ETV Bharat / sports

Durand Cup Kolkata Derby: 'সমর্থকদের হাসিমুখগুলো আজীবন মনে থাকবে', 'মিরাকল' ঘটিয়ে নির্লিপ্ত কুয়াদ্রাত - কার্লস কুয়াদ্রাত

'স্বপ্নের ফেরিওয়ালা' কার্লস কুয়াদ্রাতের হাত ধরেই দীর্ঘ সাড়ে চার বছর পর বড় ম্যাচে জয় পেল মশালবাহিনী ৷ ম্যাচের 60 মিনিটে দুরন্ত গোলে লাল-হলুদকে জয় এনে দিলেন প্রথম বড় ম্যাচ খেলতে নামা নন্দকুমার শেকর ৷

Durand Cup Kolkata Derby
মিরাকল ঘটিয়ে নির্লিপ্ত কুয়াদ্রাত
author img

By

Published : Aug 12, 2023, 9:37 PM IST

Updated : Aug 12, 2023, 11:08 PM IST

'মিরাকল' ঘটিয়ে নির্লিপ্ত কুয়াদ্রাত

কলকাতা, 12 অগস্ট: একদিনে হবে না, কিন্তু একদিন হবেই ৷ গত সিজনগুলোতে যে জায়গায় দল শেষ করেছিল, সেখান থেকে চ্যাম্পিয়নের প্রত্যাশা করাটা বোকামি ৷ তবে ইস্টবেঙ্গলের নয়া হেডস্যর কার্লস কুয়াদ্রাত চান এ মরশুমে ছেলেরা মাঠে এমন কিছু ছাপ রাখুক, যা আগামিদিনে তাঁদের শীর্ষে যাওয়ার রসদ জোগাবে ৷ তার গোড়াপত্তনটা বুঝি হয়ে গেল শনিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ৷ স্প্যানিশ কোচের হাত ধরেই দীর্ঘ সাড়ে চার বছর পর বড় ম্যাচে জয় পেল মশালবাহিনী ৷

প্রাক্তন ইউরোকাপার আর্মান্দো সাদিকু, গতবছর কাতারে বিশ্বকাপ খেলা জেসন কামিংস, জাতীয় দলের মাঝমাঠে সাড়াজাগানো দুই নাম অনিরুদ্ধ থাপা, আব্দুল সাহাল সামাদ ৷ এহেন বাগানের সামনে ইস্টবেঙ্গল যেন ঢাল-তলোয়ারহীন নিধিরাম সর্দার ৷ টানা নবম ডার্বি হারের আতঙ্ক গ্রাস করেছিল সমর্থকদের ৷ কিন্তু পার্থক্যটা গড়ে দিলেন বোধহয় একদা সুনীল ছেত্রীদের আইএসএল জেতানো কুয়াদ্রাত ৷ হার না-মানা মনোভাবটা ইনজেক্ট করে দিতে সক্ষম হয়েছিলেন ছেলেদের মধ্যে ৷ মাঠে নেমে সেই অ্যাটিটিউটটাই সম্ভবত এদিন জয় এনে দিল ইস্টবেঙ্গলকে ৷

ম্যাচের 60 মিনিটে দুরন্ত গোলে লাল-হলুদকে জয় এনে দিলেন প্রথম বড় ম্যাচ খেলতে নামা নন্দকুমার শেকর ৷ আর ডাগ-আউটে দাঁড়িয়ে তিলে-তিলে যিনি একটা স্বপ্নকে বাস্তব রূপ দিলেন, সেই 'সওদাগর' কুয়াদ্রাত 1658 দিন পর ডার্বিতে জয় এনে দিয়েও নির্লিপ্ত ৷ বলছেন, "ফুটবলে একদিন তুমি হিরো হবে, একদিন ভিলেন বনে যাবে ৷ আজ আমাদের নেভার ডাই মনোভাবটাই সম্বল ছিল ৷ আমরা খুশি, তবে শান্ত থাকতে হবে ৷ ছেলেদের পরিশ্রমকে আমার কুর্নিশ ৷ তবে আমরা এখনও দল হিসেবে গড়ে উঠছি ৷ অনেকটা পথ বাকি ৷"

আরও পড়ুন: জ্বলল মশাল, সাড়ে চার বছরের শাপমুক্তি ঘটিয়ে ডার্বির রং লাল-হলুদ

কিন্তু সমর্থকদের সীমাহীন উচ্ছ্বাস তো তাতে থামার নয় ৷ ম্যাচ শেষ হতেই ফেন্সিং টপকে এদিন মাঠে প্রবেশ করে গিয়েছিলেন লাল-হলুদ সমর্থকরা ৷ তাঁদের হাসিমুখই মরশুমের বাকি সময়টা প্রেরণা জোগাবে কুয়াদ্রাতকে ৷ নন্দদের হেডস্যারের কথাতেও পরিষ্কার সেটা ৷ সাংবাদিক সম্মেলনে কুয়াদ্রাত বললেন, "এটা আমাদের কাছে প্রি-সিজন ম্যাচের মতোই ৷ আপাতত আমাদের লক্ষ্য ডুরান্ডের পরের ধাপ ৷ তবে ভালোলাগছে সমর্থকদের কথা ভেবে ৷ মাঠে সেলিব্রেশনের সময় ওদের চোখেমুখে যে খুশির ছাপ আমি দেখেছি সেটা আজীবন মনে রাখব ৷ কিন্তু মনে রাখতে হবে এখনও কিছুই হয়নি ৷"

