কলকাতা, 2 ফেব্রুয়ারি : করোনার হানায় স্থগিত হয়ে গিয়েছিল আই লিগ (I-League 2021-22) । এআইএফএফ জানিয়ে দিল, পরিস্থিতি খানিক স্বাভাবিক হওয়ায় ফের 3 মার্চ থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট (I League will start from March) ৷
আগামী 20 ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হচ্ছে বায়ো বাবল ৷ তার আগে প্রত্যেক খেলোয়াড়কে দলের সঙ্গে যোগ দিতে হবে ৷ বায়ো বাবলে প্রবেশ করার পর প্রত্যেককে 7 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে ৷ তার আগে প্রত্যেককে তিনটি নেগেটিভ আরটিপিসিআর রিপোর্ট জমা দিতে হবে ৷
চলতি মরশুমে কলকাতায় হচ্ছে টুর্নামেন্ট ৷ এতদিন টুর্নামেন্ট চলাকালীন শহরের বিভিন্ন হোটেলে বায়ো বাবলে থেকেছেন ফুটবলাররা ৷ তার মাঝেই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বেশ কয়েকজন ফুটবলার-স্টাফ ৷ বর্ষবরণের দু'দিন আগে আই লিগে অংশ নেওয়া দুই দলের চার ফুটবলারের করোনা রিপোর্ট পজিটিভ আসে । ফলে মারণ ভাইরাসে আক্রান্ত ফুটবলারদের সংখ্যাটা গিয়ে দাঁড়ায় এগারো জনে । রিয়াল কাশ্মীরের পাঁচ ফুটবলার আক্রান্ত হন । শ্রীনিধি, আইজল এফসি এবং মহমেডান স্পোর্টিংয়ের একজন করে এবং রিয়াল কাশ্মীরের তিন কর্তারও করোনা রিপোর্ট পজিটিভ আসে ।
-
Hero @ILeagueOfficial 2021-22 to resume on March 3 🗓
— Hero I-League (@ILeagueOfficial) February 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read 👉🏼 https://t.co/waCU3xq8TX#HeroILeague 🏆 #LeagueForAll 🤝 #IndianFootball ⚽️ pic.twitter.com/hXlnwjyZQk
">Hero @ILeagueOfficial 2021-22 to resume on March 3 🗓
— Hero I-League (@ILeagueOfficial) February 1, 2022
Read 👉🏼 https://t.co/waCU3xq8TX#HeroILeague 🏆 #LeagueForAll 🤝 #IndianFootball ⚽️ pic.twitter.com/hXlnwjyZQkHero @ILeagueOfficial 2021-22 to resume on March 3 🗓
— Hero I-League (@ILeagueOfficial) February 1, 2022
Read 👉🏼 https://t.co/waCU3xq8TX#HeroILeague 🏆 #LeagueForAll 🤝 #IndianFootball ⚽️ pic.twitter.com/hXlnwjyZQk
আরও পড়ুন : ডার্বির লড়াই থেকে ঘুরে দাঁড়ানোর রসদ খুঁজছে লাল-হলুদ শিবির
তারপরই লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে হয়েছিল এআইএফএফ-কে (All India Football Federation) । ফলে এবার আরও কঠোরভাবে বায়ো বাবল করার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ ৷