ETV Bharat / sports

ATK Mohun Bagan Tifo ডার্বি জয়ের ডাবল হ্যাট্রটিকেও টিফো বিতর্ক মোহনবাগানে - কলকাতা ডার্বি

মোহনবাগানের নাম থেকে এটিকে সরানোর দাবি কলকাতা ডার্বির মঞ্চেও ৷ রবিবার সন্ধেয় যুবভারতীতে মোহনবাগান সমর্থকদের গ্যালারিতে দেখা গেল দেবাশিস দত্তকে নিয়ে তৈরি টিফো (Controversy in Kolkata Derby) ৷

controversy-in-kolkata-derby-over-atk-mohun-bagan-tifo
controversy-in-kolkata-derby-over-atk-mohun-bagan-tifo
author img

By

Published : Aug 29, 2022, 9:16 PM IST

কলকাতা, 29 অগস্ট: আত্মঘাতী গোলে ডুরান্ড কাপের প্রথম ডার্বিতে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বিরুদ্ধে হেরেছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। তবে, ডার্বি তো শুধু মাঠের মধ্যে 90 মিনিটের লড়াইয়ে সীমাবদ্ধ থাকে না ৷ সেই লড়াই গ্যালারিতেও দেখা যায় ৷ বিশেষত বিগত কয়েক বছরে যে ভাবে ডার্বি হলেই টিফোর লড়াইয়ে নেমে পড়েছেন দুই দলের সমর্থকরা (Controversy in Kolkata Derby) ৷ তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় সোশাল মিডিয়ায় (Controversy in Kolkata Derby) ৷

রবিবারের ডার্বিতেও তাই হল, সুসজ্জিত টিফোতে প্রতিবাদ জানাতে গিয়ে, মাঠের বাইরের ডার্বিতে নিজেদের গোলেই বল ঢুকিয়ে দিলেন সবুজ-মেরুন সমর্থকরা ৷ নিজেদের ক্লাবের সচিবকেই ‘মাফিয়া’ বানিয়ে দিলেন এটিকে মোহনবাগান সমর্থকরা !

কেন এই বিক্ষোভ ?

টিফোতে যদিও কারুর নাম বলা হয়নি ৷ তবুও ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফুটবল মাফিয়া’ বলে যাকে সবুজ মেরুন জার্সি পরালেন এটিকে মোহনবাগান সমর্থকরা, তা থেকে অনুমান করাই যায় আক্রমণের লক্ষ্য ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ৷ মূলত, মোহনবাগানের নামের আগে এটিকে নামে আপত্তির কারণেই ছিল এই প্রতিবাদ ৷ স্টেডিয়ামে বসেই এই প্রতিবাদের আঁচ টের পেলেন দেবাশিস দত্ত এবং সঞ্জীব গোয়েঙ্কা ৷ তবে, রাগলেন না, দক্ষ প্রশাসকের মতোই সমর্থকদের পাশে দাঁড়ালেন এটিকে মোহনবাগানের ডিরেক্টর ৷

দেবাশিস দত্তর আশ্বাস

ম্যাচ শেষে সমর্থকদের পাশে দাঁড়িয়ে মোহনবাগান সচিব বলেন, ‘‘এটা খুব স্বাভাবিক। আমি সমর্থকদের কথা বুঝতে পারি ৷’’ কবে উঠবে এটিকে নাম ? কবে শোনা হবে, সমর্থকদের দাবি ? প্রশ্নের উত্তরে দেবাশিসের জবাব, ‘‘যখন যেটা হওয়ার, তখন সেটা হবে ৷ দাবির কথা আমিও জানি ৷ তবে, তার জন্য তো ফুটবল থেমে থাকবে না ৷ আন্দোলন চালিয়ে গেলেও ‘রিমুভ এটিকে’ দাবি এখনই সফল হবে না ৷ তা বুঝিয়ে দিলেন দেবাশিস দত্ত ৷

আরও পড়ুন: ফিরল ডার্বি, সমর্থকদের ভিড়ে রঙিন বিধাননগরের রাস্তা

লাল-হলুদ গ্যালারি থেকে টিপ্পনী

ইস্টবেঙ্গল সমর্থকদের আনা টিফোতেও, এটিকে মোহনবাগান সমর্থকদের প্রতি কটাক্ষ ছিল ৷ রিমুভ এটিকে নিয়ে চলতে থাকা আন্দোলনের ফলে অনেক মোহনবাগান সমর্থকই ডার্বি ম্যাচ বয়কট করার ডাক দিয়েছিলেন ৷ তবে, রবিবার দেখা গেল ভরা গ্যালারি ৷ সবুজ-মেরুন সমর্থকরাও বাড়ি গেলেন ডার্বি জয়ের আনন্দ সঙ্গে নিয়ে ৷ শুধু ডার্বি জয় নয়, জয়ের ডাবল হ্যাটট্রিকের আনন্দও ৷ আর তা নিয়ে কটাক্ষ শুনতে হল ইস্টবেঙ্গল সমর্থকদেরও ৷

