ETV Bharat / sports

2022 Commonwealth Games: জুনিয়র বিশ্বকাপের পালটা কমনওয়েলথ গেমস, বার্মিংহ্য়ামে দল পাঠাবে না হকি ইন্ডিয়া - Paris Olympics 2024

হ্যাংঝৌয়ে এশিয়ান গেমস 2024 প্যারিস অলিম্পিকের যোগ্যতা-অর্জন পর্ব ৷ তাই এশিয়ান গেমসকে প্রাধান্য দিতেই বার্মিংহ্য়ামে দল পাঠাতে অস্বীকার হকি ইন্ডিয়ার ৷ আগামী বছর 28 জুলাই থেকে 8 অগস্ট বার্মিংহ্য়ামে বসবে কমনওয়েলথ গেমসের আসর ৷ অন্যদিকে হ্যাংঝৌয়ে এশিয়াডের আসর বসছে 10 সেপ্টেম্বর ৷

2022 Commonwealth Games
বিশ্বকাপের পালটা কমনওয়েলথ গেমস, বার্মিংহ্য়ামে দল পাঠাবে না হকি ইন্ডিয়া
author img

By

Published : Oct 6, 2021, 4:47 PM IST

নয়াদিল্লি, 6 অক্টোবর: কোভিড উদ্বেগের অজুহাতকে সামনে রেখে সোমবারই ভারতের মাটিতে আসন্ন জুনিয়র বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিল গ্রেট ব্রিটেন ৷ চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতে পালটা 2022 বার্মিংহ্য়ামে কমনওয়েলথ গেমস থেকে নাম প্রত্যাহার করে নিল হকি ইন্ডিয়া ৷ ব্রিটেনের কঠোর কোয়ারেন্টাইন এবং কোভিড-19 উদ্বেগের কারণেই বার্মিংহ্য়ামে দল পাঠাতে অস্বীকার হকি ইন্ডিয়ার ৷

হকি ইন্ডিয়ার সভাপতি জ্ঞানেন্দ্র নিংগোম্বাম ফেডারেশনের এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আইওএ-র সভাপতি নরিন্দার বাত্রাকে ৷ হকি ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, 2022 কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসের মধ্যে ব্যবধান মাত্র 32 দিনের ৷ হ্যাংঝৌয়ে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসকে প্রাধান্য দিতেই ফেডারেশনের এই সিদ্ধান্ত ৷ উল্লেখ্য বার্মিংহ্য়ামে আগামী বছর 28 জুলাই থেকে 8 অগস্ট বসবে কমনওয়েলথ গেমসের আসর ৷ অন্যদিকে হ্যাংঝৌয়ে এশিয়াডের আসর বসছে 10 সেপ্টেম্বর ৷

হ্যাংঝৌয়ে এশিয়াড আবার 2024 প্যারিস অলিম্পিকের যোগ্যতা-অর্জন পর্ব ৷ এ প্রসঙ্গে নিংগোম্বাম আইওএ'কে লিখেছেন, "এশিয়ান গেমস যেহেতু 2024 প্যারিস অলিম্পিকের যোগ্যতা-নির্ণায়ক পর্ব তাই ওটাকে প্রাধান্য দিতেই হবে ৷ কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে কোন সদস্য যাতে কোভিডে আক্রান্ত না হয় সেকথা মাথায় রেখেই হকি ইন্ডিয়া কোনওরকম ঝুঁকি নিতে চায় না ৷"

