ETV Bharat / sports

ISL 2022-23: পেত্রাতোসের দুরন্ত গোলে কান্তিরাভায় জয়ী সবুজ-মেরুন - সুনীল ছেত্রীদের হারালো মেরিনার্সরা

ছেষট্টি মিনিটে দিমিত্রি পেত্রাতোসের দুরন্ত ভলিতে হার মানলেন গুরপ্রীত সিং সান্ধু। তাঁর এই গোলেই ম্যাচের ভাগ্য নিশ্চিত হয়ে যায়। কান্তিরাভা স্টেডিয়ামে (Sri Kanteerava Stadium) বেঙ্গালুরু এফসিকে 1-0 গোলে হারিয়ে 8 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম চারে জায়গা ধরে রাখল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan Beat Bengaluru FC) ।

ISL 2022-23
পেত্রাতোসের দুরন্ত গোলে কান্তিরাভায় জয়ী সবুজ-মেরুন
author img

By

Published : Dec 3, 2022, 10:40 PM IST

Updated : Dec 3, 2022, 10:56 PM IST

বেঙ্গালুরু, 3 ডিসেম্বর: ঘরের মাঠে হায়দরাবাদ এফসিকে হারানোর পরে অ্যাওয়ে ম্যাচে সুনীল ছেত্রীদের হারালো মেরিনার্সরা (ATK Mohun Bagan Beat Bengaluru FC)। সমস্যা জর্জরিত দল এখন জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) সংসার। কিন্তু না-পাওয়ার তালিকায় চোখ না-রেখে দলের জয়ের ছক সাজিয়েছিলেন তিনি। সেই কাজে দলকে নেতৃত্ব দিলেন হুগো বুমোস, লিস্টন কোলাসো ম্যাচের সেরা আশিক কুরুনিয়ান এবং গোলরক্ষক বিশাল কাইথের।

এককথায়, দলগত পারফর্ম্যান্সের ফসল তুলল মেরিনার্সরা । যার জেরে কান্তিরাভায় অপরাজিত সবুজ-মেরুন । বেঙ্গালুরু এফসিতে এটিকে মোহনবাগানের প্রাক্তনীদের ভিড় । সবুজ-মেরুনের সাজঘরের আবহ যেমন তাঁরা জানতেন তেমনই জুয়ান ফেরান্দো চিনতেন তাঁর পুরনো ছাত্রদের। ফলে কঠিন চ্যালেঞ্জ সামলাতে নেমে মেরিনার্সরা বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) কাজ কঠিন করে দেয়। শুরুর পাঁচ মিনিটে জাভি হার্নান্দেজ সহজ সুযোগ নষ্ট করেন।

আরও পড়ুন: শেষ মুহূর্তে নাটক, ক্যামেরুনের কাছে হার ব্রাজিলের

এরপর রয় কৃষ্ণা এবং সুনীল ছেত্রীরা বিশেষ আঁচড় কাটতে পারেননি প্রতিপক্ষ রক্ষণে। একইভাবে সবুজ-মেরুনও বেঙ্গালুরুর রক্ষণ ভাঙতে ব্যর্থ। বিরতির পরে চাপ বাড়ায় এটিকে মোহনবাগান । 66 মিনিটে আশিক কুরুনিয়ানের বাড়ানো বল হুগো বুমোস বক্সের বাইরে পেত্রাতোসের জন্য বাড়ালে দূরপাল্লার শটে গোল করেন তিনি। এই নিয়ে আইএসএলে চারটে গোল করলেন তিনি। একই সঙ্গে জবাব দিলেন সমালোচকদের। পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে বেঙ্গালুরু। কিন্তু রয় কৃষ্ণা, সুনীল ছেত্রীরা সবুজ-মেরুন রক্ষণ ভাঙতে ব্যর্থ।

বেঙ্গালুরু, 3 ডিসেম্বর: ঘরের মাঠে হায়দরাবাদ এফসিকে হারানোর পরে অ্যাওয়ে ম্যাচে সুনীল ছেত্রীদের হারালো মেরিনার্সরা (ATK Mohun Bagan Beat Bengaluru FC)। সমস্যা জর্জরিত দল এখন জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) সংসার। কিন্তু না-পাওয়ার তালিকায় চোখ না-রেখে দলের জয়ের ছক সাজিয়েছিলেন তিনি। সেই কাজে দলকে নেতৃত্ব দিলেন হুগো বুমোস, লিস্টন কোলাসো ম্যাচের সেরা আশিক কুরুনিয়ান এবং গোলরক্ষক বিশাল কাইথের।

এককথায়, দলগত পারফর্ম্যান্সের ফসল তুলল মেরিনার্সরা । যার জেরে কান্তিরাভায় অপরাজিত সবুজ-মেরুন । বেঙ্গালুরু এফসিতে এটিকে মোহনবাগানের প্রাক্তনীদের ভিড় । সবুজ-মেরুনের সাজঘরের আবহ যেমন তাঁরা জানতেন তেমনই জুয়ান ফেরান্দো চিনতেন তাঁর পুরনো ছাত্রদের। ফলে কঠিন চ্যালেঞ্জ সামলাতে নেমে মেরিনার্সরা বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) কাজ কঠিন করে দেয়। শুরুর পাঁচ মিনিটে জাভি হার্নান্দেজ সহজ সুযোগ নষ্ট করেন।

আরও পড়ুন: শেষ মুহূর্তে নাটক, ক্যামেরুনের কাছে হার ব্রাজিলের

এরপর রয় কৃষ্ণা এবং সুনীল ছেত্রীরা বিশেষ আঁচড় কাটতে পারেননি প্রতিপক্ষ রক্ষণে। একইভাবে সবুজ-মেরুনও বেঙ্গালুরুর রক্ষণ ভাঙতে ব্যর্থ। বিরতির পরে চাপ বাড়ায় এটিকে মোহনবাগান । 66 মিনিটে আশিক কুরুনিয়ানের বাড়ানো বল হুগো বুমোস বক্সের বাইরে পেত্রাতোসের জন্য বাড়ালে দূরপাল্লার শটে গোল করেন তিনি। এই নিয়ে আইএসএলে চারটে গোল করলেন তিনি। একই সঙ্গে জবাব দিলেন সমালোচকদের। পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে বেঙ্গালুরু। কিন্তু রয় কৃষ্ণা, সুনীল ছেত্রীরা সবুজ-মেরুন রক্ষণ ভাঙতে ব্যর্থ।

Last Updated : Dec 3, 2022, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.