বেঙ্গালুরু, 21 জুন: ফুটবল জীবনে সায়াহ্নে ভারতীয় ফুটবলকে রাঙিয়ে দিয়ে যাচ্ছেন সুনীল ছেত্রী । বয়সকে একটি সংখ্যায় প্রতিপন্ন করে ভারত অধিনায়ক নিজেকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে নেমেছেন । সাফ কাপে উদ্বোধনী ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 4-0 গোলে উড়িয়ে দিল । তিনটি গোল করে আর্ন্তজাতিক ফুটবলে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখালেন ব্লু টাইগার্সদের ক্যাপ্টেন । এক কথায় সুনীলের ক্যাপ্টেনস নক এবং উদান্ত সিংয়ের গোলে দাপুটে শুরু ভারতের ।
ভারত বনাম পাকিস্তান ফুটবল দ্বৈরথে মোট 27 বার মুখোমুখি হয়েছে । তার মধ্যে 16 বার জয়ী ভারত । 3 বার পাকিস্তান জিতেছে । ড্র হয়েছে 8টি ম্যাচ । সাফ কাপে ভারতের সর্বোচ্চ গোলদাতা সুনীল । মোট 21টি গোল করেছেন তিনি । দেশের জার্সিতে 138 ম্যাচে 90 গোল করার কৃতিত্ব দেখালেন তিনি । আন্তর্জাতিক ম্যাচে গোলের নিরীখে টপকালেন মালয়েশিয়ার মুখতার দাহারিকে ৷ এখন লিও মেসির পরেই রয়েছেন সুনীল ৷
-
Bangalore, thank you for screaming at the top of your lungs 🏟️🔊 through the pouring rain 🌧️ for the entire 9️⃣0️⃣ minutes and some!#SAFFChampionship2023 🏆 #INDPAK #IndianFootball ⚽️ #BlueTigers 🐯 pic.twitter.com/kvmzSnx176
— Indian Football Team (@IndianFootball) June 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Bangalore, thank you for screaming at the top of your lungs 🏟️🔊 through the pouring rain 🌧️ for the entire 9️⃣0️⃣ minutes and some!#SAFFChampionship2023 🏆 #INDPAK #IndianFootball ⚽️ #BlueTigers 🐯 pic.twitter.com/kvmzSnx176
— Indian Football Team (@IndianFootball) June 21, 2023Bangalore, thank you for screaming at the top of your lungs 🏟️🔊 through the pouring rain 🌧️ for the entire 9️⃣0️⃣ minutes and some!#SAFFChampionship2023 🏆 #INDPAK #IndianFootball ⚽️ #BlueTigers 🐯 pic.twitter.com/kvmzSnx176
— Indian Football Team (@IndianFootball) June 21, 2023
সাফ কাপে পাকিস্তান ম্যাচেই সুনীল ছেত্রীর দেশের জার্সিতে অভিষেক হয়েছিল । মাঝে বহুবছর চলে গিয়েছে । তাঁর সেদিনের সতীর্থরা এখন অবসর নিয়ে কোচিং বা অন্য পেশায় । কিন্তু সময় বদলায় কিন্তু ভারত অধিনায়কের গোল ক্ষুধা মরে না । প্রথম 15 মিনিটেই দুই প্রতিবেশী দেশের ফুটবল দ্বৈরথ কোন পথে যাচ্ছে ঠিক হয়ে গিয়েছিল । দশ মিনিটে পাক গোলরক্ষকের ভুলকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে দেন সুনীল । চার মিনিট পরে ফের এগিয়ে যায় ভারত । এবার পেনাল্টি থেকে গোল সুনীলের ।
শুরুর 15 মিনিটের জোড়া ধাক্কায় পাকিস্তান দিগভ্রষ্ট হয়ে যায় । যা পরবর্তী সময়ে তারা শুধরে নিতে পারেনি । সাফ কাপের জন্য ভারতে খেলতে আসা নিয়ে পাক দলকে কম ঝক্কি সামলাতে হয়নি । ভিসা সমস্যায় জেরবার পাক দল যে ছন্নছাড়া তা মাঠের পারফরম্যান্সে প্রতিফলিত । দলে ইউরোপে খেলা একাধিক ফুটবলার থাকলেও তা কখনই দেখে মনে হয়নি । পুরো ম্যাচ জুড়েই পাক আক্রমণ ভারতীয় রক্ষণকে বেকায়দায় ফেলতে পারেনি । 72 মিনিটে দলের এবং নিজের তিন নম্বর গোলটি করেন সুনীল । তিন নম্বর গোলটিও এসেছে পেনাল্টি থেকে । খেলার অন্তিম পর্যায়ে 81 মিনিটে ভারতের গোল সংখ্যা বাড়ান উদান্ত সিং ।
-
Perfect start to #SAFFChampionship2023 for the #BlueTigers 🐯
— Indian Football Team (@IndianFootball) June 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
An absolutely dominant performance 💙🇮🇳💪🏽 #INDPAK #IndianFootball ⚽️ pic.twitter.com/tUEFWGUffN
">Perfect start to #SAFFChampionship2023 for the #BlueTigers 🐯
— Indian Football Team (@IndianFootball) June 21, 2023
An absolutely dominant performance 💙🇮🇳💪🏽 #INDPAK #IndianFootball ⚽️ pic.twitter.com/tUEFWGUffNPerfect start to #SAFFChampionship2023 for the #BlueTigers 🐯
— Indian Football Team (@IndianFootball) June 21, 2023
An absolutely dominant performance 💙🇮🇳💪🏽 #INDPAK #IndianFootball ⚽️ pic.twitter.com/tUEFWGUffN
বেঙ্গালুরুতে বৃষ্টিভেজা ফুটবল ম্যাচ দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত । খেলার শেষে তাদের মধ্যে থেকে জয় শ্রীরাম ধ্বনিও উঠল ৷ ভারত বনাম পাক দ্বৈরথ মানেই উত্তেজনার চোরাস্রোত । ম্যাচের 41 মিনিটে ভারতীয় কোচ ঈগর স্টিমাচের অনর্থক ঝামেলায় জড়িয়ে লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়া সেই উত্তেজনার ফল । এই উত্তেজনায় পাক কোচ হলুদ কার্ড দেখেন । হলুদ কার্ড জোটে সন্দেশ ঝিঙ্গানের কপালেও । তবে বুধসন্ধ্যা সুনীলময় । তাঁর হ্যাটট্রিকের বিরল কৃতিত্বে ভারতীয় ফুটবল ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের পরে ফের উজ্জ্বল ।
আরও পড়ুন: পুরানো সতীর্থদের নিয়ে ইস্টবেঙ্গলের কোচিং টিম সাজাচ্ছেন কার্লোস কুয়াদ্রাত