রোম , 21 জুন : ওয়েল্সকে 1-0 গোলে হারিয়ে গ্রুপ এ চ্যাম্পিয়ন ইতালি (Italy) ৷ ম্যাচের একমাত্র গোলটি করেছেন পেসিনা ৷ রবিবার রোমের স্তাদিও অলিম্পিকোতে (Stadio Olimpico) ইউরোর (EURO) গ্র্রুপ এ-র ম্যাচে ওয়েলসের (Wales) মুখোমুখি হয়েছিল ইতালি ৷ তিনটে ম্যাচ জিতে 9 পয়েন্ট নিয়ে দুরন্ত ছন্দে গ্রুপ পর্ব শেষ করেছে রবার্তো মানচিনির ছেলেরা ৷ এদিকে গ্রুপ পর্বে একটি জয় একটি হার ও একটি ড্র করে 4 পয়েন্ট তুলেছে ওয়েল্স ৷ তবে গোল পার্থক্যে পরের পর্ব নিশ্চিত বেলদের ৷
-
⏰ RESULT ⏰
— UEFA EURO 2020 (@EURO2020) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
🇮🇹 Italy through as Group A winners thanks to Pessina strike
🏴 Wales into Round of 16 with second-place finish
Which players impressed? 🤔#EURO2020
">⏰ RESULT ⏰
— UEFA EURO 2020 (@EURO2020) June 20, 2021
🇮🇹 Italy through as Group A winners thanks to Pessina strike
🏴 Wales into Round of 16 with second-place finish
Which players impressed? 🤔#EURO2020⏰ RESULT ⏰
— UEFA EURO 2020 (@EURO2020) June 20, 2021
🇮🇹 Italy through as Group A winners thanks to Pessina strike
🏴 Wales into Round of 16 with second-place finish
Which players impressed? 🤔#EURO2020
চিরাচরিত কাতানোচ্চিওর (Catenaccio) বদলে এবার আক্রমণাত্মক ছকেই দল সাজাচ্ছেন রবার্তো মানচিনি (Roberto Mancini) ৷ ডিফেন্সে দেওয়াল তোলার পরিবর্তে আক্রমণের ঝড় তুলে ঘরের মাঠে শুরু থেকেই ওয়েল্সকে চাপে ফেলে দিয়েছিল ইতালি ৷ মাঝমাঠের লড়াইতে কখনই ওয়েল্সে জমি ছাড়েনি আজুরিরা ৷ ম্যাচের পরিসংখ্যানেই তা পরিষ্কার ৷ গোটা ম্যাচে 64 শতাংশ বল দখলে রেখেছিল ইতালি ৷ উল্টো 36 শতাংশ দখলে ছিল ওয়েল্সের ৷ ম্যাচে অবশ্য একটা রেকর্ড করেছেন ওয়েল্সের ইথান এমপাডু (Ethan Ampadu) ৷ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে কম 20 বছর 279 দিন বয়েসে সরাসরি লাল কার্ড দেখেন তিনি ৷
-
20y 279d - Ethan Ampadu has become the youngest player in European Championships history to be shown a straight red card, aged 20 years and 279 days. Studs. #EURO2020. pic.twitter.com/nv9pIXqMWF
— OptaJoe (@OptaJoe) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">20y 279d - Ethan Ampadu has become the youngest player in European Championships history to be shown a straight red card, aged 20 years and 279 days. Studs. #EURO2020. pic.twitter.com/nv9pIXqMWF
— OptaJoe (@OptaJoe) June 20, 202120y 279d - Ethan Ampadu has become the youngest player in European Championships history to be shown a straight red card, aged 20 years and 279 days. Studs. #EURO2020. pic.twitter.com/nv9pIXqMWF
— OptaJoe (@OptaJoe) June 20, 2021
