ETV Bharat / sports

Bengal wins National Volleyball Championship : ভলিবলে তামিলনাড়ুকে হারিয়ে ভারত সেরা বাংলার মেয়েরা - Bengal women wins the junior National Volleyball Championship

তামিলনাড়ুকে হারিয়ে 47তম জুনিয়র জাতীয় ভলিবল প্রতিযোগিতা জিতে নিল বাংলার মেয়েরা ৷ 25-22, 25-17 ও 25-18 ব্যবধানে তামিলনাড়ুকে পর্যুদস্ত করে তারা (Bengal women team wins junior national volleyball championship) ৷

bengal women wins the junior national volleyball championship beating tamilnadu
তামিলনাড়ুকে হারিয়ে 47 তম জুনিয়ার ন্যাশনাল ভলিবল প্রতিযোগিতা জিতে নিল বাংলার মেয়েরা
author img

By

Published : Dec 31, 2021, 8:59 AM IST

বর্ধমান, 31 ডিসেম্বর : 47 তম জুনিয়র ন্যাশনাল ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলার মেয়েরা (Bengal women team wins junior national volleyball championship)। গত 25 ডিসেম্বর থেকে বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা ৷ অংশ নিয়েছিল বাংলার পুরুষ ও মহিলা উভয় দলই ৷ তবে ফাইনালে তামিলনাড়ুকে হারিয়ে ভারত সেরার খেতাব জিতে নিল বাংলার মেয়েরা ৷

ফাইনালে 3-0 ব্যবধানে তামিলনাড়ুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলা । বৃহস্পতিবার বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে ছিল মেয়েদের ফাইনাল ম্যাচ ৷ 25-22, 25-17 ও 25-18 ব্যবধানে তামিলনাড়ুকে পর্যুদস্ত করে এ রাজ্যের মেয়েরা ।

আরও পড়ুন :অভাবকে জয় করে সাব জুনিয়র ন্যাশনাল কবাডি চ্যাম্পিয়নশিপে জঙ্গলমহলের সরস্বতী

ফাইনাল ম্যাচের প্রথম থেকেই বাংলার শ্রেয়সী ঘোষ, জয়িতা ঘোষ, ঐশিকা ঢোলে, স্বাতী দাসরা তামিলনাড়ুকে কোণঠাসা করে দেয় । যদিও তিনটি সেটেই হাড্ডাহাড্ডি লড়াই করেছিল তামিলনাড়ু ৷ বিশেষত প্রথম সেটে যথেষ্ট লড়াইটা ছিল যথেষ্ট কঠিন ৷ কিন্তু শেষ হাসি হাসে বাংলার মেয়েরাই ৷ বাংলার অধিনায়ক শ্রেয়সী ঘোষ বলেন, "দলগত লড়াইয়ের কারণেই জয় ছিনিয়ে নিতে পেরেছি ৷"

বর্ধমান, 31 ডিসেম্বর : 47 তম জুনিয়র ন্যাশনাল ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলার মেয়েরা (Bengal women team wins junior national volleyball championship)। গত 25 ডিসেম্বর থেকে বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা ৷ অংশ নিয়েছিল বাংলার পুরুষ ও মহিলা উভয় দলই ৷ তবে ফাইনালে তামিলনাড়ুকে হারিয়ে ভারত সেরার খেতাব জিতে নিল বাংলার মেয়েরা ৷

ফাইনালে 3-0 ব্যবধানে তামিলনাড়ুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলা । বৃহস্পতিবার বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে ছিল মেয়েদের ফাইনাল ম্যাচ ৷ 25-22, 25-17 ও 25-18 ব্যবধানে তামিলনাড়ুকে পর্যুদস্ত করে এ রাজ্যের মেয়েরা ।

আরও পড়ুন :অভাবকে জয় করে সাব জুনিয়র ন্যাশনাল কবাডি চ্যাম্পিয়নশিপে জঙ্গলমহলের সরস্বতী

ফাইনাল ম্যাচের প্রথম থেকেই বাংলার শ্রেয়সী ঘোষ, জয়িতা ঘোষ, ঐশিকা ঢোলে, স্বাতী দাসরা তামিলনাড়ুকে কোণঠাসা করে দেয় । যদিও তিনটি সেটেই হাড্ডাহাড্ডি লড়াই করেছিল তামিলনাড়ু ৷ বিশেষত প্রথম সেটে যথেষ্ট লড়াইটা ছিল যথেষ্ট কঠিন ৷ কিন্তু শেষ হাসি হাসে বাংলার মেয়েরাই ৷ বাংলার অধিনায়ক শ্রেয়সী ঘোষ বলেন, "দলগত লড়াইয়ের কারণেই জয় ছিনিয়ে নিতে পেরেছি ৷"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.