বার্মিংহাম, 3 অগস্ট: কমনওয়েলথ গেমসে (CWG 2022) আরও একটি পদক ভারতের ৷ এবারেও পদক এল ভারোত্তোলনে ৷ পুরুষদের 96 কেজি বিভাগে রুপো জিতেছেন বিকাশ ঠাকুর (Indian Weightlifter Vikas Thakur Wins Silver in men 96kg) ৷ মোট 346 কেজি ওজন তুলেছেন তিনি ৷ স্ন্যাচে 155 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক রাউন্ডে 191 কেজি ওজন তোলেন বিকাশ ঠাকুর ৷ এই মুহূর্তে ভারতের ঝুলিতে মোট 13টি পদক রয়েছে ৷ যার মধ্যে 5টি সোনা ও রুপো এবং 3টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় অ্যাথলিট এবং খেলোয়াড়রা ৷
এদিন ভারোত্তোলনে পুরুষদের 96 কেজি বিভাগে ভারতের হয়ে পঞ্চম রুপো জেতেন বিকাশ ঠাকুর ৷ সোনা জিতেছেন সামোয়ান ডন ওপেলগ ৷ যিনি 381 কেজি ওজন তুলেছেন স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ৷ যার পরে বিকাশ ঠাকুরের পক্ষে সোনা জেতার লড়াই কখনই সহজ ছিল না ৷ সামোয়ান ডন ওপেলগ স্ন্যাচ রাউন্ডে 171 কেজি ওজন তোলেন ৷ এর পর ক্লিন অ্যান্ড জার্কে 210 কেজির রেকর্ড ওজন তুলে বাজিমাত করেন ৷
তবে, ভারতের হয়ে কমনওয়েলথে (Commonwealth Games 2022) ধারাবাহিকভাবে পদক জিতে আসছেন বিকাশ ঠাকুর ৷ 2014 সালে তিনি প্রথমবার রুপো জেতেন ৷ 2018 গোল্ড কোস্ট কমনওয়েলথে ব্রোঞ্জ জেতেন তিনি ৷ এবার বার্মিংহামে ফের একবার রুপো জিতলেন বিকাশ ঠাকুর ৷
-
More glory at the CWG, this time due to Vikas Thakur, who wins a Silver in Weightlifting. Delighted by his success. His dedication to sports is commendable. Wishing him the very best for upcoming endeavours. pic.twitter.com/IknoAvQiXf
— Narendra Modi (@narendramodi) August 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">More glory at the CWG, this time due to Vikas Thakur, who wins a Silver in Weightlifting. Delighted by his success. His dedication to sports is commendable. Wishing him the very best for upcoming endeavours. pic.twitter.com/IknoAvQiXf
— Narendra Modi (@narendramodi) August 2, 2022More glory at the CWG, this time due to Vikas Thakur, who wins a Silver in Weightlifting. Delighted by his success. His dedication to sports is commendable. Wishing him the very best for upcoming endeavours. pic.twitter.com/IknoAvQiXf
— Narendra Modi (@narendramodi) August 2, 2022
আরও পড়ুন: মিক্সড টিম ব্যাডমিন্টনের ফাইনালে রুপো ভারতের, মালয়েশিয়ার বিরুদ্ধে হার সিন্ধু-শ্রীকান্তদের
এদিন বিকাশকে অভিনন্দন জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, ‘‘কমনওয়েলথে ভারত আরও উজ্জ্বল হয়ে উঠছে ৷ এবার বিকাশ ঠাকুরের কারণে ৷ যিনি ভারোত্তোলনে রুপো জিতেছেন ৷ তাঁর সাফল্যে অভিভূত ৷ খেলার প্রতি তাঁর দায়বদ্ধতা শিক্ষণীয় ৷ তাঁ আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা ৷’’
ছেলের সাফল্যে উচ্ছ্বসিত বিকাশের বাবা বিএল ঠাকুর ৷ জানালেন, কমনওয়েলথে বিকাশ পদক জয়ের হ্যাটট্রিক করেছে ৷ তাও আবার মায়ের জন্মদিনে ৷ আর মায়ের জন্মদিনে এই সাফল্যই তাঁর মায়ের জন্য সবচেয়ে বড় উপহার বলে সংবাদ সংস্থাকে জানিয়েছেন বিএল ঠাকুর ৷