36 বছর পর আর্জেন্তিনার বিশ্বজয়ের ঘোর এখনও কাটেনি ফুটবল বিশ্বে ৷ মেসির হাতে সোনায় মোড়া ট্রফি সেরা বিজ্ঞাপন হলেও ক্রীড়াজগতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে বিদায়ী বছরে ৷ তার মধ্যে থেকে সেরা 12 খুঁজে নিল ইটিভি ভারত (12 best sporting moments of 2022) ৷
![Year Ender 2022](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17343168_wb_nadal.jpg)
- শিখরে রাফা
বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে সর্বাধিক 21টি গ্র্যান্ড স্ল্যামের অধিকারী হলেন রাফায়েল নাদাল ৷ রজার ফেডেরার, নোভাক জকোভিচকে পিছনে ফেলেন স্প্যানিশ মায়েস্ত্রো ৷ পরবর্তীতে ফরাসি ওপেনেও খেতাব জিতে রাফার ঝুলিতে এখন 22টি সিঙ্গলস মেজর ৷
![Year Ender 2022](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17343168_wb_cr7.jpg)
- সিআর 806
ফিফা-র সর্বকালীন গোলস্কোরিং রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ 12 মার্চ প্রিমিয়র লিগে টটেনহ্যামের বিরুদ্ধে গোল করে সর্বাধিক 806 গোলের অধিকারী হলেন সিআর সেভেন ৷
![Year Ender 2022](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17343168_wb_barty.jpg)
- আলবিদা অ্যাশ বার্টি
ডব্লুটিএ ব়্যাংকিংয়ের শীর্ষে থেকে টেনিস কোর্টকে বিদায় জানালেন অ্যাশলে বার্টি ৷ মাত্র পঁচিশেই ব়্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনটি গ্র্যান্ড স্ল্যামজয়ী অজি তারকা ৷
![Year Ender 2022](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17343168_wb_eriksen.jpg)
- মৃত্যুঞ্জয়ীর প্রত্যাবর্তন
ইউরো চলাকালীন হৃদযন্ত্র বিকল হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর ক্রিশ্চিয়ান এরিকসেন যে পুনরায় ফুটবল মাঠে নামবেন, ভাবেননি কেউ ৷ কিন্তু সকলকে অবাক করে ফিরলেন মৃত্যুঞ্জয়ী ৷ দুর্ঘটনার ন'মাস পর 26 মার্চ নেদারল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রত্যাবর্তন হল এরিকসেনের ৷
![Year Ender 2022](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17343168_wb_gt.jpg)
- আত্মপ্রকাশেই চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স
হার্দিক পান্ডিয়ার হাত ধরে আত্মপ্রকাশেই আইপিএল শিরোপা জিতে নিল গুজরাট লায়নস ৷ ব্যাটে-বলে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন বরোদা অলরাউন্ডার ৷
![Year Ender 2022](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17343168_wb_cwg.jpg)
- কমনওয়েলথে রুপো ভারতীয় হকির
চার দশকের অপেক্ষার পর অলিম্পিক পদক এসেছিল 2021-এ ৷ আর 2022-এ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে রুপো এল ভারতের ঘরে ৷ তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনকভাবে হারে 'মেন ইন ব্লু'৷
![Year Ender 2022](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17343168_wb_neeraj.jpg)
- বর্শা দিয়ে এবার রুপো গাঁথলেন নীরজ
টোকিয়োয় সোনাজয়ের সাফল্যের রেশ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ধরে রাখলেন নীরজ চোপড়া ৷ ইউজেনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতে নিলেন পানিপথের নীরজ চোপড়া ৷ অঞ্জু ববি জর্জের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক আনলেন 'সোনার ছেলে' ৷
![Year Ender 2022](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17343168_wb_max.jpg)
- গতিতে ঝড় তুলে ফের বিশ্বসেরা ভারস্ট্যাপেন
2022 মরশুমের পুরো সময়টা জুড়েই দারুণ ছন্দে ছিলেন তিনি ৷ 2021 ড্রাইভার্স খেতাব ধরে রেখে দ্বিতীয়বার ফরমুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলেন নেদারল্যান্ডসের ম্যাক্স ভারস্ট্যাপেন ৷
![Year Ender 2022](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17343168_wb_serena.jpg)
- ব়্যাকেট তুলে রাখার ঘোষণা সেরেনার
চলতি মরশুমের পর টেনিসকে বিদায় জানাচ্ছেন ৷ ফ্যাশন ম্যাগাজিন 'ভোগ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন 'সুপার মম' সেরেনা ৷ 23টি মেজরের মালকিন সেরেনা মার্গারেট কোর্টকে ছোঁয়ার সাধ অপূর্ণ রেখেই ঈর্ষনীয় কেরিয়ারকে বিদায় জানালেন ৷
![Year Ender 2022](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17343168_wb_rf.jpg)
- আর নয়, জানিয়ে দিলেন ফেডেরার
চোট-আঘাতের সঙ্গে আর পেরে উঠছেন না ৷ তাই ইচ্ছে না-থাকলেও অগত্যা টেনিস কোর্টকে বিদায় জানালেন কিংবদন্তি রজার ফেডেরার ৷ সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্টে টেনিসকে আলবিদা জানালেন 20টি মেজরের মালিক ৷
![Year Ender 2022](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17343168_wb_england.jpg)
- কুড়ি-বিশের বিশ্বসেরা ইংল্যান্ড
ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বার টি-20'তে বিশ্বসেরা হল ইংল্যান্ড ৷ বেন স্টোকসের ব্যাটে ভর করে জস বাটলারের দল ফাইনালে পাকিস্তানকে হারাল 6 উইকেটে ৷
![Year Ender 2022](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17343168_wb_arg.jpg)
- মেসির হাতে সোনার ট্রফি
ভাঙল 36 বছরের আগল ৷ কেরিয়ারের সায়াহ্নে এসে দেশকে বিশ্বকাপ এনে দিলেন আর্জেন্তিনা ফুটবলের 'বরপুত্র' লিওনেল মেসি ৷ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারাল 'লা-আলবিসেলেস্তে'৷