থিম্পু, 11 সেপ্টেম্বর: সাফ অনূর্ধ্ব-16 চ্যাম্পিয়নশিপ খেতাব জয় ভারতীয় ফুটবল দলের। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ফাইনালে 2-0 গোলে ভারত হারিয়েছে বাংলাদেশকে। জয়ের উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন ভারতের ছোটরা। সেই উচ্ছ্বাস আরও বাড়িয়ে ছোটদের জয়ে অভিনন্দন জানালেন অনুরাগ ঠাকুর ৷ ভরত লাইরেনজামের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় ভরত। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান লেভিস জাংমিনলুন। বাংলাদেশ চেষ্টা করেও খেলায় ফিরতে পারেনি ৷
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর সোমবার টুইট করে লেখেন, "বাংলাদেশের বিপক্ষে 2-0 জয়ের সঙ্গে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের জন্য মেন ইন ব্লু'কে অনেক অভিনন্দন জানাচ্ছি ৷ পাঁচবার এই খেতাব জয়ের জন্য আরও অভিনন্দন ৷ চ্যাম্পিয়নশিপ জিততে টিম ইন্ডিয়া যে পারফরম্যান্স দেখিয়েছে তা চমকপ্রদ ৷" এরপর তিনি লেখেন, "ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যত উজ্জ্বল ৷ আমাদের ছেলেরা পোডিয়ামে দ্যুতি ছড়িয়েছে ৷" রবিবার ফাইনালে ম্যাচের আট মিনিটেই গোল করে ভারতকে এগিয়ে দেন ভরত লাইরেনজ্যাম। 74 মিনিটে ভারতের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন লেভিস জ্যাঙ্গমিনলুন। সেই স্কোরলাইন ধরে রেখে পঞ্চমবার অনূর্ধ্ব-16 সাফে চ্যাম্পিয়ন হল ভারতীয় দল।
-
𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 🏆🇮🇳
— Anurag Thakur (@ianuragthakur) September 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Huge congratulations to #BlueColts on successfully defending their #SAFFU16 Title ⚽️ against Bangladesh with 2-0 🥅 victory!!
Absolutely scintillating performance from Team India to clinch the #SAFFChampionship 🏆🏆 for a record 5th time.… pic.twitter.com/P2g3zOVHdb
">𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 🏆🇮🇳
— Anurag Thakur (@ianuragthakur) September 11, 2023
Huge congratulations to #BlueColts on successfully defending their #SAFFU16 Title ⚽️ against Bangladesh with 2-0 🥅 victory!!
Absolutely scintillating performance from Team India to clinch the #SAFFChampionship 🏆🏆 for a record 5th time.… pic.twitter.com/P2g3zOVHdb𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 🏆🇮🇳
— Anurag Thakur (@ianuragthakur) September 11, 2023
Huge congratulations to #BlueColts on successfully defending their #SAFFU16 Title ⚽️ against Bangladesh with 2-0 🥅 victory!!
Absolutely scintillating performance from Team India to clinch the #SAFFChampionship 🏆🏆 for a record 5th time.… pic.twitter.com/P2g3zOVHdb
জয়ের পর ছেলেদের উদ্দেশ্যে ভারতীয় দলের কোচ ইসফাক আহমেদ বলেন, "তোমরা সবাইকে গর্বিত করেছ। এই জয় তোমাদের কেরিয়ারের শুরু। এরকমভাবেই খেলে যাও। খুব ভালো খেলছ। ওয়েল ডান ভারত ৷ এই টুর্নামেন্টে বাংলাদেশ ও নেপালের বিরুদ্ধে দু'টি ম্যাচই 1-0 ব্য়বধানে জিতে ভারত গ্রুপ এ-র শীর্ষস্থান দখল করেছিল। আক্রমণাত্মক ও প্রাণবন্ত ফুটবল এই টুর্নামেন্টে ভারতের জয়ের পথ সুগম করেছে । সেমিফাইনালে ভারত 8-0 গোলে হারিয়ে দিয়েছিল মালদ্বীপকে। সবচেয়ে বড় কথা এই প্রতিযোগিতায় ভারত চ্যাম্পিয়ন হল একটিও গোল হজম না-করেই। ম্যাচ জয়ের পর ছোটদের অভিনন্দন জানিয়েছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ৷ গতকাল টুইট করে তিনি লেখেন, "বাংলাদেশের বিপক্ষে আমাদের ছেলেদের অসাধারণ পারফরম্যান্স। আমরা সকলে গর্বিত ৷"
আরও পড়ুন: সাত দিন পরে ডুরান্ড ট্রফি এল বাগানে, স্পেনে সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গী বাগান সচিব