গুলমার্গ, 10 ফেব্রুয়ারি: জম্মু ও কাশ্মীরের গুলমার্গে বসছে এবারের 'খেলো ইন্ডিয়া উইন্টার গেমস'। 10 ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে উত্তর কাশ্মীরের গুলমার্গে বিখ্য়াত স্কি রিসর্টে শুরু হল এই গেমস। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এই গেমসের আজ উদ্বোধন করলেন (Anurag Thakur Inaugurated Third Edition of Khelo India Winter Games) ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জম্মু ও কাশ্মীরের মাননীয় লেফটেন্যান্ট গভর্নর, শ্রী মনোজ সিনহা, অন্যান্য বিশিষ্ট ব্যক্তি এবং তরুণ ক্রীড়াবিদ, কোচ এবং কর্মীরা ৷ ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই খেলার কথা উল্লেখ করেছিলেন 'মন কি বাত'-এর অনুষ্ঠানে ৷
-
It is the vision of Hon'ble PM Shri. @narendramodi ji to create sporting infrastructure across India.
— Anurag Thakur (@ianuragthakur) February 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Today, at the #KheloIndiaWinterGames Shri.@manojsinha_ and I have announced the setting up of a National Centre of Excellence in the valley to support the athletes of J&K. pic.twitter.com/9s8ETZggaE
">It is the vision of Hon'ble PM Shri. @narendramodi ji to create sporting infrastructure across India.
— Anurag Thakur (@ianuragthakur) February 10, 2023
Today, at the #KheloIndiaWinterGames Shri.@manojsinha_ and I have announced the setting up of a National Centre of Excellence in the valley to support the athletes of J&K. pic.twitter.com/9s8ETZggaEIt is the vision of Hon'ble PM Shri. @narendramodi ji to create sporting infrastructure across India.
— Anurag Thakur (@ianuragthakur) February 10, 2023
Today, at the #KheloIndiaWinterGames Shri.@manojsinha_ and I have announced the setting up of a National Centre of Excellence in the valley to support the athletes of J&K. pic.twitter.com/9s8ETZggaE
এদিন শান্তির বার্তা নিয়ে সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুরাগ ঠাকুর ৷ ঐতিহ্যবাহী নাচে-গানের মধ্যে দিয়ে গুলমার্গের উপত্যকাজুড়ে 40টি খেলো ইন্ডিয়া সেন্টারের একটি উল্লেখযোগ্য ই-লঞ্চও ছিল। মনোজ সিনহার সঙ্গে তৃতীয় 'খেলো ইন্ডিয়া উইন্টার গেমস'-এর থিম সং, ম্যাসকট ও জার্সি উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী। মন্ত্রী এদিন জানিয়েছেন, সারা দেশ থেকে 1 হাজার 500 জন অ্যাথলিট এই গেমসে যোগ দেবে। এই গেমসের কারণে শুধু জম্মু ও কাশ্মীরের তরুণ প্রজন্ম খেলার ব্যাপারে উৎসাহিত হবে তা নয় উপত্যকার পর্যটনেরও প্রচার ও প্রসার ঘটবে।
তিনি বলেন, "খেলো ইন্ডিয়া উইন্টার গেমস সারা দেশে এই বার্তা দিচ্ছে যে, জম্মু ও কাশ্মীর চাইছে এই ইভেন্ট সারা দেশের মানুষ দেখুন। এই ইভেন্ট অবস্মরণীয় হয়ে থাকবে। কাশ্মীরের সৌন্দর্যে আকৃষ্ট হবেন খেলোয়াড় ও কর্তারা। গত কয়েক বছরে জম্মু ও কাশ্মীরে যে বদল আনা হয়েছে, সেটাই জম্মু ও কাশ্মীরের পর্যটন, শান্তি ও স্থিতাবস্থার প্রচার করবে।" আজ থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে 'খেলো ইন্ডিয়া উইন্টার গেমস'। ক্রীড়ামন্ত্রকের পাশাপাশি জম্মু ও কাশ্মীর স্পোর্টস কাউন্সিল এবং জম্মু ও কাশ্মীরের উইন্টার গেমস অ্যাসোসিয়েশন এই গেমস আয়োজনের দায়িত্বে রয়েছে। এই গেমসে 9টি ইভেন্ট থাকছে।
-
Some mesmerizing 🤩 glimpses📸 of the cultural program held during the opening ceremony of #KheloIndia Winter Games, 3️⃣rd Edition ❄️
— Khelo India (@kheloindia) February 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Have a look 👇 pic.twitter.com/SG9afbvtOS
">Some mesmerizing 🤩 glimpses📸 of the cultural program held during the opening ceremony of #KheloIndia Winter Games, 3️⃣rd Edition ❄️
— Khelo India (@kheloindia) February 10, 2023
Have a look 👇 pic.twitter.com/SG9afbvtOSSome mesmerizing 🤩 glimpses📸 of the cultural program held during the opening ceremony of #KheloIndia Winter Games, 3️⃣rd Edition ❄️
— Khelo India (@kheloindia) February 10, 2023
Have a look 👇 pic.twitter.com/SG9afbvtOS
আরও পড়ুন: খেলো ইন্ডিয়া ইউথ গেমসে রাজ্য থেকে যোগাসনে 1টি সোনা ও 2টি ব্রোঞ্জ পদক
2020 সালে প্রথম 'খেলো ইন্ডিয়া উইন্টার গেমস' আয়োজন করা হয়। তাতে জম্মু ও কাশ্মীরের প্রতিযোগীরাই এই গেমসে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছেন। এবারও তাঁরাই শীর্ষে থাকতে পারেন বলে মনে করছে সেখানকার কর্তৃপক্ষ। এছাড়াও আইস স্কেটিং, স্কিইংয়ের জন্য বিখ্যাত গুলমার্গ। শীতকালে অ্যাডভেঞ্চার স্পোর্টসের রোমাঞ্চ উপভোগ করতে অসংখ্য পর্যটক কাশ্মীরে বেড়াতে যান। এবার গেমসের জন্য উপত্য়কায় পর্যটকের সংখ্যা বাড়বে বলেই আশা করছে ক্রীড়ামন্ত্রক।