ETV Bharat / sports

East Bengal: মিজো ডিফেন্ডারের সঙ্গে বাড়ল চুক্তি, বড়দিনের আবহ লাল-হলুদ শিবিরে - লাল হলুদ শিবির

বড়দিনের উৎসবের (Christmas Celebration) আবহে সান্টাক্লজ সেজে হাজির হলেন ইস্টবেঙ্গল ক্লাবের কোচ এবং ফুটবলাররা। সেইসঙ্গে ইমামি ইস্ট বেঙ্গল, মিজোরামের ডিফেন্ডারের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করল ৷ 2026 পর্যন্ত এই চুক্তিতে অঙ্গীকারবদ্ধ হয়েছে লাল-হলুদ শিবির (East Bengal) ৷

East Bengal
মিজোরাম ডিফেন্ডার, লালচুং মুন্ডা
author img

By

Published : Dec 25, 2022, 11:11 PM IST

কলকাতা, 25 ডিসেম্বর: বড়দিন উৎসব জাঁকজমকভাবে (Christmas Celebration) পালন করেছে লাল-হলুদ শিবির (East Bengal) ৷ মুকুন্দপুর আমরিতে গতকাল অর্থাৎ, 24 ডিসেম্বর উৎসব পালনে সান্তাক্লজ সেজেছিলেন লাল-হলুদ কোচ স্টিফেন (Stephen Constantine) স্যর ৷ সেইসঙ্গে বর্ষশেষে জয়ের প্রস্তুতিও সারছেন লাল-হলুদ বিগ্রেড ৷ এখানেই শেষ নয়, নতুন বছর আসছে, তার আগে উপহারও পেয়ে গেল লাল-হলুদ শিবির ৷ চলতি মরশুমে ভালো খেলছেন ইস্টবেঙ্গল জার্সিতে, তাই উপহার স্বরূপ মিজো ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল ক্লাবের শীর্ষকর্তা ৷

আগামী 30 ডিসেম্বর লাল-হলুদ ব্রিগেড ঘরের মাঠে খেলবে। এখন তার প্রস্তুতি চলছে। তবে একঘেয়ে ফুটবল প্র্যাকটিসের আবর্তে না-থেকে সামাজিক দায়বদ্ধতায় কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন, ক্লেটন সিলভা, ইভান গঞ্জালেস, সার্থক দলুই, অঙ্কিত মুখোপাধ্যায়রা। গতকাল বেলা 11টা নাগাদ যাদবপুর মুকুন্দপুরের কাছে একটি বেসরকারি হাসপাতালে উপস্থিত হয়েছিলেন কোচ এবং ফুটবলাররা। তাঁদের সামনে থেকে দেখে উপস্থিত মানুষরা অবাক। প্রত্যেকের মাথায় সান্তা টুপি। হাতে উপহারের ডালি। এমনভাবেই বড়দিন সেলিব্রেশন করেছেন তাঁরা ৷

East Bengal
সান্টাক্লজ সেজেছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের কোচ এবং ফুটবলাররা

এরপর কোচ এবং ফুটবলাররা বেসরকারি হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে গিয়ে অসুস্থ ব্যক্তিদের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। এখানেই শেষ নয়! বিশেষ ডিজাইন করা কেকের ব্যবস্থা করা হয়েছিল ওইদিন। সেই কেক কাটাও হয়। বড়দিনে উৎসবমুখর আবহে রোগশয্যায় থাকা মানুষদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ ইস্টবেঙ্গল কোচ এবং ফুটবলারদের। উৎসবের আবহে মানবিক মুখ ধরা দিলেও ইংরাজি বছরটা জয় দিয়ে শেষ করতে চাইছে লাল-হলুদ।

East Bengal
কোচ এবং ফুটবলাররা বেসরকারি হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে গিয়ে অসুস্থ ব্যক্তিদের সঙ্গে দেখা করেন

আরও পড়ুন: ক্রিসমাসের আগে পচা শামুকে পা কাটল বাগানের, আইএসএলে প্রথম জয় নর্থ-ইস্টের

