কলকাতা, 22 মে : করোনার বিরুদ্ধে লড়াইয়ে হেরে গিয়েছেন দেশের ক্রীড়াজগতের বেশ কিছু পরিচিত নাম ৷ তারই মধ্যে ফের ক্রীড়াজগতে শোকের ছায়া ৷ এবার প্রয়াত হলেন বাঙালি অলিম্পিয়ান বক্সার শক্তি মজুমদার ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর ৷ বয়স হয়েছিল 90 বছর ৷
শুক্রবার কলকাতার বালিগঞ্জের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন শক্তি মজুমদার ৷ ভারতীয় বক্সিং সার্কিটে যিনি 'এসএম' নামে পরিচিত ছিলেন ৷ বালিগঞ্জ ইনস্টিটিউটের বক্সিং কোচ অজয় সিনহার ছাত্র ছিলেন শক্তি মজুমদার ৷ বক্সিং রিংয়ে তাঁর শক্তিশালী পাঞ্চের জন্য বিখ্যাত ছিলেন ৷ ঘরোয়া বক্সিংয়ে একসময় একচ্ছত্র আধিপত্য ছিল মজুমদারের ৷ ফ্লাইওয়েট বিভাগের এই বক্সারের নকআউটে জেতার রেকর্ড রয়েছে ৷
তবে শক্তি মজুমদারের কেরিয়ারের উল্লেখযোগ্য হল 1952 সালের হেলসিঙ্কি অলিম্পিকসে অংশগ্রহণ ৷ অলিম্পিকসের মঞ্চে নিজের প্রথম ম্যাচে ভিয়েতনামের প্রতিদ্বন্দ্বী গুয়ান ভ্যান কুয়ার থেকে ওয়াকওভার পেয়ে গিয়েছিলেন ৷ যদিও পরের রাউন্ডে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ সু আনের বিরুদ্ধে হেরে যান ৷
আরও পড়ুন : রবীন্দরের পর এমকে কৌশিক, করোনা কাড়ল 2 অলিম্পিক সোনাজয়ীর প্রাণ
নবতিপর শক্তি মজুমদারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বেঙ্গল অ্যামেচার বক্সিং ফেডারেশন ৷ ইটিভি ভারতের সঙ্গে কথা বলতে গিয়ে ফেডারেশনের সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় বলেছেন, "এটা অপ্রত্যাশিত হলেও অস্বাভাবিক মৃত্যু হয় ৷ বাংলা ও ভারতীয় বক্সিংয়ে তাঁর অবদান প্রচুর ৷ পাওয়ার এবং কিক বক্সিংয়ে দক্ষতা অর্জন করেছিলেন ৷ আন্তর্জাতিক ক্ষেত্রে যখন বক্সিং এতটা জনপ্রিয় ছিল না তখন এই খেলাকে বেছে নেন ৷ তখন বক্সিং ছিল শখের খেলা ৷ সেইসময়েও শক্তি মজুমদার বক্সিয়ের খুঁটিনাটি শিখেছিলেন অজয় সিনহার কাছে ৷ তাঁর এই শিক্ষা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য পেতে সাহায্য করেছে ৷ আমরা ওনাকে কখনও ভুলব না ৷"