ETV Bharat / sports

Sunil Chhetri: বাবা হচ্ছেন, দেশকে ফাইনালে তুলে সুখবর দিলেন ছেত্রী - দেশকে ফাইনালে তুলে সুখবর দিলেন ছেত্রী

গোল করে সেলিব্রেশনের মধ্যে দিয়ে সুনীল জানিয়ে দিলেন তাদের সংসারে নতুন সদস্য আসছে। দ্বিতীয়ার্ধে গোলের পরে বল জার্সির ভেতরে ঢুকিয়ে নেন ভারতীয় ফুটবলের পোস্টার বয়। গ্যালারিতে সে সময় উপস্থিত ছিলেন সন্তানসম্ভাবা স্ত্রী সোনম ভট্টাচার্য।

Etv Bharat
দেশকে ফাইনালে তুলে সুখবর দিলেন ছেত্রী
author img

By

Published : Jun 12, 2023, 11:07 PM IST

ভুবনেশ্বর, 12 জুন: বাবা হচ্ছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। সোমবার ইন্টার কন্টিনেন্টাল কাপে ভারতের প্রতিপক্ষ ছিল ভানুয়াতু। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে সুনীলের গোলেই জিতল ভারত ৷ আর গোল করে সেলিব্রেশনের মধ্যে দিয়ে সুনীল জানিয়ে দিলেন তাদের সংসারে নতুন সদস্য আসছে। দ্বিতীয়ার্ধে গোলের পরে বল জার্সির ভেতরে ঢুকিয়ে নেন ভারতীয় ফুটবলের পোস্টার বয়। গ্যালারিতে সে সময় উপস্থিত ছিলেন সন্তানসম্ভাবা স্ত্রী সোনম ভট্টাচার্য। তাঁকে ফ্লাইং কিস ছুঁড়ে দেন অধিনায়ক।

2017 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সুনীল- সোনম। মাঝের সময়ে ফুটবলার জীবনে একাধিক নজির গড়েছেন সুনীল। এবার জীবনের নতুন ভূমিকায় প্রবেশের ঘোষণা। স্বভাবতই সুনীলের ঘোষণায় খুশি ফুটবল মহল। প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে 2-0 গোলে হারানোর পরে ভানুয়াতুর বিরুদ্ধে ম্যাচ জিতে প্রতিযোগিতার ফাইনালে 'মেন ইন ব্লু' ৷ 81 মিনিটে লেফট ব্যাক শুভাশিস বসু বাঁদিক থেকে একটি ভাসানো ক্রস বক্সের মাঝখানে দাঁড়িয়ে বুক দিয়েনামান সুনীল। তারপর বাঁ-পায়ের সাইডভলিতে জাল কাঁপিয়ে দেন তিনি। আগামী 18 জুন প্রতিযোগিতার ফাইনাল। তার আগে লেবাননের বিরুদ্ধে একটি ম্যাচ খেলতে হবে স্টিম্যাচের দলকে।

এদিন ভারতের কোচ স্টিম্যাচ গত ম্যাচের একাদশ অধিকাংশই পালটে ফেলেন। ন’টি পরিবর্তন করেন তিনি। আগের ম্যাচে খেলা সুনীল ছেত্রী ও সন্দেশ ঝিঙ্গান ছাড়া কেউ ছিলেন না ভানুয়াতুর বিরুদ্ধে। অভিষেক হয় নন্দকুমার সেকরের। বহুদিন পর প্রথম একাদশে একসঙ্গে খেললেন শুভাশিস ও প্রীতম কোটাল। নন্দ ও শুভাশিস, প্রীতম তিনজনই নজর কাড়েন এদিন। দলে বদল আসলেও ভারতের খেলায় কোনও পরিবর্তন হয়নি। শুরু থেকেই গোল পাওয়ার লক্ষ্যে ঝাঁপানো শুরু করেন মহেশ, নন্দ, সুনীলরা। কিন্তু গোল আসছিল না কিছুতেই।

আরও পড়ুন: ডার্বির জন্য মুখিয়ে, ইস্টবেঙ্গলে যোগ দিয়ে জানালেন বোরহা

লাল-হলুদের মহেশ একাই দু’টি সুযোগ তৈরি করে দিয়েছিলেন সুনীল ও নন্দকে। তাঁরা অল্পের জন্য বল জালে পাঠাতে পারেননি। সুযোগ কাজে লাগাতে পারলে প্রথমার্ধেই ভারত একাধিক গোলে এগিয়ে যেতে পারত ৷ দ্বিতীয়ার্ধে আরও মরিয়া হয়ে নামে ভারত। তবুও কিছুতেই প্রতিপক্ষ রক্ষণকে টলানো যাচ্ছিল না। অতঃপর 81 মিনিটে ডেডলক খোলে। সুনীল গোল করে এগিয়ে দেন ভারতকে। এই ম্যাচে গোল করার পর আন্তর্জাতিক ফুটবলে সুনীলের গোলসংখ্যা দাঁড়ালো 86। জয়ের আনন্দের মধ্যে অধিনায়কের বাবা হতে চলার খবর নিঃসন্দেহে চমক।