30 ডিসেম্বর ঘরের মাঠে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। যাদের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে জয় পেয়েছিল লাল-হলুদ। এবার সেই জয় ধরে রেখে ইস্টবেঙ্গল যেমন ফের জয়ের সরণিতে ফিরতে চাইছে একইভাবে মরশুমে প্রথমবার ঘরের মাঠে জয় পেতে চাইছে। পাশাপাশি দলবদলের দ্বিতীয় উইন্ডোতে দলে কয়েকটি পরিবর্তন হতে চলেছে। অন্তত দু'জন বিদেশি বদল হচ্ছে। দেশীয় ফুটবলারদের তালিকাতেও নতুন মুখ দেখা যেতে পারে। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা দলবদলের দ্বিতীয় উইন্ডোতে ফুটবলার বদলের দাবি জোরালো করেছেন বলে খবর।

কলকাতা, 25 ডিসেম্বর: বড়দিন উৎসব জাঁকজমকভাবে (Christmas Celebration) পালন করেছে লাল-হলুদ শিবির (East Bengal) ৷ মুকুন্দপুর আমরিতে গতকাল অর্থাৎ, 24 ডিসেম্বর উৎসব পালনে সান্তাক্লজ সেজেছিলেন লাল-হলুদ কোচ স্টিফেন (Stephen Constantine) স্যর ৷ সেইসঙ্গে বর্ষশেষে জয়ের প্রস্তুতিও সারছেন লাল-হলুদ বিগ্রেড ৷ এখানেই শেষ নয়, নতুন বছর আসছে, তার আগে উপহারও পেয়ে গেল লাল-হলুদ শিবির ৷ চলতি মরশুমে ভালো খেলছেন ইস্টবেঙ্গল জার্সিতে, তাই উপহার স্বরূপ মিজো ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল ক্লাবের শীর্ষকর্তা ৷

আগামী 30 ডিসেম্বর লাল-হলুদ ব্রিগেড ঘরের মাঠে খেলবে। এখন তার প্রস্তুতি চলছে। তবে একঘেয়ে ফুটবল প্র্যাকটিসের আবর্তে না-থেকে সামাজিক দায়বদ্ধতায় কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন, ক্লেটন সিলভা, ইভান গঞ্জালেস, সার্থক দলুই, অঙ্কিত মুখোপাধ্যায়রা। গতকাল বেলা 11টা নাগাদ যাদবপুর মুকুন্দপুরের কাছে একটি বেসরকারি হাসপাতালে উপস্থিত হয়েছিলেন কোচ এবং ফুটবলাররা। তাঁদের সামনে থেকে দেখে উপস্থিত মানুষরা অবাক। প্রত্যেকের মাথায় সান্তা টুপি। হাতে উপহারের ডালি। এমনভাবেই বড়দিন সেলিব্রেশন করেছেন তাঁরা ৷

East Bengal
সান্টাক্লজ সেজেছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের কোচ এবং ফুটবলাররা

এরপর কোচ এবং ফুটবলাররা বেসরকারি হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে গিয়ে অসুস্থ ব্যক্তিদের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। এখানেই শেষ নয়! বিশেষ ডিজাইন করা কেকের ব্যবস্থা করা হয়েছিল ওইদিন। সেই কেক কাটাও হয়। বড়দিনে উৎসবমুখর আবহে রোগশয্যায় থাকা মানুষদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ ইস্টবেঙ্গল কোচ এবং ফুটবলারদের। উৎসবের আবহে মানবিক মুখ ধরা দিলেও ইংরাজি বছরটা জয় দিয়ে শেষ করতে চাইছে লাল-হলুদ।

East Bengal
কোচ এবং ফুটবলাররা বেসরকারি হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে গিয়ে অসুস্থ ব্যক্তিদের সঙ্গে দেখা করেন

আরও পড়ুন: ক্রিসমাসের আগে পচা শামুকে পা কাটল বাগানের, আইএসএলে প্রথম জয় নর্থ-ইস্টের

30 ডিসেম্বর ঘরের মাঠে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। যাদের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে জয় পেয়েছিল লাল-হলুদ। এবার সেই জয় ধরে রেখে ইস্টবেঙ্গল যেমন ফের জয়ের সরণিতে ফিরতে চাইছে একইভাবে মরশুমে প্রথমবার ঘরের মাঠে জয় পেতে চাইছে। পাশাপাশি দলবদলের দ্বিতীয় উইন্ডোতে দলে কয়েকটি পরিবর্তন হতে চলেছে। অন্তত দু'জন বিদেশি বদল হচ্ছে। দেশীয় ফুটবলারদের তালিকাতেও নতুন মুখ দেখা যেতে পারে। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা দলবদলের দ্বিতীয় উইন্ডোতে ফুটবলার বদলের দাবি জোরালো করেছেন বলে খবর।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.