ETV Bharat / sports

ম্যাঞ্চেস্টারের আকাশে উড়ল "White Lives Matter", সমর্থকদের আচরণে বিব্রত বার্নলি

প্রিমিয়র লিগের ম্যাচে বার্নলিকে 5-0 গোলে হারিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি ৷ তবে সেই হারের থেকে সমর্থকদের আচরণ বেশি লজ্জায় ফেলেছে বার্নলিকে ৷

white lives matter
white lives matter
author img

By

Published : Jun 24, 2020, 4:01 AM IST

ম্যাঞ্চেস্টার, 24 জুন: গুনে গুনে বার্নলিকে গোলের মালা পরিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি ৷ সোমবার রাতে লিগের ম্যাচে পেপ গুয়ার্দিওলার দলের কাছে 5-0 গোলের লজ্জার হার হয়েছে দলটির ৷ কিন্তু বড় ব্যবধানে হারের লজ্জার চেয়ে সমর্থকদের আচরণ বেশি বিব্রত করেছে বার্নলির ফুটবলারদের ৷

অ্যামেরিকায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ শুরু হয়েছে গোটা বিশ্বে ৷ "Black Lives Matter" স্লোগান তুলে বর্ণবিদ্বেষের প্রতিবাদে নেমেছে ইংলিশ প্রিমিয়র লিগের ক্লাবগুলিও ৷ ম্যাচের আগে হাঁটু মুড়ে ফ্লয়েডকে শ্রদ্ধা ও বর্ণবিদ্বেষের প্রতিবাদ জানাচ্ছেন ফুটবলাররা ৷ সোমবার রাতে ম্যান সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে একইভাবে ফ্লয়েডের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়েছিলেন বার্নলি ও সিটির ফুটবলাররা ৷ কিন্তু নাটকীয়ভাবে সেইসময়ই ম্যাঞ্চেস্টারের আকাশে "White Lives Matter Burnley" স্লোগান লেখা একটি বিমান উড়তে দেখা যায় ৷ স্টেডিয়ামের আশপাশে কয়েকবার চক্কর কাটে বিমানটি ৷ এমন ঘটনায় অবাক হয়ে যান দু'দলের ফুটবলাররা ৷ লজ্জায় মাথা নত হয়ে যায় বার্নলির ফুটবলারদের ৷

নিয়ম মেনে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি সমর্থকদের ৷ তাই বার্নলির কিছু উগ্র ফুটবল সমর্থক এই কাণ্ড ঘটায় ৷ ম্যাচের পর বার্নলির অধিনায়ক বেন মি বলেন, "আমরা ভীষণ লজ্জিত ৷ এমন ঘটনাকে সমর্থন করি না ৷ এমন সমর্থকদের ক্লাবের প্রয়োজন নেই ৷ এই ঘটনার প্রভাব আমাদের খেলাতেও পড়েছে ৷ এর সঙ্গে ক্লাবের কোনও যোগ নেই ৷"

পরে বিবৃতি দিয়ে এই ঘটনায় দুঃখপ্রকাশ করে বার্নলি FC ৷ এই ঘটনায় জড়িত সমর্থকদের ব্যান করার কথাও ভাবছে ক্লাবটি ৷

ম্যাঞ্চেস্টার, 24 জুন: গুনে গুনে বার্নলিকে গোলের মালা পরিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি ৷ সোমবার রাতে লিগের ম্যাচে পেপ গুয়ার্দিওলার দলের কাছে 5-0 গোলের লজ্জার হার হয়েছে দলটির ৷ কিন্তু বড় ব্যবধানে হারের লজ্জার চেয়ে সমর্থকদের আচরণ বেশি বিব্রত করেছে বার্নলির ফুটবলারদের ৷

অ্যামেরিকায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ শুরু হয়েছে গোটা বিশ্বে ৷ "Black Lives Matter" স্লোগান তুলে বর্ণবিদ্বেষের প্রতিবাদে নেমেছে ইংলিশ প্রিমিয়র লিগের ক্লাবগুলিও ৷ ম্যাচের আগে হাঁটু মুড়ে ফ্লয়েডকে শ্রদ্ধা ও বর্ণবিদ্বেষের প্রতিবাদ জানাচ্ছেন ফুটবলাররা ৷ সোমবার রাতে ম্যান সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে একইভাবে ফ্লয়েডের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়েছিলেন বার্নলি ও সিটির ফুটবলাররা ৷ কিন্তু নাটকীয়ভাবে সেইসময়ই ম্যাঞ্চেস্টারের আকাশে "White Lives Matter Burnley" স্লোগান লেখা একটি বিমান উড়তে দেখা যায় ৷ স্টেডিয়ামের আশপাশে কয়েকবার চক্কর কাটে বিমানটি ৷ এমন ঘটনায় অবাক হয়ে যান দু'দলের ফুটবলাররা ৷ লজ্জায় মাথা নত হয়ে যায় বার্নলির ফুটবলারদের ৷

নিয়ম মেনে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি সমর্থকদের ৷ তাই বার্নলির কিছু উগ্র ফুটবল সমর্থক এই কাণ্ড ঘটায় ৷ ম্যাচের পর বার্নলির অধিনায়ক বেন মি বলেন, "আমরা ভীষণ লজ্জিত ৷ এমন ঘটনাকে সমর্থন করি না ৷ এমন সমর্থকদের ক্লাবের প্রয়োজন নেই ৷ এই ঘটনার প্রভাব আমাদের খেলাতেও পড়েছে ৷ এর সঙ্গে ক্লাবের কোনও যোগ নেই ৷"

পরে বিবৃতি দিয়ে এই ঘটনায় দুঃখপ্রকাশ করে বার্নলি FC ৷ এই ঘটনায় জড়িত সমর্থকদের ব্যান করার কথাও ভাবছে ক্লাবটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.