কলকাতা, 12 অগস্ট: আগামী 28 অগস্ট ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি। ভারতীয় ফুটবলের চিরকালীন ফুটবল যুদ্ধ ঘিরে সমর্থকদের পারদ চড়ছে। টিকিট ঘিরে হাহাকারের ফল্গুধারা ইতিমধ্যে বইছে। অনলাইনে 10 হাজার টিকিট ছেড়েছিল আয়োজকরা। কিন্তু আধঘণ্টায় সেই টিকিট নিঃশেষ। আড়াই বছর পর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে বড় ম্যাচ। কোথায়, কীভাবে মিলবে টিকিট তা নিয়ে ধন্দে ছিলেন দুই দলের সমর্থকরা। সমস্ত উৎকণ্ঠার অবসান ঘটিয়ে শুক্রবার কলকাতার ফোর্ট উইলিয়ামে ডুরান্ড কাপের সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেওয়া হল, 22 অগস্ট থেকে অফলাইনে শুরু হবে মরশুমের প্রথম ডার্বির টিকিট বিক্রি (Durand Cup derby ticket to sell on offline from 22nd August)। এখন প্রশ্ন হল কোথায় পাওয়া যাবে টিকিট? সাংবাদিক সম্মেলনে তারও সুলুকসন্ধান দিল ডুরান্ড কমিটি।
ইস্টবেঙ্গল, মোহনবাগান মাঠ ছাড়াও ম্যাচের আগের দিন বক্স অফিস অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনের টিকিট কাউন্টার থেকে পাওয়া যাবে টিকিট। 22 অগস্ট থেকে শহরের তিন জায়গায় টিকিট বিক্রি শুরু হয়ে যাবে। অর্থাৎ, ডার্বির ছ'দিন আগে থেকেই শুরু হয়ে যাবে ম্যাচ ঘিরে উন্মাদনার বহিঃপ্রকাশ। টিকিট নিয়ে ইতিমধ্যেই হাহাকার পড়ে গিয়েছে সমর্থকদের মধ্যে।
![Durand Cup](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16086940_wb_durand.jpg)
এদিকে অভিজাত এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণ পাঠানো হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। ফাইনালে আসতে পারেন তিনি ৷ ডুরান্ড ফাইনালে রাষ্ট্রপতির উপস্থিতি পুরনো প্রথা। কলকাতায় ডুরান্ড কাপ শুরু হওয়ার পর থেকে রাষ্ট্রপতি ফাইনালে আসেননি। সুতরাং ডুরান্ড কমিটির আমন্ত্রণ গ্রহণ করে এবছর দ্রৌপদী মুর্মু ফাইনালে উপস্থিত হলে পুরানো প্রথা ফিরবে।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলে সই করলেন 3 ভারতীয় ফুটবলার, বিদেশি প্রশ্নে ধোঁয়াশাই
16 অগস্ট থেকে শুরু হতে চলা ডুরান্ড কাপে মোট অংশ নিচ্ছে 20টি দল ৷ 11টি আইএসএল দলের পাশাপাশি 4টি আই লিগের দল এবং 5টি সেনা দল অংশগ্রহণ করছে এবারের ডুরান্ড কাপে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মহমেডান স্পোর্টিং বনাম এফসি গোয়া। ডুরান্ড শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ইমামি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগানের। 16 অগস্ট ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-হলুদ ৷ অন্যদিকে ইতিমধ্যেই প্রথম প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে এটিকে মোহনবাগান। মহমেডান এফসি-র বিরুদ্ধে নৈহাটিতে প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা ৷ 14 অগস্ট নিজেদের মাঠে তারা খেলবে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে।