ETV Bharat / sports

EB Officials in Bangladesh : লগ্নি নিয়ে সিদ্ধান্ত ঝুলে, ফুটবল উন্নয়নে শেখ রাসেলের সঙ্গে হাত মেলাচ্ছে ইস্টবেঙ্গল - ইস্টবেঙ্গল-বসুন্ধরা গ্রুপ

বসুন্ধরা গ্রুপের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যে তাঁরা আগ্রহী, তা আমন্ত্রণ স্বীকার করেই বুঝিয়ে দিয়েছিলেন কর্তারা। ফলে বিদায়ী লগ্নিকারী সংস্থা ফের একসঙ্গে পথ চলতে চেয়ে গোটা বিষয়ে ধোঁয়াশা সৃষ্টি করলেও তাদের সেই ইচ্ছে কতটা আমল পাবে, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে । তার মধ্যেই এশিয়ার ফুটবলের উন্নয়নে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিল দুই ক্লাব (East Bengal will work with Sheikh Russell Sports Club)।

East Bengal
যৌথভাবে কাজের সিদ্ধান্ত পদ্মাপাড়ের দুই ক্লাবের
author img

By

Published : Mar 17, 2022, 11:24 AM IST

Updated : Mar 17, 2022, 12:06 PM IST

ঢাকা, 17 মার্চ : চলতি মাসের শুরুতেই বাংলাদেশ সফরের আমন্ত্রণ পৌঁছেছিল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে । বাংলাদেশের ফুটবল ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের পক্ষ থেকে আমন্ত্রণ এলেও তা ছিল আদতে ওপার বাংলার বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা কিংসের তরফে । বসুন্ধরা গ্রুপের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যে তাঁরা আগ্রহী, তা আমন্ত্রণ স্বীকার করেই বুঝিয়ে দিয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারা । সোমবারই বাংলাদেশে গিয়েছেন লাল-হলুদ কর্তারা (East Bengal will work with Sheikh Russell Sports Club)।

শীর্ষকর্তা দেবব্রত সরকার, সহ-সচিব রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্য়ায়-সহ চার সদস্যের কমিটি বুধবার শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান সায়েম সোবহানের সঙ্গে আলোচনায় বসেছিলেন । সেখানে এশিয়ার ফুটবলের উন্নয়নে শেখ রাসেল ক্রীড়াচক্র এবং ইস্টবেঙ্গল যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে । ফুটবল পরিকাঠামো, নতুন প্রতিভা অন্বেষণে জোর দেওয়ার কথা বলা হয়েছে । ফলে ইস্টবেঙ্গল এবং বসুন্ধরা কিংসের আগামী দিনে একসঙ্গে পথচলা এখন স্রেফ সময়ের অপেক্ষা ।

আরও পড়ুন : বিনিয়োগ আনতে রবিবার বাংলাদেশ যাচ্ছেন লাল-হলুদ কর্তারা

তবে আর্থিক বিনিয়োগে বসুন্ধরা কিংস ভবিষ্যতে ইস্টবেঙ্গলের পাশে থাকবে কি না, সে বিষয়ে কোনও ইঙ্গিত এই বৈঠকের পরে দেওয়া হয়নি । বিদায়ী লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্ট এখনও তাদের অবস্থান পরিষ্কার না করায় ধোঁয়াশা অব্যাহত । এই অবস্থায় ইস্টবেঙ্গল কর্তারা নতুন মরশুমের জন্য ইতিমধ্যেই তদারকি শুরু করে দিয়েছে । ফুটবল মহল বলছে, পদ্মাপাড় থেকে ইতিবাচক অগ্রগতির যে বার্তা দেওয়া হয়েছে, তাতেই আশায় বুক বাঁধছে লাল-হলুদ ।

ঢাকা, 17 মার্চ : চলতি মাসের শুরুতেই বাংলাদেশ সফরের আমন্ত্রণ পৌঁছেছিল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে । বাংলাদেশের ফুটবল ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের পক্ষ থেকে আমন্ত্রণ এলেও তা ছিল আদতে ওপার বাংলার বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা কিংসের তরফে । বসুন্ধরা গ্রুপের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যে তাঁরা আগ্রহী, তা আমন্ত্রণ স্বীকার করেই বুঝিয়ে দিয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারা । সোমবারই বাংলাদেশে গিয়েছেন লাল-হলুদ কর্তারা (East Bengal will work with Sheikh Russell Sports Club)।

শীর্ষকর্তা দেবব্রত সরকার, সহ-সচিব রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্য়ায়-সহ চার সদস্যের কমিটি বুধবার শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান সায়েম সোবহানের সঙ্গে আলোচনায় বসেছিলেন । সেখানে এশিয়ার ফুটবলের উন্নয়নে শেখ রাসেল ক্রীড়াচক্র এবং ইস্টবেঙ্গল যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে । ফুটবল পরিকাঠামো, নতুন প্রতিভা অন্বেষণে জোর দেওয়ার কথা বলা হয়েছে । ফলে ইস্টবেঙ্গল এবং বসুন্ধরা কিংসের আগামী দিনে একসঙ্গে পথচলা এখন স্রেফ সময়ের অপেক্ষা ।

আরও পড়ুন : বিনিয়োগ আনতে রবিবার বাংলাদেশ যাচ্ছেন লাল-হলুদ কর্তারা

তবে আর্থিক বিনিয়োগে বসুন্ধরা কিংস ভবিষ্যতে ইস্টবেঙ্গলের পাশে থাকবে কি না, সে বিষয়ে কোনও ইঙ্গিত এই বৈঠকের পরে দেওয়া হয়নি । বিদায়ী লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্ট এখনও তাদের অবস্থান পরিষ্কার না করায় ধোঁয়াশা অব্যাহত । এই অবস্থায় ইস্টবেঙ্গল কর্তারা নতুন মরশুমের জন্য ইতিমধ্যেই তদারকি শুরু করে দিয়েছে । ফুটবল মহল বলছে, পদ্মাপাড় থেকে ইতিবাচক অগ্রগতির যে বার্তা দেওয়া হয়েছে, তাতেই আশায় বুক বাঁধছে লাল-হলুদ ।

Last Updated : Mar 17, 2022, 12:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.