39 মিনিটে মাতেও পেসিনার (Matteo Pessina) গোলে এগিয়ে যাওয়ার পরেও খোলসে ঢোকেনি ইতালি ৷ বরং আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে আজুরিরা যেন বার্তা দিতে চেয়েছে তাঁরা এবার খালি হাতে ফিরতে আসেনি ৷ ওয়েল্সের গোল লক্ষ্য করে 23 টি শট নিয়েছে ইতালি ৷ যার মধ্যে 11 টি অফটার্গেট , 6 টি অন টার্গেট , 6 টি ব্লক হয়েছে ৷ উল্টো দিকে ইতালির গোলে লক্ষ্য করে মাত্র 3 টি শট নিয়েছে ওয়েল্স ৷ যার মধ্যে মাত্র 1 টি ছিল অন টার্গেটে ৷ টানা 30 টি ম্যাচ অপরাজিত ইতালি ৷ আর 6 টি ম্যাচ অপরাজিত থাকতে পারলে ব্রাজ়িল (Brasil) ও স্পেনের (Spain) 35টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দেবে আজুরিরা ৷
-
🇮🇹 𝗜 𝗧 𝗔 𝗟 𝗬 🇮🇹
— UEFA EURO 2020 (@EURO2020) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
🔹 30 games unbeaten
🔹 11 straight clean sheets
🔹 32 goals without reply #EURO2020 pic.twitter.com/ZrB2irfeze
">🇮🇹 𝗜 𝗧 𝗔 𝗟 𝗬 🇮🇹
— UEFA EURO 2020 (@EURO2020) June 20, 2021
🔹 30 games unbeaten
🔹 11 straight clean sheets
🔹 32 goals without reply #EURO2020 pic.twitter.com/ZrB2irfeze🇮🇹 𝗜 𝗧 𝗔 𝗟 𝗬 🇮🇹
— UEFA EURO 2020 (@EURO2020) June 20, 2021
🔹 30 games unbeaten
🔹 11 straight clean sheets
🔹 32 goals without reply #EURO2020 pic.twitter.com/ZrB2irfeze
আরও পড়ুন : WTC Final : অর্ধশতরানের দিকে মনোনিবেশ করতে গিয়ে আউট রাহানে, মত গাভাসকারের
এদিকে গ্রুপে এ-র অপর ম্যাচে তুরস্ককে 3-1 গোলে হারিয়ে শেষ ষোলোর আশা জিইয়ে রাখল সুইৎজ়ারল্যান্ড (Switzerland) ৷ ম্যাচে জোড়া গোল করেন সুইস তারকা জারদান শাকিরি (Xherdan Shaqiri) ৷ অন্য গোলটি হ্যারিস সোফেরোভিচের (Xherdan Shaqiri) ৷ তুরস্কের (Turkey) হয়ে একমাত্র গোলটি করেছেন ইরফান ভ্যান কাহভেকি (İrfan Can Kahveci) ৷ গ্রুপ পর্বে একটি জয় একটি হার ও একটি ড্র করে 4 পয়েন্ট তুলেছে সুইৎজ়ারল্যান্ড ৷ তুরস্ক অবশ্য পয়েন্টের খাতাই খুলতে পারেনি ৷
-
⏰ RESULT ⏰
— UEFA EURO 2020 (@EURO2020) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
🇨🇭 Shaqiri nets twice in Switzerland win; Seferović opened the scoring early on
🇹🇷 Turkey score their first goal of the tournament but not enough as they finish bottom of Group A
Fair result? 🤔#EURO2020
">⏰ RESULT ⏰
— UEFA EURO 2020 (@EURO2020) June 20, 2021
🇨🇭 Shaqiri nets twice in Switzerland win; Seferović opened the scoring early on
🇹🇷 Turkey score their first goal of the tournament but not enough as they finish bottom of Group A
Fair result? 🤔#EURO2020⏰ RESULT ⏰
— UEFA EURO 2020 (@EURO2020) June 20, 2021
🇨🇭 Shaqiri nets twice in Switzerland win; Seferović opened the scoring early on
🇹🇷 Turkey score their first goal of the tournament but not enough as they finish bottom of Group A
Fair result? 🤔#EURO2020