ETV Bharat / sports

Tokyo Olympics : সেমিফাইনালে হার রানিদের, ব্রোঞ্জের লড়াই শুক্রে - মেয়েদের হকিতে হার

অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার ফাইনালে ওঠার সুযোগ ছিল ভারতের মেয়েদের সামনে । তা না হলেও পদক জয়ের আশা রয়েছে এখনও ৷ শুক্রবার গ্রেট ব্রিটেনকে হারাতে পারলেই ব্রোঞ্জ জিতবে মেয়েরা ৷

s
s
author img

By

Published : Aug 4, 2021, 5:07 PM IST

Updated : Aug 4, 2021, 6:15 PM IST

টোকিয়ো, 4 অগস্ট : শেষ সৌনার দৌড় ৷ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে 2-1 গোলে হারল ভারতের মেয়েরা ৷ যদিও খেলার শুরুতেই (2 মিনিট) ভারতকে এগিয়ে দেন গুরজিৎ কাউর ৷ পরে সমতা ফেরায় আর্জেন্টিনা ৷ আর্জেন্টিনার অধিনায়ক মারিয়া নোয়েল একাই পেনাল্টি কর্নার থেকে দুটি গোল (18 মিনিট ও 36 মিনিটে) করেন ৷ লড়াই করেও সেই ব্যবধান কমাতে পারল না ভারত ৷

বুধবার খেলার বয়স যখন মাত্র 2 মিনিট সেই সময় পেনাস্টি কর্নার পায় ভারত ৷ সুযোগ হাতছাড়া করেনি ভারতের মেয়েরা ৷ গোল করেন গুরজিৎ কাউর ৷ যার গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ভারত ৷ কিন্তু খেলার দ্বিতীয় পর্বে স্কোর 1-1 করে দেয় আর্জেন্টিনা ৷ গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক মারিয়া নোয়েল বারিয়োনুয়েভো । এই পর্বে ভারতের বক্সে একের পরে আক্রমণ তোলে আর্জেন্টিনার মেয়েরা ৷ 36 মিনিটে মারিয়াই ফের গোল করে নিজের দেশকে এগিয়ে দেন ৷ হারতে হলেও শেষ 15 মিনিট দুর্দান্ত খেলে ভারত ৷ রানি রামপালদের আক্রমণ বারবার রুখে দেয় আর্জেন্টিনার গোলকিপার ৷

আরও পড়ুন: Tokyo Olympics 2020 : সেমিফাইনালে জয়, সোনার দৌড়ে দাহিয়া

অলিম্পিক্সের ইতিহাসে প্রথম বার ফাইনালে ওঠার সুযোগ ছিল ভারতের সামনে । তা না হলেও পদক জয়ের আশা রয়েছে এখনও ৷ শুক্রবার গ্রেট ব্রিটেনকে হারাতে পারলেই ব্রোঞ্জ জিতবেন ভারতের মেয়েরা ৷ ওই দিনেই সোনা জিততে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ড ৷

টোকিয়ো, 4 অগস্ট : শেষ সৌনার দৌড় ৷ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে 2-1 গোলে হারল ভারতের মেয়েরা ৷ যদিও খেলার শুরুতেই (2 মিনিট) ভারতকে এগিয়ে দেন গুরজিৎ কাউর ৷ পরে সমতা ফেরায় আর্জেন্টিনা ৷ আর্জেন্টিনার অধিনায়ক মারিয়া নোয়েল একাই পেনাল্টি কর্নার থেকে দুটি গোল (18 মিনিট ও 36 মিনিটে) করেন ৷ লড়াই করেও সেই ব্যবধান কমাতে পারল না ভারত ৷

বুধবার খেলার বয়স যখন মাত্র 2 মিনিট সেই সময় পেনাস্টি কর্নার পায় ভারত ৷ সুযোগ হাতছাড়া করেনি ভারতের মেয়েরা ৷ গোল করেন গুরজিৎ কাউর ৷ যার গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ভারত ৷ কিন্তু খেলার দ্বিতীয় পর্বে স্কোর 1-1 করে দেয় আর্জেন্টিনা ৷ গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক মারিয়া নোয়েল বারিয়োনুয়েভো । এই পর্বে ভারতের বক্সে একের পরে আক্রমণ তোলে আর্জেন্টিনার মেয়েরা ৷ 36 মিনিটে মারিয়াই ফের গোল করে নিজের দেশকে এগিয়ে দেন ৷ হারতে হলেও শেষ 15 মিনিট দুর্দান্ত খেলে ভারত ৷ রানি রামপালদের আক্রমণ বারবার রুখে দেয় আর্জেন্টিনার গোলকিপার ৷

আরও পড়ুন: Tokyo Olympics 2020 : সেমিফাইনালে জয়, সোনার দৌড়ে দাহিয়া

অলিম্পিক্সের ইতিহাসে প্রথম বার ফাইনালে ওঠার সুযোগ ছিল ভারতের সামনে । তা না হলেও পদক জয়ের আশা রয়েছে এখনও ৷ শুক্রবার গ্রেট ব্রিটেনকে হারাতে পারলেই ব্রোঞ্জ জিতবেন ভারতের মেয়েরা ৷ ওই দিনেই সোনা জিততে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ড ৷

Last Updated : Aug 4, 2021, 6:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.