কলকাতা, 10 জানুয়ারি: ক্যাচ দেম ইয়ং ৷ ফুটবলার তৈরির প্রথম কথাই এই তিনটি শব্দ ৷ ছোটবেলা থেকে ফুটবলার তৈরির উপর বাড়তি জোর দেওয়া হয় ইউরোপের দেশগুলিতে ৷ এবার ভারতেও ফুটবলের উন্নতির জন্য এই মডেল অনুসরণ করার পক্ষে সওয়াল করা হচ্ছে ৷ ইতিমধ্যে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন একটি রোডম্যাপ প্রকাশ করেছে (Golden Baby League to Bring up Young Footballers) ৷ সেখানেও খুদে ফুটবলার খুঁজে, তাদের গড়ে তোলার উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে ৷ সেই উদ্দেশে বড় পদক্ষেপ সাইনি ইন্টারন্যাশনাল স্কুলের ৷ অ্যাকোগ্লোবাস ভেঞ্চারের সঙ্গে যৌথ উদ্যোগে গোল্ডেন বেবি লিগ আয়োজন করতে চলেছে তারা ৷
প্রেস ক্লাবে লিগের ট্রফি প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, দুই সহ-সভাপতি স্বরূপ বিশ্বাস এবং সৌরভ পাল, প্রাক্তন ফুটবলার সৈয়দ রহিম নবি, মহামেডান স্পোর্টিংয়ের সচিব দানিশ ইকবালের মতো বাংলা ফুটবলের পরিচিত একাধিক মুখ ৷ ছিলেন প্রাক্তন মহিলা ফুটবলার ইন্দ্রাণী সরকার ৷ মূলত তিনিই এই গোল্ডেন বেবি লিগের মূল উদ্যোক্তা ৷ 13 জানুয়ারি থেকে শুরু হবে এই লিগ ৷ চলবে 25 জানুয়ারি পর্যন্ত ৷
সাইনি ইন্টারন্যাশনাল স্কুল ছাড়াও ডিপিএস জোকা, ফিউচার গ্রুপ স্কুল, হেরিটেজ স্কুল, অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল, কিংস্টন মডেল স্কুল, এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এবং স্কুল অফ ফুটবল এক্সিলেন্স অংশ নেবে এই লিগে ৷ সাইনি ইন্টারন্যাশনাল স্কুলের মহেশতলা এবং হাওড়া ক্যাম্পাসে খেলাগুলি হবে ৷ অনূর্ধ্ব-6, অনূর্ধ্ব-8 এবং অনূর্ধ্ব-12 বিভাগে লিগ চলবে ৷ খুদেদের ফুটবল মাঠে টেনে নিয়ে আসার এই চেষ্টার প্রশংসা করলেন আইএফএর ব্র্যাণ্ড অ্যাম্বাসাডার প্রাক্তন ফুটবলার সৈয়দ রহিম নবি ৷
আরও পড়ুন: সন্তোষে দাপট অব্যাহত বাংলার, দমন-দিউকে গোলের মালা শ্রেষ্টাদের
তাঁর মতে ক্রীড়া ব্যক্তিত্বরা এমন যাঁদের নাম দিয়ে অখ্যাত অঞ্চল বিখ্যাত হয় ৷ নিজের বক্তব্যের সমর্থনে, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কথা তুলে ধরেন ৷ তাই সন্তানকে ফুটবলমুখী করতে অভিভাবকদের দৃষ্টিভঙ্গীর বদলের কথা বলেন তিনি ৷ বেসরকারি স্কুলের খুদে ফুটবলারদের মাঠে নিয়ে আসার উদ্যোগের প্রশংসা করেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত ৷ তিনি জানান আইএফএ কলকাতার নিচের সারির লিগ বয়স ভিত্তিক করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এর উদ্দেশ্য নতুন ফুটবলার তুলে নিয়ে আসার চেষ্টা ৷ রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার এই উদ্যোগের সঙ্গে সাজুজ্য রেখে স্কুলের এই চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন তিনি ৷