ETV Bharat / sports

Wrestlers Protest: 5 জুন ব্রিজভূষণের জনসভার আবেদন খারিজ অযোধ্যা প্রশাসনের - কুস্তিগীরদের আনা যৌন হেনস্থার অভিযোগ

5 জুন জনসভা করতে পারবেন না ব্রিজভূষণ শরণ সিং ৷ বিজেপি সাংসদের আবেদন খারিজ করেছে অযোধ্যা প্রশাসন ৷ যদিও, সাংসদ দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে চলা পুলিশি তদন্তের কারণে তিনি জনসভা পিছিয়ে দিয়েছেন ৷

Wrestlers Protest ETV BHARAT
Wrestlers Protest
author img

By

Published : Jun 2, 2023, 3:40 PM IST

অযোধ্যা, 2 জুন: এবার ব্রিজভূষণ শরণ সিংয়ের জনসভার অনুমতি দিল না অযোধ্যা জেলা প্রশাসন ৷ আগামী 5 জুন অযোধ্যায় 'জন চেতনা মহাব়্যালি' করার জন্য অনুমতি চেয়েছিলেন বিজেপি সাংসদ ৷ কিন্তু আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষ্যে একাধিক অনুষ্ঠান থাকায় তাঁর জনসভার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন অযোধ্যার পুলিশ সুপার এসপি গৌতম ৷ উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে কুস্তিগীর সাক্ষী মালিক, ভিনেশ ফোগত, সঙ্গীতা ফোগত-সহ প্রথমসারির একাংশ কুস্তিগীর যৌন হেনস্থা-সহ একাধিক অভিযোগ এনেছেন ৷ সেই আবহে অযোধ্যায় এই জনসভা করতে অনুমতি চেয়েছিলেন তিনি ৷

ব্রিজভূষণ শরণ সিংয়ের সেই আবেদন খারিজ হওয়া নিয়ে পুলিশ সুপার জানান, 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে একাধিক কর্মসূচি রয়েছে অযোধ্যায় ৷ তার মধ্যেই ওইদিন সাংসদের জনসভার অনুমতি চেয়ে স্থানীয় কাউন্সিলর চামিলা দেবী আবেদন করেছিলেন ৷ কিন্তু, ভিড় নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলার প্রশ্নে সেই আবেদন খারিজ করা হয়েছে ৷ এই নিয়ে ফেসবুকে একটি পোস্টও করেছেন ব্রিজভূষণ ৷ সেখানে তিনি অবশ্য অন্য দাবি করেছেন ৷ তাঁর বক্তব্য, অযোধ্যার রাম কথা উদ্যানে আয়োজিত তাঁর জনসভা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ কারণ, কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত চলছে ৷

ব্রিজভূষণ শরণ সিং উত্তরপ্রদেশের কাইসেরগঞ্জ লোকসভার সাংসদ ৷ কুস্তিগীরদের আনা যৌন হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে তিনি পালটা চাপ তৈরির চেষ্টাও করছেন ৷ হুমকি দিয়েছেন, তাঁর বিরুদ্ধে একটি অভিযোগও প্রমাণ হলে আত্মহত্যা করবেন ৷ পাশাপাশি, কুস্তিগীরদের অভিযোগের প্রেক্ষিতে হওয়া আন্দোলনকে 'ইমোশনাল ড্রামা' বলে উল্লেখ করেন ৷

আরও পড়ুন: পাশে থাকার আর্জি জানিয়ে সোশাল মিডিয়ায় আবেগঘন ভিডিয়ো পোস্ট সাক্ষীর

উল্লেখ্য, গত রবিবার যন্তর মন্তর থেকে জোর করে আন্দোলনকারী কুস্তিগীরদের উৎখাত করেছে দিল্লি পুলিশ ৷ এমনকি তাঁদের আটকও করা হয় ৷ পরবর্তী সময়ে তাঁদের ছেড়ে দেওয়া হলেও ভয় দেখানোর অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷ সেই দিনের ঘটনায় কুস্তিগীরদের বিরুদ্ধে দাঙ্গা আইনে মামলা রুজু করেছে পুলিশ ৷ যা নিয়ে পুলিশের ভূমিকার সমালোচনাও করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে যোগী সরকারের ব্রিজভূষণের জনসভার অনুমতি না দেওয়া, বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

