কলকাতা, 25 মে : ফেব্রুয়ারি 2016, চিনের শেনডংয়ের কাছে 6 গোল খাওয়ার পর ফের ঘুরে দাঁড়িয়েছিল বাগান ৷ মলদ্বীপের মাজিয়াকে 5 গোল দিয়ে প্রত্যাবর্তন হয়েছিল সনি নর্ডি, কর্নেল গ্লেন সমৃদ্ধ মোহনবাগান ৷ ঠিক 6 বছর পর একই ছবি দেখল ফুটবলপ্রেমীরা ৷ সেমিফাইনালে উঠতে গেলে জেতা ছাড়া উপায় ছিল না, সেই ম্যাচেই দুরন্ত হয়ে উঠলেন কৃষ্ণা-কাউকোরা (ATK Mohun Bagan beat Maziya Sports) ৷
যুবভারতীতে সবুজ-মেরুন ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে মাজিয়া ৷ টানা, স্টেওয়ার্টদের পাঁচ গোলের মালা পড়িয়েছে মেরিনার্সরা ৷ অন্যদিকে, বসুন্ধরার কাছে হেরেছে আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম ৷ সব মিলিয়ে মঙ্গলবার রাতে তরতরিয়ে ছুটেছে পালতোলা নৌকো ৷ বহুদিন পর আন্তর্জাতিক ম্যাচেও উজ্জ্বল গঙ্গাপাড়ের ক্লাব ৷
মঙ্গলবারের ম্যাচে 5-2 গোলে বিধ্বস্ত হয়েছে মাজিয়া । জোড়া গোল জনি কাউকোর । একটি করে গোল রয় কৃষ্ণা, শুভাশিস বসু এবং কার্ল ম্যাকহিউয়ের । এই জয়ের ফলে এএফসি কাপের ইন্টার-জোনাল সেমিফাইনালে পৌঁছে গেল সবুজ-মেরুন । সেপ্টেম্বরে তাদের প্রতিপক্ষ কারা, তা ঠিক হবে আগামী মাসে ।
-
Thank you for your incredible support Mariners!🙏
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) May 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
We look forward to entertaining you again.#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #MarinersInAsia #AFCCup2022 pic.twitter.com/HTZJkZtRv0
">Thank you for your incredible support Mariners!🙏
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) May 24, 2022
We look forward to entertaining you again.#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #MarinersInAsia #AFCCup2022 pic.twitter.com/HTZJkZtRv0Thank you for your incredible support Mariners!🙏
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) May 24, 2022
We look forward to entertaining you again.#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #MarinersInAsia #AFCCup2022 pic.twitter.com/HTZJkZtRv0
একই মাঠে দু’টি ম্যাচ হওয়ায় একসঙ্গে তা আয়োজন করা সম্ভব হয়নি । দিনের প্রথম ম্যাচে গোকুলাম কেরলকে 2-1 গোলে হারিয়ে দিয়েছিল বসুন্ধরা কিংস । 4টি দলের সামনেই ছিল পরের পর্বে যাওয়ার হাতছানি ছিল ৷ কিন্তু পথের কাঁটা গোকুলাম পরাজিত হতেই ছবিটা বদলে যায় । ফলে সুযোগের সদব্যবহার করতে কসুর করেনি তারা । সন্ধ্যায় মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে নেমেছিল মোহনবাগান ।
-
Stepping into the knockouts in style! 🎉#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #MarinersInAsia #AFCCup2022 pic.twitter.com/poIRYMB7bw
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) May 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Stepping into the knockouts in style! 🎉#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #MarinersInAsia #AFCCup2022 pic.twitter.com/poIRYMB7bw
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) May 24, 2022Stepping into the knockouts in style! 🎉#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #MarinersInAsia #AFCCup2022 pic.twitter.com/poIRYMB7bw
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) May 24, 2022
‘অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স’ নীতিতে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় জুয়ান ফেরান্দোর দল । 60 শতাংশ বল দখল, 90 শতাংশ সঠিক পাস, 26টি শট ৷ ম্যাচের শুরু থেকেই সমার্থক হয়ে উঠেছিল বাগান এবং বিধ্বংসী শব্দ দু'টি ৷ ম্যাচের 26 মিনিটেই দলকে এগিয়ে দেন জনি কাউকো । 37 মিনিটে ফের ব্যবধান বাড়ান তিনি । ফিনল্যান্ডের ‘ইউরোকাপার’ যত মানিয়ে নিচ্ছেন ততই ডালপালা ছড়াচ্ছেন । দলের আক্রমণে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করছেন ।
আরও পড়ুন : লাল-হলুদে রেড ডেভিলস যোগের সম্ভাবনায় সিলমোহর দিলেন সৌরভ
দ্বিতীয়ার্ধেও আক্রমণের দাপট বজায় রাখে বাগান ব্রিগেড । 56 মিনিটে বাগানকে এগিয়ে দেন রয় কৃষ্ণা । দু'মিনিটের ব্যবধানে ফের মাজিয়ার জালে বল জড়ান শুভাশিস । ম্যাচের 71 মিনিটে বাগানের হয়ে পঞ্চম গোলটি করেন কার্ল ম্যাকহিউ । মাজিয়ের হয়ে 2টি গোলও করেন টানা ৷ অস্তিত্বের সংকট থেকে দাপুটে প্রত্যাবর্তনে ফেরান্দো দলকেই কৃতিত্ব দিয়েছেন । এবার পরবর্তী লক্ষ্যপূরণে নিজেদের তৈরি করতে চান বাগানের ‘মালি’ ।