ETV Bharat / sports

Stephen Constantine: করোনা মুক্ত স্টিফেন কনস্ট্যানটাইন, আজ যোগ দিচ্ছেন ইস্টবেঙ্গলের অনুশীলনে - Emami East Bengal

করোনা থেকে সুস্থ হয়ে আজ ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিচ্ছেন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন (Stephen Constantine Tested Negative for Covid-19) ৷ রবিবার তিনি নিজে করোনা থেকে সুস্থ হওয়ার খবর টুইট করেছেন ৷

emami-east-bengal-coach-stephen-constantine-tested-negative-for-covid-19
emami-east-bengal-coach-stephen-constantine-tested-negative-for-covid-19
author img

By

Published : Sep 12, 2022, 10:17 AM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছেন ইমামি ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইন (Stephen Constantine Tested Negative for Covid-19) ৷ রবিবার নিজেই টুইট করে সেকথা জানিয়েছেন তিনি ৷ তাঁর করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট হাতে আসে ৷ পরে সোশাল মিডিয়ায় নিজের সুস্থতার কথা জানান স্টিফেন ৷ সোমবার অর্থাৎ, আজ থেকে তিনি ইস্টবেঙ্গল দলের সঙ্গে যোগ দেবেন ৷

প্রসঙ্গত, গত সোমবার তাঁর করোনা সংক্রমিত হওয়ার খবর জানা যায় ৷ তার পরেই ইস্টবেঙ্গলের সহকারী কোচ বিনো জর্জও করোনায় আক্রান্ত হন ৷ টিম হোটেলেই আলাদা ঘরে তাঁদের রাখা হয়েছিল ৷ গত বৃহস্পতিবার ফের একবার তাঁদের করোনা পরীক্ষা করানো হয় ৷ সেই রিপোর্টও পজিটিভ আসে ৷ তবে, রবিবার রাতে স্টিফেনের টুইটের পর অনেকটাই স্বস্তিতে লাল-হলুদ শিবির ৷ বিনো অবশ্য এখনও করোনামুক্ত হননি বলেই খবর ৷ আজ সোমবার ফের তাঁর কোভিড-19 টেস্ট হতে পারে বলে ইমামি ইস্টবেঙ্গল সূত্রে খবর ৷

  • After 7 days of isolation after testing positive for Covid, I am pleased to be able get back to work tomorrow morning ⚽️⚽️⚽️⚽️.

    — StephenConstantine (@StephenConstan) September 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, দুই কোচ আইসোলেশনে থাকায় অনিয়মিত হয়ে পড়েছে লাল-হলুদের অনুশীলন ৷ স্টিফেন এবং জর্জ কোভিড পজিটিভ হওয়ায় দলের সব ফুটবলার এবং বাকি সাপোর্ট স্টাফদের আইসোলেশনে পাঠানো হয় ৷ দু’দিনের আইসোলেশনের পর তাঁদের কোভিড রিপোর্ট নেগেটিভ আসায় বৃহস্পতিবার বাকি সাপোর্ট স্টাফদের সঙ্গে ফিটনেস ট্রেনিং করেন ফুটবলাররা ৷ তবে শুক্রবার ও শনিবার ফের ছুটি দেওয়া হয় তাঁদের ৷ রবিবার সকালে ঘণ্টা দেড়েক ফিটনেস ট্রেনিং পর্ব চলে ইস্টবেঙ্গলে ৷ বৃষ্টির মধ্যেই অনুশীলন করেন তাঁরা ৷

আরও পড়ুন: ফুটবলারের অভাবে কলকাতা লিগে অংশগ্রহণ নয়, আইএফএ-কে চিঠি বাগানের

অন্যদিকে, অনূর্ধ্ব-20 এশিয়া কাপের যোগ্যতাঅর্জন পর্বের স্কোয়াডে থাকায় ভুবনেশ্বরের জাতীয় শিবিরে যোগ দিয়েছেন হিমাংশু জ্যাংরা ৷ ইস্টবেঙ্গলের পাশাপাশি এটিকে মোহনবাগানের ফুটবলাররাও দু’দিনের ছুটি কাটিয়ে সোমবার বিকেলে অনুশীলনে নামছেন ৷ কোচ জুয়ান ফেরান্দো ডুরাণ্ড কাপ এবং এএফসি কাপের ব্যর্থতা ভুলে তরতাজা হয়ে মাঠে নামতে ফুটবলারদের দু’দিনের ছুটি দিয়েছিলেন ৷

