ETV Bharat / sports

Gianni Infantino: 32 দল নিয়ে ক্লাব বিশ্বকাপ-সহ একাধিক পরিকল্পনা, ফিফার ঘোষণায় বিতর্ক - জিয়ান্নি ইনফ্যান্তিনো

আগামী বছরগুলিতে ফিফার একাধিক টুর্নামেন্ট নিয়ে একটি তালিকা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino Gives FIFA Wish List of New and Revamped Events) ৷ আর যা নিয়ে ক্ষুব্ধ বিভিন্ন দেশের লিগ ও ক্লাব সংস্থাগুলি ৷ ফিফার সঙ্গে কার্যত সংঘাতে ইউরোপীয়ান লিগগুলি ৷

gianni-infantino-gives-fifa-wish-list-of-new-and-revamped-events
gianni-infantino-gives-fifa-wish-list-of-new-and-revamped-events
author img

By

Published : Dec 17, 2022, 1:06 PM IST

দোহা, 17 ডিসেম্বর: 2025 সালে 32 দল নিয়ে পুরুষদের ক্লাব বিশ্বকাপ ৷ মহিলাদের জন্য একটি নতুন সংস্করণে টুর্নামেন্ট ৷ বিশ্বকাপের ছাড়াও বিভিন্ন মহাদেশের জাতীয় দল একে অপরের বিরুদ্ধে খেলবে ৷ শুক্রবার ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো ফুটবল সংস্থার অধীনে থাকা টুর্নামেন্টগুলিকে পুনর্গঠন করার ইচ্ছে প্রকাশ করেছেন (Gianni Infantino Gives FIFA Wish List of New and Revamped Events) ৷

সম-সংখ্যার বছরগুলিতে বড় চ্যাম্পিয়নশিপের আগে মার্চ মাসে চার দলের বন্ধুত্বপূর্ণ টুর্নামেন্টের একটি 'ফিফা ওয়ার্ল্ড সিরিজ' চালু হবে ৷ এছাড়াও সেপ্টেম্বর এবং অক্টোবরে আন্তর্জাতিক ক্রীড়াসূচির বিরতিতে একটি করে ব্লক তৈরি করে চারটি জাতীয় দলকে নিয়ে ম্যাচের আয়োজন করা হবে ৷ বিশ্বকাপ ফাইনালের দু'দিন আগে কাতারে এই ঘোষণা, ইউরোপের ফুটবল কর্মকর্তাদের অবাক করে দিয়েছে ৷ 37-সদস্যের ফিফা কাউন্সিল নতুন প্রতিযোগিতার জন্য 'কৌশলগত নীতিতে' সম্মতি দিয়েছে ৷

সেই সম্মতি পাওয়ার পর ইনফান্তিনো সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘আমরা এখন এই সমস্ত বিষয়ে আলোচনা করব এবং তারপরে পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত ঘোষণা করা হবে ৷’’ এনিয়ে ইউরোপীয় ক্লাব অ্যাসোসিয়েশন এবং ইউরোপীয় লিগ গ্রুপের সদস্যরা জানিয়েছে, তারা ফিফার এই অপ্রত্যাশিত পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে ৷ পুরো বিষয়টি নিয়ে জুরিখে অবস্থিত ওয়ার্ল্ড লিগ ফোরাম বিবৃতিতে বলেছে, ‘‘আলোচনা ছাড়াই একতরফাভাবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এর সঙ্গে যারা সরাসরি জড়িত, তাদের সঙ্গে আলোচনা করা হয়নি ৷ যে তালিকায় সমস্ত লিগ এবং তাদের সদস্য ক্লাব, খেলোয়াড় এবং অনুরাগীরা রয়েছেন ৷’’

24টি দলকে নিয়ে ‘ক্লাব বিশ্বকাপ’ টুর্নামেন্টে 2021 সালে চিনে হওয়ার কথা ছিল ৷ কিন্তু, করোনা অতিমারির কারণে তা বাতিল করা হয়েছিল ৷ তারপর থেকে কোনও টুর্নামেন্ট ফরম্যাটে নির্ধারণ হয়নি বা বাণিজ্যিক অংশীদারদের দ্বারা সম্মতিও জানানো হয়নি ৷ প্রভাবশালী ইসিএ-এর সঙ্গে দোহাতে একটি কার্যকরী চুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হন ইনফ্যান্তিনো ৷ আর তার এক সপ্তাহ পরে, ইনফ্যান্তিনো আড়াই বছরে 32-টিম নিয়ে টুর্নামেন্ট করতে ফিফাকে প্রতিশ্রুতি বলে জানালেন ৷

