্তু, এই ম্যাচে যত সহজে ভারত স্পেনকে হারিয়েছে ইংল্যান্ডকে জব্দ করা ততটা সহজ হবে না ৷ গতকাল ওয়েলসকে 5-0 গোলে হারিয়ে ভারতের বিরুদ্ধে নামবে ব্রিটিশরা ৷ তবে, ভারতের পক্ষে রাউরকেল্লার স্টেডিয়ামে একটা ইতিবাচক দিক, ঘরের মাঠের সমর্থন ৷

ভারত বনাম ইংল্যান্ড পরিসংখ্যান

উল্লেখ্য, হকিতে ভারত ও ইংল্যান্ড এখনও পর্যন্ত 133 বার মুখোমুখি হয়েছে ৷ ভারত মাত্র 25টি ম্যাচে জিতেছে ৷ আর সেখানে ইংল্যান্ড জিতেছে 86টি ম্যাচে ৷ আর ড্র হয়েছে 22 ম্যাচ ৷ তবে, সাম্প্রতিক পারফরম্যান্স ভারতের হয়েই কথা বলছে ৷ সেখানে শেষ 3 ম্যাচে ভারত 1 ম্যাচে জয়ী হয়েছে ৷ আর 2 টি ম্যাচ ড্র হয়েছে ৷ ইংল্যান্ডের খাতা এক্ষেত্রে শূন্য ৷

তবে, প্রতিপক্ষকে কঠিন হিসেবেই দেখছেন ভারতীয় কোচ গ্রাহাম রেইড ৷ তিনি বলেন, ‘‘ইংল্যান্ড অনেক কঠিন প্রতিপক্ষ স্পেনের তুলনায় ৷ যাঁদের ভারত বিশ্বকাপের প্রথম ম্যাচে 2-0 গোলে হারিয়েছে ৷ তাই রবিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভারত তাঁদের রক্ষণকে কখনই হালকা করতে পারবে না ৷’’ ভারত বিশ্ব হকি ব়্যাঙ্কিংয়ে 6 নম্বরে রয়েছে ৷ গ্রাহাম বলেন, "ইংল্যান্ডের বিরুদ্ধে আমরা পরবর্তী ম্যাচে নামছি এবং সেটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে ৷ ওরা আমাদের থেকে অনেক ভালো ব়্যাঙ্কে রয়েছে ৷ আমরা জানি ইংল্যান্ড কমনওয়েলথ গেমসে কতটা শক্তিশালী ছিল ৷"

আরও পড়ুন: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হরমনপ্রীতদের

গত বছর বার্মিংহামে কমনওয়েলথ গেমসে গ্রুপ স্টেজে ভারত ও ইংল্যান্ড 4-4 গোলে ড্র করে ৷ এর পর প্রো-লিগের প্রথম ধাপে 3-3 ড্র করে দুই দল ৷ এর পর দ্বিতীয় লেগে ভারত 4-3 গোলে ম্যাচ যেতে ৷ সেই টুর্নামেন্ট হয়েছিল এপ্রিল মাসে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.