কলকাতা, 29 অগস্ট: আত্মঘাতী গোলে ডুরান্ড কাপের প্রথম ডার্বিতে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বিরুদ্ধে হেরেছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। তবে, ডার্বি তো শুধু মাঠের মধ্যে 90 মিনিটের লড়াইয়ে সীমাবদ্ধ থাকে না ৷ সেই লড়াই গ্যালারিতেও দেখা যায় ৷ বিশেষত বিগত কয়েক বছরে যে ভাবে ডার্বি হলেই টিফোর লড়াইয়ে নেমে পড়েছেন দুই দলের সমর্থকরা (Controversy in Kolkata Derby) ৷ তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় সোশাল মিডিয়ায় (Controversy in Kolkata Derby) ৷

রবিবারের ডার্বিতেও তাই হল, সুসজ্জিত টিফোতে প্রতিবাদ জানাতে গিয়ে, মাঠের বাইরের ডার্বিতে নিজেদের গোলেই বল ঢুকিয়ে দিলেন সবুজ-মেরুন সমর্থকরা ৷ নিজেদের ক্লাবের সচিবকেই ‘মাফিয়া’ বানিয়ে দিলেন এটিকে মোহনবাগান সমর্থকরা !

কেন এই বিক্ষোভ ?

টিফোতে যদিও কারুর নাম বলা হয়নি ৷ তবুও ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফুটবল মাফিয়া’ বলে যাকে সবুজ মেরুন জার্সি পরালেন এটিকে মোহনবাগান সমর্থকরা, তা থেকে অনুমান করাই যায় আক্রমণের লক্ষ্য ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ৷ মূলত, মোহনবাগানের নামের আগে এটিকে নামে আপত্তির কারণেই ছিল এই প্রতিবাদ ৷ স্টেডিয়ামে বসেই এই প্রতিবাদের আঁচ টের পেলেন দেবাশিস দত্ত এবং সঞ্জীব গোয়েঙ্কা ৷ তবে, রাগলেন না, দক্ষ প্রশাসকের মতোই সমর্থকদের পাশে দাঁড়ালেন এটিকে মোহনবাগানের ডিরেক্টর ৷

দেবাশিস দত্তর আশ্বাস

ম্যাচ শেষে সমর্থকদের পাশে দাঁড়িয়ে মোহনবাগান সচিব বলেন, ‘‘এটা খুব স্বাভাবিক। আমি সমর্থকদের কথা বুঝতে পারি ৷’’ কবে উঠবে এটিকে নাম ? কবে শোনা হবে, সমর্থকদের দাবি ? প্রশ্নের উত্তরে দেবাশিসের জবাব, ‘‘যখন যেটা হওয়ার, তখন সেটা হবে ৷ দাবির কথা আমিও জানি ৷ তবে, তার জন্য তো ফুটবল থেমে থাকবে না ৷ আন্দোলন চালিয়ে গেলেও ‘রিমুভ এটিকে’ দাবি এখনই সফল হবে না ৷ তা বুঝিয়ে দিলেন দেবাশিস দত্ত ৷

আরও পড়ুন: ফিরল ডার্বি, সমর্থকদের ভিড়ে রঙিন বিধাননগরের রাস্তা

লাল-হলুদ গ্যালারি থেকে টিপ্পনী

ইস্টবেঙ্গল সমর্থকদের আনা টিফোতেও, এটিকে মোহনবাগান সমর্থকদের প্রতি কটাক্ষ ছিল ৷ রিমুভ এটিকে নিয়ে চলতে থাকা আন্দোলনের ফলে অনেক মোহনবাগান সমর্থকই ডার্বি ম্যাচ বয়কট করার ডাক দিয়েছিলেন ৷ তবে, রবিবার দেখা গেল ভরা গ্যালারি ৷ সবুজ-মেরুন সমর্থকরাও বাড়ি গেলেন ডার্বি জয়ের আনন্দ সঙ্গে নিয়ে ৷ শুধু ডার্বি জয় নয়, জয়ের ডাবল হ্যাটট্রিকের আনন্দও ৷ আর তা নিয়ে কটাক্ষ শুনতে হল ইস্টবেঙ্গল সমর্থকদেরও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.