ETV Bharat / sports

FIFA World Cup 2022: ফ্রান্স শিবিরে ভাইরাস সংক্রমণ, জ্বরের উপসর্গ ভারান-কনাতে’র - বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2022) ফাইনালের আগে ফ্রান্স ফুটবল শিবিরে ভাইরাস হানা ৷ আবহাওয়া বদলের জেরে জ্বরে কাবু রাফায়েল ভারান এবং ইব্রাহিমা কনাতের মতো বেশ কয়েকজন ফুটবলার (France Squad Struck by Virus Ahead of World Cup Final) ৷

FIFA World Cup 2022 France Squad Struck by Virus Ahead of World Cup Final Against Argentina ETV BHARAT
ফ্রান্স ফুটবল দল
author img

By

Published : Dec 17, 2022, 2:19 PM IST

দোহা, 17 ডিসেম্বর: বিশ্বকাপ (FIFA World Cup 2022) ফাইনালে আর্জেন্তিনা (Argentina)-র বিরুদ্ধে নামার আগে ফ্রান্স শিবিরে ভাইরাস হানা (France Squad Struck by Virus Ahead of World Cup Final) ৷ আর যার জেরে ফরাসি সেন্টার ব্যাক জুটি রাফায়েল ভারান এবং ইব্রাহিমা কনাতে-কে রবিবারের ফাইনালের প্রথম একাদশে নাও দেখা যেতে পারে ৷ জানা গিয়েছে, রাফায়েল ভারানের (Raphael Varane) শরীরে সংক্রমণের সামান্য লক্ষণ রয়েছে ৷ তবে, অসুস্থ হওয়ার পর থেকে ইব্রাহিমা কনাতে তাঁর হোটেল রুম থেকে বেরচ্ছেন না ৷ সংবাদ সংস্থা এএনআই স্পোর্টস চ্যানেল ইএসপিএন-কে উল্লেখ করে এমনটাই জানিয়েছে ৷

জানা গিয়েছে, মোট 5 জন ফুটবলার গত দু’দিন ফ্রান্সের ট্রেনিং সেশনে দলের সঙ্গে যোগ দেননি ৷ যাঁদের মধ্যে ভারান এবং কনাতে রয়েছেন ৷ এমনকি সপ্তাহের শুরুতে কিংগসলে কোম্যান, দায়োত উপামেক্যানো এবং অ্যাদ্রিয়েন ব়্যাবিয়েত অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ তাঁরা শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি ৷ এনিয়ে ফ্রান্স কোচ দিদিয়ের দেঁশ জানিয়েছেন, উপামেক্যানো এবং ব়্যাবিয়েত মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে পারেননি ৷ এর ফলে বাকি ফুটবলারদের ভাইরাসের প্রকোপ থেকে বাঁচাতে আগাম সুরক্ষায় বিশ্রামে রাখা হয়েছে ৷

ফ্রান্স কোচ দিদিয়ের বলেন, ‘‘দোহায় তাপমাত্রা কিছুটা কমে গেছে ৷ সেখানে রুমে সারাক্ষণ এয়ারকন্ডিশনিং মেশিন চলছে ৷ ফলে আমাদের খেলোয়াড়দের কয়েকজনের জ্বরের উপসর্গ দেখা দিয়েছে ৷ তাই আমরা আরও বেশি করে সতর্ক রয়েছি ৷ যাতে এটি ছড়িয়ে না-পড়ে ৷ আর খেলোয়াড়রা নিজেরাও সতর্ক রয়েছেন ৷ যাতে তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতায় কোনও প্রভাব না পড়ে ৷’’

আরও পড়ুন: দোহার রাস্তায় ‘মুচাকোস’-এর ছন্দে মাতছেন আর্জেন্তাইন সমর্থকরা

কোচ জানিয়েছেন, অ্যাদ্রিয়েন ব়্যাবিয়েত এবং দায়োত উপামেক্যানো বর্তমানে সুস্থ রয়েছেন ৷ তাঁরা আর্জেন্তিনার বিরুদ্ধে খেলতে পারবেন ৷ তবে, ডিফেন্সে অন্যতম ভরসা রাফায়েল ভারান এবং ইব্রাহিমা কনাতে সুস্থ না হওয়ায় চিন্তায় রয়েছে ফ্রান্স শিবির ৷ আর্জেন্তিনার বিরুদ্ধে মেসিকে রুখতে এই দুই ফুটবলারকে বেশি করে প্রয়োজন পড়বে দিদিয়ের দেঁশ-এর ৷