আরও পড়ুন: অলিম্পিকসে পদক জয়ে তরুণদের অনুপ্রেরণা হয়ে উঠতে চান নীলাকান্ত

সম্প্রতি গ্রেট ব্রিটেন সরকার ভারতের কোভিড-19 ভ্যাকসিনেশন সার্টিফিকেট অগ্রাহ্য করে দশ দিনের কঠোর কোয়ারেন্টাইন আরোপ করে ৷ সম্পূর্ণ ভ্যাকসিনেশন সত্ত্বেও ভারতীয় সদস্যদের উপর বাধ্যতামূলক কোয়ারেন্টাইন বলবৎ হয় ৷ পালটা ব্রিটিশ নাগরিকদের উপর নয়া নির্দেশিকা জারি করে ভারত জানায়, সম্পূর্ণ ভ্যাকসিনেশন হওয়া সত্ত্বেও এদেশে পৌঁছে ব্রিটিশ নাগরিকদের গত 72 ঘন্টার আরটি-পিসিআর রিপোর্ট পেশ করতে হবে ৷ এমনকি এদেশে পৌঁছেও তাদের জোড়া আরটি-পিসিআর পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে ৷

নয়াদিল্লি, 6 অক্টোবর: কোভিড উদ্বেগের অজুহাতকে সামনে রেখে সোমবারই ভারতের মাটিতে আসন্ন জুনিয়র বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিল গ্রেট ব্রিটেন ৷ চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতে পালটা 2022 বার্মিংহ্য়ামে কমনওয়েলথ গেমস থেকে নাম প্রত্যাহার করে নিল হকি ইন্ডিয়া ৷ ব্রিটেনের কঠোর কোয়ারেন্টাইন এবং কোভিড-19 উদ্বেগের কারণেই বার্মিংহ্য়ামে দল পাঠাতে অস্বীকার হকি ইন্ডিয়ার ৷

হকি ইন্ডিয়ার সভাপতি জ্ঞানেন্দ্র নিংগোম্বাম ফেডারেশনের এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আইওএ-র সভাপতি নরিন্দার বাত্রাকে ৷ হকি ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, 2022 কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসের মধ্যে ব্যবধান মাত্র 32 দিনের ৷ হ্যাংঝৌয়ে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসকে প্রাধান্য দিতেই ফেডারেশনের এই সিদ্ধান্ত ৷ উল্লেখ্য বার্মিংহ্য়ামে আগামী বছর 28 জুলাই থেকে 8 অগস্ট বসবে কমনওয়েলথ গেমসের আসর ৷ অন্যদিকে হ্যাংঝৌয়ে এশিয়াডের আসর বসছে 10 সেপ্টেম্বর ৷

হ্যাংঝৌয়ে এশিয়াড আবার 2024 প্যারিস অলিম্পিকের যোগ্যতা-অর্জন পর্ব ৷ এ প্রসঙ্গে নিংগোম্বাম আইওএ'কে লিখেছেন, "এশিয়ান গেমস যেহেতু 2024 প্যারিস অলিম্পিকের যোগ্যতা-নির্ণায়ক পর্ব তাই ওটাকে প্রাধান্য দিতেই হবে ৷ কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে কোন সদস্য যাতে কোভিডে আক্রান্ত না হয় সেকথা মাথায় রেখেই হকি ইন্ডিয়া কোনওরকম ঝুঁকি নিতে চায় না ৷"

আরও পড়ুন: অলিম্পিকসে পদক জয়ে তরুণদের অনুপ্রেরণা হয়ে উঠতে চান নীলাকান্ত

সম্প্রতি গ্রেট ব্রিটেন সরকার ভারতের কোভিড-19 ভ্যাকসিনেশন সার্টিফিকেট অগ্রাহ্য করে দশ দিনের কঠোর কোয়ারেন্টাইন আরোপ করে ৷ সম্পূর্ণ ভ্যাকসিনেশন সত্ত্বেও ভারতীয় সদস্যদের উপর বাধ্যতামূলক কোয়ারেন্টাইন বলবৎ হয় ৷ পালটা ব্রিটিশ নাগরিকদের উপর নয়া নির্দেশিকা জারি করে ভারত জানায়, সম্পূর্ণ ভ্যাকসিনেশন হওয়া সত্ত্বেও এদেশে পৌঁছে ব্রিটিশ নাগরিকদের গত 72 ঘন্টার আরটি-পিসিআর রিপোর্ট পেশ করতে হবে ৷ এমনকি এদেশে পৌঁছেও তাদের জোড়া আরটি-পিসিআর পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.