দিল্লি, 9জুন : নারিন্দর ধ্রুব বতরার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপি সুধাংশু মিত্তল । ইন্টারন্যাশনাল হকি ফেডেরশনের সভাপতি পদে বতরার নিয়োগ বেআইনি বলে FIH-র ডিসিপ্লিনারি কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন তিনি ।
6জুন FIH ডিসিপ্লিনারি কমান্ডারকে অভিযোগ জানিয়ে ই-মেল পাঠান সুধাংশু মিত্তল । তিনি ই-মেলে লেখেন, “2014-র হকি ইন্ডিয়ার নির্বাচন এবং 2017-র ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে নিয়মভঙ্গ হয়েছে । যার উচ্চপর্যায়ের তদন্তের প্রয়োজন আছে । ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নারিন্দর ধ্রুব বতরা নির্বাচনের জন্য যোগ্য ছিলেন না ।”
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদস্য পদ ‘ভুয়ো’ বলেও অভিযোগ করেন সুধাংশু । পাশাপাশি তিনি আরও বলেন, “আমিই ভারতের প্রথম ব্যক্তি নয় যে বতরার বিরুদ্ধে অভিযোগ করছি । কয়েকজন খেলোয়াড় এবং আধিকারিকরাও এর আগে তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছিল । তাঁদের চুপ করানো হয় এবং জায়গা থেকে সরিয়ে দেওয়া হয় । ভারতীয় হকি বতরাকে চায় না । কিন্তু নিজের ক্ষমতার খিদে মেটনোর জন্য ভারতীয় হকিকে প্রয়োজন বতরার ।”
IOC-কে 6জুন ই-মেল করেন সুধাংশু । 7জুন IOA সদস্যদের একটি চিঠি পাঠিয়ে নারিন্দর বতরা জানান, তিনি এখন কোয়ারানটিনে রয়েছেন । অফিসে ফিরে তিনি সুধাংশু মিত্তলকে উত্তর দেবেন ।