কলকাতা, 29 মে : ইমামির সঙ্গে চুক্তি করে ফেলেছে ইস্টবেঙ্গল । নবান্নে ইমামি কর্তাদের সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের মুখোমুখি বসিয়ে চুক্তির ব্যাপারে কথা বলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (East Bengal and Emami will Discuss The Deal Next Week) ৷ তবে শুধু মুখ্যমন্ত্রী নন, ইস্টবেঙ্গলকে ইনভেস্টর এনে দিতে ময়দানে নেমেছিলেন স্বয়ং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার গোষ্ঠীর পাশাপাশি আরও কয়েকটি বড় সংস্থার সঙ্গে কথাবার্তা বলছিলেন তিনি ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সে কথা স্বীকারও করে নেন সৌরভ ৷ তবে, আচমকা ইমামির সঙ্গে চুক্তি করায়, সৌরভের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে ৷ এমন একটা আশঙ্কা ছিল ইস্টবেঙ্গল সমর্থকদের মনে ৷
তবে এখানেও ত্রাতা সেই মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আবারও এগিয়ে এলেন তিনি ৷ সৌরভের সঙ্গে কথা বলে ম্যান ইউ’র সঙ্গে ইস্টবেঙ্গলে বিনিয়োগ নিয়ে কথা বলা বন্ধ করার আর্জি জানান তিনি ৷ সেই মত কাজ এগিয়েছে বলে জানা যাচ্ছে ৷ তাই ইস্টবেঙ্গলের বিনিয়োগ এখনও পর্যন্ত শুধুই ইমামি ৷ যদিও, চুক্তি স্বাক্ষর এখনও বাকি রয়েছে ৷
কেন ইমামিকে বাছলেন কর্তারা ?--
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক গোষ্ঠী ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে এলে মালিকানা দাবি করত ৷ সৌরভ নিজেও স্পষ্টভাবে এই কথা জানিয়ে দিয়েছিলেন যে, মালিক হিসাবেই আসতে চায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ তবে, শতবর্ষের ক্লাবের মালিক অন্য কোনও গোষ্ঠী হলে, সমর্থকদের ভাবাবেগে আঘাত লাগতে পারে ৷ ইস্টবেঙ্গল সমর্থকদের ক্লাব ৷ তাই কর্তারাও সমর্থকদের কথা ভেবেই কাজ করেন ৷ সেই কারণেই শ্রী সিমেন্টের সঙ্গেও সমস্যা হয়েছিল কর্তাদের ৷ শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ গোটা ক্লাবের মালিকানা নিজেদের কাছে রাখার দাবি জানিয়েছিল ৷ তাই প্রাথমিক চুক্তি সই হলেও, মূল চুক্তিতে সই করেননি ইস্টবেঙ্গল কর্তারা ৷ ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের বহু পুরনো সম্পর্ক ৷ কিংফিশারের আগে ইস্টবেঙ্গলের স্পনন্সর ছিল এই সংস্থাই ৷ কলকাতার এই সংস্থা সমর্থকদের ভাবাবেগকে গুরুত্ব দেবেন বলেই বিশ্বাস কর্তাদের ৷
আরও পড়ুন : EB Tied with Emami Group : সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে শক্তিশালী দলগঠনের প্রতিশ্রুতি ইমামি কর্ণধারের গলায়
এখনও চুক্তির বিষয় চূড়ান্ত হয়নি --
ইমামির সঙ্গে কোন শর্তে চুক্তি হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ আগামী সপ্তাহে এ নিয়ে দু’পক্ষের কর্তারা বসে সিদ্ধান্ত নেবেন বলেই খবর ৷ তবে, শোনা যাচ্ছে উমিদ সিং সহ যে সকল ফুটবলারের টাকা বকেয়া রয়েছে, তাঁদের প্রাপ্য টাকা মিটিয়ে দেবে পূর্বতন বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট ৷ এই সমস্যার সমাধান হয়ে গেলে, ‘ট্রান্সফার ব্যান’ হওয়ার ভয় থাকবে না ইস্টবেঙ্গল ক্লাবের ৷