আরও পড়ুন: হারের দায় নিয়ে পর্তুগালের কোচের পদে ইস্তফা ফার্নান্দো স্যান্টোসের

তিনি বলেন, ‘‘32 দলের টুর্নামেন্ট করা হবে, যা একটা বিশ্বকাপের মতোই হতে চলেছে ৷ 2025 সালে আয়োজিত এই টুর্নামেন্টে জুন-জুলাই মাসে কয়েকটি দলকে নিয়ে ছয় বা সাতটি ম্যাচ খেলা হবে ৷’’ তবে, ফিফার এই ঘোষণায় অসন্তোষ প্রকাশ করেছে গ্লোবাল প্লেয়ার্স ইউনিয়ন ‘ফিফপ্রো’ (FIFPRO) ৷ তারা জানিয়েছে, এই পরিকল্পনা খেলোয়াড়দের উপর চাপ বাড়াতে পারে ৷

দোহা, 17 ডিসেম্বর: 2025 সালে 32 দল নিয়ে পুরুষদের ক্লাব বিশ্বকাপ ৷ মহিলাদের জন্য একটি নতুন সংস্করণে টুর্নামেন্ট ৷ বিশ্বকাপের ছাড়াও বিভিন্ন মহাদেশের জাতীয় দল একে অপরের বিরুদ্ধে খেলবে ৷ শুক্রবার ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো ফুটবল সংস্থার অধীনে থাকা টুর্নামেন্টগুলিকে পুনর্গঠন করার ইচ্ছে প্রকাশ করেছেন (Gianni Infantino Gives FIFA Wish List of New and Revamped Events) ৷

সম-সংখ্যার বছরগুলিতে বড় চ্যাম্পিয়নশিপের আগে মার্চ মাসে চার দলের বন্ধুত্বপূর্ণ টুর্নামেন্টের একটি 'ফিফা ওয়ার্ল্ড সিরিজ' চালু হবে ৷ এছাড়াও সেপ্টেম্বর এবং অক্টোবরে আন্তর্জাতিক ক্রীড়াসূচির বিরতিতে একটি করে ব্লক তৈরি করে চারটি জাতীয় দলকে নিয়ে ম্যাচের আয়োজন করা হবে ৷ বিশ্বকাপ ফাইনালের দু'দিন আগে কাতারে এই ঘোষণা, ইউরোপের ফুটবল কর্মকর্তাদের অবাক করে দিয়েছে ৷ 37-সদস্যের ফিফা কাউন্সিল নতুন প্রতিযোগিতার জন্য 'কৌশলগত নীতিতে' সম্মতি দিয়েছে ৷

সেই সম্মতি পাওয়ার পর ইনফান্তিনো সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘আমরা এখন এই সমস্ত বিষয়ে আলোচনা করব এবং তারপরে পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত ঘোষণা করা হবে ৷’’ এনিয়ে ইউরোপীয় ক্লাব অ্যাসোসিয়েশন এবং ইউরোপীয় লিগ গ্রুপের সদস্যরা জানিয়েছে, তারা ফিফার এই অপ্রত্যাশিত পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে ৷ পুরো বিষয়টি নিয়ে জুরিখে অবস্থিত ওয়ার্ল্ড লিগ ফোরাম বিবৃতিতে বলেছে, ‘‘আলোচনা ছাড়াই একতরফাভাবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এর সঙ্গে যারা সরাসরি জড়িত, তাদের সঙ্গে আলোচনা করা হয়নি ৷ যে তালিকায় সমস্ত লিগ এবং তাদের সদস্য ক্লাব, খেলোয়াড় এবং অনুরাগীরা রয়েছেন ৷’’

24টি দলকে নিয়ে ‘ক্লাব বিশ্বকাপ’ টুর্নামেন্টে 2021 সালে চিনে হওয়ার কথা ছিল ৷ কিন্তু, করোনা অতিমারির কারণে তা বাতিল করা হয়েছিল ৷ তারপর থেকে কোনও টুর্নামেন্ট ফরম্যাটে নির্ধারণ হয়নি বা বাণিজ্যিক অংশীদারদের দ্বারা সম্মতিও জানানো হয়নি ৷ প্রভাবশালী ইসিএ-এর সঙ্গে দোহাতে একটি কার্যকরী চুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হন ইনফ্যান্তিনো ৷ আর তার এক সপ্তাহ পরে, ইনফ্যান্তিনো আড়াই বছরে 32-টিম নিয়ে টুর্নামেন্ট করতে ফিফাকে প্রতিশ্রুতি বলে জানালেন ৷

আরও পড়ুন: হারের দায় নিয়ে পর্তুগালের কোচের পদে ইস্তফা ফার্নান্দো স্যান্টোসের

তিনি বলেন, ‘‘32 দলের টুর্নামেন্ট করা হবে, যা একটা বিশ্বকাপের মতোই হতে চলেছে ৷ 2025 সালে আয়োজিত এই টুর্নামেন্টে জুন-জুলাই মাসে কয়েকটি দলকে নিয়ে ছয় বা সাতটি ম্যাচ খেলা হবে ৷’’ তবে, ফিফার এই ঘোষণায় অসন্তোষ প্রকাশ করেছে গ্লোবাল প্লেয়ার্স ইউনিয়ন ‘ফিফপ্রো’ (FIFPRO) ৷ তারা জানিয়েছে, এই পরিকল্পনা খেলোয়াড়দের উপর চাপ বাড়াতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.