কলকাতা, 12 সেপ্টেম্বর: করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছেন ইমামি ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইন (Stephen Constantine Tested Negative for Covid-19) ৷ রবিবার নিজেই টুইট করে সেকথা জানিয়েছেন তিনি ৷ তাঁর করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট হাতে আসে ৷ পরে সোশাল মিডিয়ায় নিজের সুস্থতার কথা জানান স্টিফেন ৷ সোমবার অর্থাৎ, আজ থেকে তিনি ইস্টবেঙ্গল দলের সঙ্গে যোগ দেবেন ৷

প্রসঙ্গত, গত সোমবার তাঁর করোনা সংক্রমিত হওয়ার খবর জানা যায় ৷ তার পরেই ইস্টবেঙ্গলের সহকারী কোচ বিনো জর্জও করোনায় আক্রান্ত হন ৷ টিম হোটেলেই আলাদা ঘরে তাঁদের রাখা হয়েছিল ৷ গত বৃহস্পতিবার ফের একবার তাঁদের করোনা পরীক্ষা করানো হয় ৷ সেই রিপোর্টও পজিটিভ আসে ৷ তবে, রবিবার রাতে স্টিফেনের টুইটের পর অনেকটাই স্বস্তিতে লাল-হলুদ শিবির ৷ বিনো অবশ্য এখনও করোনামুক্ত হননি বলেই খবর ৷ আজ সোমবার ফের তাঁর কোভিড-19 টেস্ট হতে পারে বলে ইমামি ইস্টবেঙ্গল সূত্রে খবর ৷

  • After 7 days of isolation after testing positive for Covid, I am pleased to be able get back to work tomorrow morning ⚽️⚽️⚽️⚽️.

    — StephenConstantine (@StephenConstan) September 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, দুই কোচ আইসোলেশনে থাকায় অনিয়মিত হয়ে পড়েছে লাল-হলুদের অনুশীলন ৷ স্টিফেন এবং জর্জ কোভিড পজিটিভ হওয়ায় দলের সব ফুটবলার এবং বাকি সাপোর্ট স্টাফদের আইসোলেশনে পাঠানো হয় ৷ দু’দিনের আইসোলেশনের পর তাঁদের কোভিড রিপোর্ট নেগেটিভ আসায় বৃহস্পতিবার বাকি সাপোর্ট স্টাফদের সঙ্গে ফিটনেস ট্রেনিং করেন ফুটবলাররা ৷ তবে শুক্রবার ও শনিবার ফের ছুটি দেওয়া হয় তাঁদের ৷ রবিবার সকালে ঘণ্টা দেড়েক ফিটনেস ট্রেনিং পর্ব চলে ইস্টবেঙ্গলে ৷ বৃষ্টির মধ্যেই অনুশীলন করেন তাঁরা ৷

আরও পড়ুন: ফুটবলারের অভাবে কলকাতা লিগে অংশগ্রহণ নয়, আইএফএ-কে চিঠি বাগানের

অন্যদিকে, অনূর্ধ্ব-20 এশিয়া কাপের যোগ্যতাঅর্জন পর্বের স্কোয়াডে থাকায় ভুবনেশ্বরের জাতীয় শিবিরে যোগ দিয়েছেন হিমাংশু জ্যাংরা ৷ ইস্টবেঙ্গলের পাশাপাশি এটিকে মোহনবাগানের ফুটবলাররাও দু’দিনের ছুটি কাটিয়ে সোমবার বিকেলে অনুশীলনে নামছেন ৷ কোচ জুয়ান ফেরান্দো ডুরাণ্ড কাপ এবং এএফসি কাপের ব্যর্থতা ভুলে তরতাজা হয়ে মাঠে নামতে ফুটবলারদের দু’দিনের ছুটি দিয়েছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.