দোহা, 17 ডিসেম্বর: বিশ্বকাপ (FIFA World Cup 2022) ফাইনালে আর্জেন্তিনা (Argentina)-র বিরুদ্ধে নামার আগে ফ্রান্স শিবিরে ভাইরাস হানা (France Squad Struck by Virus Ahead of World Cup Final) ৷ আর যার জেরে ফরাসি সেন্টার ব্যাক জুটি রাফায়েল ভারান এবং ইব্রাহিমা কনাতে-কে রবিবারের ফাইনালের প্রথম একাদশে নাও দেখা যেতে পারে ৷ জানা গিয়েছে, রাফায়েল ভারানের (Raphael Varane) শরীরে সংক্রমণের সামান্য লক্ষণ রয়েছে ৷ তবে, অসুস্থ হওয়ার পর থেকে ইব্রাহিমা কনাতে তাঁর হোটেল রুম থেকে বেরচ্ছেন না ৷ সংবাদ সংস্থা এএনআই স্পোর্টস চ্যানেল ইএসপিএন-কে উল্লেখ করে এমনটাই জানিয়েছে ৷

জানা গিয়েছে, মোট 5 জন ফুটবলার গত দু’দিন ফ্রান্সের ট্রেনিং সেশনে দলের সঙ্গে যোগ দেননি ৷ যাঁদের মধ্যে ভারান এবং কনাতে রয়েছেন ৷ এমনকি সপ্তাহের শুরুতে কিংগসলে কোম্যান, দায়োত উপামেক্যানো এবং অ্যাদ্রিয়েন ব়্যাবিয়েত অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ তাঁরা শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি ৷ এনিয়ে ফ্রান্স কোচ দিদিয়ের দেঁশ জানিয়েছেন, উপামেক্যানো এবং ব়্যাবিয়েত মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে পারেননি ৷ এর ফলে বাকি ফুটবলারদের ভাইরাসের প্রকোপ থেকে বাঁচাতে আগাম সুরক্ষায় বিশ্রামে রাখা হয়েছে ৷

ফ্রান্স কোচ দিদিয়ের বলেন, ‘‘দোহায় তাপমাত্রা কিছুটা কমে গেছে ৷ সেখানে রুমে সারাক্ষণ এয়ারকন্ডিশনিং মেশিন চলছে ৷ ফলে আমাদের খেলোয়াড়দের কয়েকজনের জ্বরের উপসর্গ দেখা দিয়েছে ৷ তাই আমরা আরও বেশি করে সতর্ক রয়েছি ৷ যাতে এটি ছড়িয়ে না-পড়ে ৷ আর খেলোয়াড়রা নিজেরাও সতর্ক রয়েছেন ৷ যাতে তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতায় কোনও প্রভাব না পড়ে ৷’’

আরও পড়ুন: দোহার রাস্তায় ‘মুচাকোস’-এর ছন্দে মাতছেন আর্জেন্তাইন সমর্থকরা

কোচ জানিয়েছেন, অ্যাদ্রিয়েন ব়্যাবিয়েত এবং দায়োত উপামেক্যানো বর্তমানে সুস্থ রয়েছেন ৷ তাঁরা আর্জেন্তিনার বিরুদ্ধে খেলতে পারবেন ৷ তবে, ডিফেন্সে অন্যতম ভরসা রাফায়েল ভারান এবং ইব্রাহিমা কনাতে সুস্থ না হওয়ায় চিন্তায় রয়েছে ফ্রান্স শিবির ৷ আর্জেন্তিনার বিরুদ্ধে মেসিকে রুখতে এই দুই ফুটবলারকে বেশি করে প্রয়োজন পড়বে দিদিয়ের দেঁশ-এর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.