দিল্লি, 30 অগাস্ট : দাবায় ইতিহাস গড়ল ভারত ৷ প্রথমবার দাবা অলিম্পিয়াডের ফাইনালে পা রেখেই সোনা জয় ভারতের ৷ যদিও যুগ্মভাবে অন্য ফাইনালিস্ট রাশিয়াকেও জয়ী ঘোষণা করা হয় ৷
কোরোনা প্যানডেমিকের কারণে প্রথমবার অলিম্পিয়াড অনলাইনে আয়োজন করা হয় ৷ দ্বিতীয় রাউন্ডে নিহাল সেরিন ও দিব্যা দেশমুখের ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় ৷ এরপর রাশিয়াকে জয়ী ঘোষণা করা হয় ৷ কিন্তু, ভারত এই সিদ্ধান্তের বিরোধিতা করে আবেদন জানায় ৷ তদন্তের পর ভারত ও রাশিয়াকে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হয় ৷
এই প্রথম FIDE দাবা অলিম্পিয়াডের ফাইনালে পৌঁছায় ভারত ৷ এর আগে 2014 সালে ব্রোঞ্জ পদক পেয়েছিল ভারত ৷ আজকের ফাইনালে প্রথম রাউন্ডে 3-3 ড্র হয় ৷ এরপর 6টি গেমই ড্র হয় ৷
ফাইনালে ফেবারিট হিসেবে শুরু করেছিল রাশিয়া ৷ রাশিয়ার 12 জন খেলোয়াড়ের গড় রেটিং ছিল 2519 ৷ সেখানে ভারতের গড় রেটিং ছিল 2419 ৷
ম্যাচের দ্বিতীয় রাউন্ডে যাবতীয় নাটকের শুরু ৷ ভারতের দুই খেলোয়াড় সারিন ও দেশমুখের ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় ৷ এরপরই রাশিয়াকে জয়ী ঘোষণা করা হয় ৷ যদিও ভারতের তরফে তদন্তের আবেদন করা হয় ৷ অ্যামেরিকার IO এম খোডারকোভস্কি ও সার্বিয়ার IA সাভা স্তোয়িসাভজেভিচ তদন্ত করে রায় দেন ৷ তাঁরাই ভারত ও রাশিয়াকে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করেন ৷ প্রথমবার অলিম্পিয়াডে সোনা জেতার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় দলকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তবে শুধু ভারতকে নয়, রাশিয়ার দলকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷
-
Congratulations to our chess players for winning the FIDE Online #ChessOlympiad. Their hard work and dedication are admirable. Their success will surely motivate other chess players. I would like to congratulate the Russian team as well.
— Narendra Modi (@narendramodi) August 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congratulations to our chess players for winning the FIDE Online #ChessOlympiad. Their hard work and dedication are admirable. Their success will surely motivate other chess players. I would like to congratulate the Russian team as well.
— Narendra Modi (@narendramodi) August 30, 2020Congratulations to our chess players for winning the FIDE Online #ChessOlympiad. Their hard work and dedication are admirable. Their success will surely motivate other chess players. I would like to congratulate the Russian team as well.
— Narendra Modi (@narendramodi) August 30, 2020
পিছিয়ে থেকে সেমিফাইনালে পোল্যান্ডের বিরুদ্ধে 2-1 ব্যবধানে জিতে ফাইনালে ওঠে ভারত ৷ প্রথম রাউন্ডে 2-4-এ ভারত হেরে গিয়েছিল ৷ দ্বিতীয় রাউন্ডে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে প্রতিপক্ষকে 4.5-1.5 ব্যবধানে হারায় ৷ ফাইনাল ওঠার নির্ধারণী ম্যাচে টাই ব্রেকারে জেতেন হাম্পি ৷ দ্বিতীয় রাউন্ডে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ জন কিস্তোফ ডুডাকে 78 চালে মাত দেন ৷ যদিও প্রথম রাউন্ডে হেরে গিয়েছিলেন আনন্দ ৷ আনন্দ ছাড়া প্রথম রাউন্ডে হেরেছিলেন অধিনায়ক বিদিত গুজরাতি ও দিব্যা দেশমুখ ৷ হাম্পি ও ডি হরিকা ড্র করেন ৷ জিতেছিলেন একমাত্র নিহাল সারিন ৷