'মিরাকল' ঘটিয়ে নির্লিপ্ত কুয়াদ্রাত

কলকাতা, 12 অগস্ট: একদিনে হবে না, কিন্তু একদিন হবেই ৷ গত সিজনগুলোতে যে জায়গায় দল শেষ করেছিল, সেখান থেকে চ্যাম্পিয়নের প্রত্যাশা করাটা বোকামি ৷ তবে ইস্টবেঙ্গলের নয়া হেডস্যর কার্লস কুয়াদ্রাত চান এ মরশুমে ছেলেরা মাঠে এমন কিছু ছাপ রাখুক, যা আগামিদিনে তাঁদের শীর্ষে যাওয়ার রসদ জোগাবে ৷ তার গোড়াপত্তনটা বুঝি হয়ে গেল শনিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ৷ স্প্যানিশ কোচের হাত ধরেই দীর্ঘ সাড়ে চার বছর পর বড় ম্যাচে জয় পেল মশালবাহিনী ৷

প্রাক্তন ইউরোকাপার আর্মান্দো সাদিকু, গতবছর কাতারে বিশ্বকাপ খেলা জেসন কামিংস, জাতীয় দলের মাঝমাঠে সাড়াজাগানো দুই নাম অনিরুদ্ধ থাপা, আব্দুল সাহাল সামাদ ৷ এহেন বাগানের সামনে ইস্টবেঙ্গল যেন ঢাল-তলোয়ারহীন নিধিরাম সর্দার ৷ টানা নবম ডার্বি হারের আতঙ্ক গ্রাস করেছিল সমর্থকদের ৷ কিন্তু পার্থক্যটা গড়ে দিলেন বোধহয় একদা সুনীল ছেত্রীদের আইএসএল জেতানো কুয়াদ্রাত ৷ হার না-মানা মনোভাবটা ইনজেক্ট করে দিতে সক্ষম হয়েছিলেন ছেলেদের মধ্যে ৷ মাঠে নেমে সেই অ্যাটিটিউটটাই সম্ভবত এদিন জয় এনে দিল ইস্টবেঙ্গলকে ৷

ম্যাচের 60 মিনিটে দুরন্ত গোলে লাল-হলুদকে জয় এনে দিলেন প্রথম বড় ম্যাচ খেলতে নামা নন্দকুমার শেকর ৷ আর ডাগ-আউটে দাঁড়িয়ে তিলে-তিলে যিনি একটা স্বপ্নকে বাস্তব রূপ দিলেন, সেই 'সওদাগর' কুয়াদ্রাত 1658 দিন পর ডার্বিতে জয় এনে দিয়েও নির্লিপ্ত ৷ বলছেন, "ফুটবলে একদিন তুমি হিরো হবে, একদিন ভিলেন বনে যাবে ৷ আজ আমাদের নেভার ডাই মনোভাবটাই সম্বল ছিল ৷ আমরা খুশি, তবে শান্ত থাকতে হবে ৷ ছেলেদের পরিশ্রমকে আমার কুর্নিশ ৷ তবে আমরা এখনও দল হিসেবে গড়ে উঠছি ৷ অনেকটা পথ বাকি ৷"

আরও পড়ুন: জ্বলল মশাল, সাড়ে চার বছরের শাপমুক্তি ঘটিয়ে ডার্বির রং লাল-হলুদ

কিন্তু সমর্থকদের সীমাহীন উচ্ছ্বাস তো তাতে থামার নয় ৷ ম্যাচ শেষ হতেই ফেন্সিং টপকে এদিন মাঠে প্রবেশ করে গিয়েছিলেন লাল-হলুদ সমর্থকরা ৷ তাঁদের হাসিমুখই মরশুমের বাকি সময়টা প্রেরণা জোগাবে কুয়াদ্রাতকে ৷ নন্দদের হেডস্যারের কথাতেও পরিষ্কার সেটা ৷ সাংবাদিক সম্মেলনে কুয়াদ্রাত বললেন, "এটা আমাদের কাছে প্রি-সিজন ম্যাচের মতোই ৷ আপাতত আমাদের লক্ষ্য ডুরান্ডের পরের ধাপ ৷ তবে ভালোলাগছে সমর্থকদের কথা ভেবে ৷ মাঠে সেলিব্রেশনের সময় ওদের চোখেমুখে যে খুশির ছাপ আমি দেখেছি সেটা আজীবন মনে রাখব ৷ কিন্তু মনে রাখতে হবে এখনও কিছুই হয়নি ৷"

Last Updated : Aug 12, 2023, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.