অযোধ্যা, 2 জুন: এবার ব্রিজভূষণ শরণ সিংয়ের জনসভার অনুমতি দিল না অযোধ্যা জেলা প্রশাসন ৷ আগামী 5 জুন অযোধ্যায় 'জন চেতনা মহাব়্যালি' করার জন্য অনুমতি চেয়েছিলেন বিজেপি সাংসদ ৷ কিন্তু আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষ্যে একাধিক অনুষ্ঠান থাকায় তাঁর জনসভার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন অযোধ্যার পুলিশ সুপার এসপি গৌতম ৷ উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে কুস্তিগীর সাক্ষী মালিক, ভিনেশ ফোগত, সঙ্গীতা ফোগত-সহ প্রথমসারির একাংশ কুস্তিগীর যৌন হেনস্থা-সহ একাধিক অভিযোগ এনেছেন ৷ সেই আবহে অযোধ্যায় এই জনসভা করতে অনুমতি চেয়েছিলেন তিনি ৷

ব্রিজভূষণ শরণ সিংয়ের সেই আবেদন খারিজ হওয়া নিয়ে পুলিশ সুপার জানান, 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে একাধিক কর্মসূচি রয়েছে অযোধ্যায় ৷ তার মধ্যেই ওইদিন সাংসদের জনসভার অনুমতি চেয়ে স্থানীয় কাউন্সিলর চামিলা দেবী আবেদন করেছিলেন ৷ কিন্তু, ভিড় নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলার প্রশ্নে সেই আবেদন খারিজ করা হয়েছে ৷ এই নিয়ে ফেসবুকে একটি পোস্টও করেছেন ব্রিজভূষণ ৷ সেখানে তিনি অবশ্য অন্য দাবি করেছেন ৷ তাঁর বক্তব্য, অযোধ্যার রাম কথা উদ্যানে আয়োজিত তাঁর জনসভা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ কারণ, কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত চলছে ৷

ব্রিজভূষণ শরণ সিং উত্তরপ্রদেশের কাইসেরগঞ্জ লোকসভার সাংসদ ৷ কুস্তিগীরদের আনা যৌন হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে তিনি পালটা চাপ তৈরির চেষ্টাও করছেন ৷ হুমকি দিয়েছেন, তাঁর বিরুদ্ধে একটি অভিযোগও প্রমাণ হলে আত্মহত্যা করবেন ৷ পাশাপাশি, কুস্তিগীরদের অভিযোগের প্রেক্ষিতে হওয়া আন্দোলনকে 'ইমোশনাল ড্রামা' বলে উল্লেখ করেন ৷

আরও পড়ুন: পাশে থাকার আর্জি জানিয়ে সোশাল মিডিয়ায় আবেগঘন ভিডিয়ো পোস্ট সাক্ষীর

উল্লেখ্য, গত রবিবার যন্তর মন্তর থেকে জোর করে আন্দোলনকারী কুস্তিগীরদের উৎখাত করেছে দিল্লি পুলিশ ৷ এমনকি তাঁদের আটকও করা হয় ৷ পরবর্তী সময়ে তাঁদের ছেড়ে দেওয়া হলেও ভয় দেখানোর অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷ সেই দিনের ঘটনায় কুস্তিগীরদের বিরুদ্ধে দাঙ্গা আইনে মামলা রুজু করেছে পুলিশ ৷ যা নিয়ে পুলিশের ভূমিকার সমালোচনাও করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে যোগী সরকারের ব্রিজভূষণের জনসভার অনুমতি না দেওয়া, বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.