ভুবনেশ্বর, 12 জুন: বাবা হচ্ছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। সোমবার ইন্টার কন্টিনেন্টাল কাপে ভারতের প্রতিপক্ষ ছিল ভানুয়াতু। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে সুনীলের গোলেই জিতল ভারত ৷ আর গোল করে সেলিব্রেশনের মধ্যে দিয়ে সুনীল জানিয়ে দিলেন তাদের সংসারে নতুন সদস্য আসছে। দ্বিতীয়ার্ধে গোলের পরে বল জার্সির ভেতরে ঢুকিয়ে নেন ভারতীয় ফুটবলের পোস্টার বয়। গ্যালারিতে সে সময় উপস্থিত ছিলেন সন্তানসম্ভাবা স্ত্রী সোনম ভট্টাচার্য। তাঁকে ফ্লাইং কিস ছুঁড়ে দেন অধিনায়ক।

2017 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সুনীল- সোনম। মাঝের সময়ে ফুটবলার জীবনে একাধিক নজির গড়েছেন সুনীল। এবার জীবনের নতুন ভূমিকায় প্রবেশের ঘোষণা। স্বভাবতই সুনীলের ঘোষণায় খুশি ফুটবল মহল। প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে 2-0 গোলে হারানোর পরে ভানুয়াতুর বিরুদ্ধে ম্যাচ জিতে প্রতিযোগিতার ফাইনালে 'মেন ইন ব্লু' ৷ 81 মিনিটে লেফট ব্যাক শুভাশিস বসু বাঁদিক থেকে একটি ভাসানো ক্রস বক্সের মাঝখানে দাঁড়িয়ে বুক দিয়েনামান সুনীল। তারপর বাঁ-পায়ের সাইডভলিতে জাল কাঁপিয়ে দেন তিনি। আগামী 18 জুন প্রতিযোগিতার ফাইনাল। তার আগে লেবাননের বিরুদ্ধে একটি ম্যাচ খেলতে হবে স্টিম্যাচের দলকে।

এদিন ভারতের কোচ স্টিম্যাচ গত ম্যাচের একাদশ অধিকাংশই পালটে ফেলেন। ন’টি পরিবর্তন করেন তিনি। আগের ম্যাচে খেলা সুনীল ছেত্রী ও সন্দেশ ঝিঙ্গান ছাড়া কেউ ছিলেন না ভানুয়াতুর বিরুদ্ধে। অভিষেক হয় নন্দকুমার সেকরের। বহুদিন পর প্রথম একাদশে একসঙ্গে খেললেন শুভাশিস ও প্রীতম কোটাল। নন্দ ও শুভাশিস, প্রীতম তিনজনই নজর কাড়েন এদিন। দলে বদল আসলেও ভারতের খেলায় কোনও পরিবর্তন হয়নি। শুরু থেকেই গোল পাওয়ার লক্ষ্যে ঝাঁপানো শুরু করেন মহেশ, নন্দ, সুনীলরা। কিন্তু গোল আসছিল না কিছুতেই।

আরও পড়ুন: ডার্বির জন্য মুখিয়ে, ইস্টবেঙ্গলে যোগ দিয়ে জানালেন বোরহা

লাল-হলুদের মহেশ একাই দু’টি সুযোগ তৈরি করে দিয়েছিলেন সুনীল ও নন্দকে। তাঁরা অল্পের জন্য বল জালে পাঠাতে পারেননি। সুযোগ কাজে লাগাতে পারলে প্রথমার্ধেই ভারত একাধিক গোলে এগিয়ে যেতে পারত ৷ দ্বিতীয়ার্ধে আরও মরিয়া হয়ে নামে ভারত। তবুও কিছুতেই প্রতিপক্ষ রক্ষণকে টলানো যাচ্ছিল না। অতঃপর 81 মিনিটে ডেডলক খোলে। সুনীল গোল করে এগিয়ে দেন ভারতকে। এই ম্যাচে গোল করার পর আন্তর্জাতিক ফুটবলে সুনীলের গোলসংখ্যা দাঁড়ালো 86। জয়ের আনন্দের মধ্যে অধিনায়কের বাবা হতে চলার খবর নিঃসন্দেহে চমক।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.