ETV Bharat / sports

ফের পিছোচ্ছে অনূর্ধ্ব-17 মেয়েদের বিশ্বকাপ - আবার পিছিয়ে গেল অনূর্ধ্ব - 17 মেয়েদের বিশ্বকাপ

নতুন বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনূর্ধ্ব-17 মেয়েদের বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা প্রায় নেই বলা চলে ।

Corona
Corona
author img

By

Published : Sep 23, 2020, 9:03 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর : ফের পিছিয়ে যেতে পারে অনূর্ধ্ব-17 মেয়েদের বিশ্বকাপ । এমনিতেই কোরোনার কারণে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে গেছে ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ । কিন্তু যা পরিস্থতি তাতে ফেব্রুয়ারিতেও এই মেগা টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে । পরিস্থিতি খতিয়ে দেখে ভারতের ফুটবল ফেডারেশনের সঙ্গে শীঘ্রই বিষয়টি পর্যালোচনা করতে আলোচনায় বসবে FIFA ।

তবে নতুন বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনূর্ধ্ব-17 মেয়েদের বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা প্রায় নেই বলা চলে । FIFA-ও সেই পথে হাঁটতে চলেছে । ফের নতুনভাবে সূচি সাজানো হলে 2022 সালে ভারতে আয়োজন হতে পারে এই টুর্নামেন্ট । ভারতীয় ফুটবল কর্তারাও ফাঁকা মাঠে দর্শকশূন্য স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজন করতে অনিচ্ছুক । কারণ অনূর্ধ্ব-17 ছেলেদের বিশ্বকাপের বিপুল জনপ্রিয়তা তাদের নতুনভাবে ভাবতে শিখিয়েছে ।

প্রাক বিশ্বকাপের ম্যাচ বাতিল করা হয়েছে । UEFA তাদের কোয়ালিফাইং ম্যাচ বাতিল করেছে । এই অবস্থায় যে পাঁচটি শহরে অনূর্ধ্ব-17 মেয়েদের বিশ্বকাপ আয়োজনের কথা ছিল তা বড় ধাক্কার মুখে । কারণ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন, গুয়াহাটিতে ইন্দিরা গান্ধি স্টেডিয়াম, আমেদাবাদের একা এরিনা, নভি মুম্বইয়ের DY পাটিল স্টেডিয়ামে এখন প্রস্তুতি তুঙ্গে । এখন এই সূচি পরিবর্তনের খবরে প্রস্তুতিতে বড় ধাক্কা লাগতে চলেছে ।

সরকারি ভাবে ঘোষণা না হলেও বিশ্বকাপ ফের পিছিয়ে যাওয়ার খবরে হতাশ প্রাক্তন ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদার। বলছেন, "পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে । এখন সব জায়গাতেই কঠিন অবস্থা । সবার আগে মানুষের জীবন । বিশ্বকাপের মতো টুর্নামেন্ট পিছিয়ে যেতে পারে এই খবর মোটেই আনন্দের নয় । কারণ যারা প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে মোটিভেশন ধরে রাখা কঠিন হবে । তাছাড়া বয়সের একটা ব্যাপার রয়েছে । যদি একবছর পরে তাহলেও অনেকে হয়ত খেলার সুযোগ নাও পেতে পারে । তাই মুখে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বললেও মেয়েদের ফুটবলের প্রেক্ষাপটে খবরটি হতাশার ।"

কলকাতা, 23 সেপ্টেম্বর : ফের পিছিয়ে যেতে পারে অনূর্ধ্ব-17 মেয়েদের বিশ্বকাপ । এমনিতেই কোরোনার কারণে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে গেছে ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ । কিন্তু যা পরিস্থতি তাতে ফেব্রুয়ারিতেও এই মেগা টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে । পরিস্থিতি খতিয়ে দেখে ভারতের ফুটবল ফেডারেশনের সঙ্গে শীঘ্রই বিষয়টি পর্যালোচনা করতে আলোচনায় বসবে FIFA ।

তবে নতুন বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনূর্ধ্ব-17 মেয়েদের বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা প্রায় নেই বলা চলে । FIFA-ও সেই পথে হাঁটতে চলেছে । ফের নতুনভাবে সূচি সাজানো হলে 2022 সালে ভারতে আয়োজন হতে পারে এই টুর্নামেন্ট । ভারতীয় ফুটবল কর্তারাও ফাঁকা মাঠে দর্শকশূন্য স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজন করতে অনিচ্ছুক । কারণ অনূর্ধ্ব-17 ছেলেদের বিশ্বকাপের বিপুল জনপ্রিয়তা তাদের নতুনভাবে ভাবতে শিখিয়েছে ।

প্রাক বিশ্বকাপের ম্যাচ বাতিল করা হয়েছে । UEFA তাদের কোয়ালিফাইং ম্যাচ বাতিল করেছে । এই অবস্থায় যে পাঁচটি শহরে অনূর্ধ্ব-17 মেয়েদের বিশ্বকাপ আয়োজনের কথা ছিল তা বড় ধাক্কার মুখে । কারণ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন, গুয়াহাটিতে ইন্দিরা গান্ধি স্টেডিয়াম, আমেদাবাদের একা এরিনা, নভি মুম্বইয়ের DY পাটিল স্টেডিয়ামে এখন প্রস্তুতি তুঙ্গে । এখন এই সূচি পরিবর্তনের খবরে প্রস্তুতিতে বড় ধাক্কা লাগতে চলেছে ।

সরকারি ভাবে ঘোষণা না হলেও বিশ্বকাপ ফের পিছিয়ে যাওয়ার খবরে হতাশ প্রাক্তন ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদার। বলছেন, "পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে । এখন সব জায়গাতেই কঠিন অবস্থা । সবার আগে মানুষের জীবন । বিশ্বকাপের মতো টুর্নামেন্ট পিছিয়ে যেতে পারে এই খবর মোটেই আনন্দের নয় । কারণ যারা প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে মোটিভেশন ধরে রাখা কঠিন হবে । তাছাড়া বয়সের একটা ব্যাপার রয়েছে । যদি একবছর পরে তাহলেও অনেকে হয়ত খেলার সুযোগ নাও পেতে পারে । তাই মুখে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বললেও মেয়েদের ফুটবলের প্রেক্ষাপটে খবরটি হতাশার ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.