ETV Bharat / sports

ইস্টবেঙ্গলের জার্সিতে 1920-র ছোঁয়া ! - football

আজ বিকেলে নতুন মরশুমের জার্সি উন্মোচন করল ইস্টবেঙ্গল । এবছর ক্লাবের শতবর্ষ ।

ইস্টবেঙ্গলের জার্সিতে 1920-র ছোঁয়া
author img

By

Published : Jul 27, 2019, 8:53 PM IST


কলকাতা, 27 জুলাই : একশো বছর আগে ইস্টবেঙ্গল যে ডিজ়াইনের জার্সি পরে মাঠে নেমেছিল চলতি মরশুমে সেই আদলের জার্সি গায়ে মাঠে নামবেন সামাদ আলি মল্লিক, পিন্টু মাহাতরা । আজ বিকেলে নতুন মরশুমের জার্সি উন্মোচন করল ইস্টবেঙ্গল । এবছর ক্লাবের শতবর্ষ । একশো বছরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ক্লাব ফিরল তাদের প্রথম দিনে । প্রাক্তন ফুটবলার নেপাল চক্রবর্তীর বাড়িতে পাওয়া গেছে 1925 সালের ব্যবহৃত জার্সি । তারই আদলে চলতি মরশুমে জার্সি তৈরি করা হয়েছে ।

আজ জার্সি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন পিন্টু মাহাত ও সামাদ আলি মল্লিক । মঞ্চে তখন উপস্থিত সচিব কল্যাণ মজুমদার, সহসচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত, ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার ও বিনিয়োগ সংস্থার প্রতিনিধি ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জি । সেদিনের লাল হলুদ জার্সির আদলে চলতি মরশুমের জার্সি তৈরি করা সত্যি অভিনব । জার্সিতে "একাই একশো" লোগো থাকছে । যা সারাবছর জার্সিতে থাকবে । শতবর্ষ পালনের অনুষ্ঠানের বোধন 28 জুলাই, রবিবার । কুমার টুলি পার্কে ইস্টবেঙ্গলের ধাত্রীগৃহ থেকে মশাল যাত্রা দিয়ে শতবর্ষ পালনের শুরু । যা প্রাক্তন তারকা ফুটবলারদের হাত ধরে ক্লাবে আসবে । বাহক তালিকায় থাকবে বাইচুং, সুভাষ ভৌমিক সহ একাধিক তারকা প্রাক্তনী । পয়লা অগাস্টের অনুষ্ঠান নেতাজি ইনডোর স্টেডিয়ামে । শতবর্ষ পালন চলবে দু'বছর ধরে । প্রাক্তন তারকা তুলসীদাস বলরামকে শতবর্ষে ভারত গৌরব সম্মান দেওয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব নয় । কারণ অভিমানে দূরে সরে রয়েছেন 1962সালের এশিয়ান গেমসের সোনাজয়ী দলের সদস্য । যার কারণ অজ্ঞাত । ইস্টবেঙ্গল ক্লাব তার জীবিত অধিনায়কদের সংবর্ধিত করবে । বাকিদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে । সেই তালিকায় রয়েছেন গোষ্ঠ পাল । 1920 সালে তিনি ইস্টবেঙ্গল অধিনায়ক ছিলেন ।

পয়লা অগাস্ট সকালে ক্লাব মাঠেই হবে অনুশীলন । এই ব্যাপারে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার সম্মতি মিলবে বলে জানানো হয়েছে । এ মরশুমে অধিনায়ক ব্র্যান্ডন, তা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে । পয়লা অগাস্ট ইস্টবেঙ্গলের বর্তমান দলের ফুটবলাররা পতাকা উত্তোলনের সময় উপস্থিত থাকবেন । শতবর্ষের অনুষ্ঠানে তারকা সদস্য লতা মঙ্গেশকর, অমর্ত্য সেনের শুভেচ্ছা বার্তা জোগাড়ের চেষ্টা চলছে ।


কলকাতা, 27 জুলাই : একশো বছর আগে ইস্টবেঙ্গল যে ডিজ়াইনের জার্সি পরে মাঠে নেমেছিল চলতি মরশুমে সেই আদলের জার্সি গায়ে মাঠে নামবেন সামাদ আলি মল্লিক, পিন্টু মাহাতরা । আজ বিকেলে নতুন মরশুমের জার্সি উন্মোচন করল ইস্টবেঙ্গল । এবছর ক্লাবের শতবর্ষ । একশো বছরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ক্লাব ফিরল তাদের প্রথম দিনে । প্রাক্তন ফুটবলার নেপাল চক্রবর্তীর বাড়িতে পাওয়া গেছে 1925 সালের ব্যবহৃত জার্সি । তারই আদলে চলতি মরশুমে জার্সি তৈরি করা হয়েছে ।

আজ জার্সি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন পিন্টু মাহাত ও সামাদ আলি মল্লিক । মঞ্চে তখন উপস্থিত সচিব কল্যাণ মজুমদার, সহসচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত, ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার ও বিনিয়োগ সংস্থার প্রতিনিধি ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জি । সেদিনের লাল হলুদ জার্সির আদলে চলতি মরশুমের জার্সি তৈরি করা সত্যি অভিনব । জার্সিতে "একাই একশো" লোগো থাকছে । যা সারাবছর জার্সিতে থাকবে । শতবর্ষ পালনের অনুষ্ঠানের বোধন 28 জুলাই, রবিবার । কুমার টুলি পার্কে ইস্টবেঙ্গলের ধাত্রীগৃহ থেকে মশাল যাত্রা দিয়ে শতবর্ষ পালনের শুরু । যা প্রাক্তন তারকা ফুটবলারদের হাত ধরে ক্লাবে আসবে । বাহক তালিকায় থাকবে বাইচুং, সুভাষ ভৌমিক সহ একাধিক তারকা প্রাক্তনী । পয়লা অগাস্টের অনুষ্ঠান নেতাজি ইনডোর স্টেডিয়ামে । শতবর্ষ পালন চলবে দু'বছর ধরে । প্রাক্তন তারকা তুলসীদাস বলরামকে শতবর্ষে ভারত গৌরব সম্মান দেওয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব নয় । কারণ অভিমানে দূরে সরে রয়েছেন 1962সালের এশিয়ান গেমসের সোনাজয়ী দলের সদস্য । যার কারণ অজ্ঞাত । ইস্টবেঙ্গল ক্লাব তার জীবিত অধিনায়কদের সংবর্ধিত করবে । বাকিদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে । সেই তালিকায় রয়েছেন গোষ্ঠ পাল । 1920 সালে তিনি ইস্টবেঙ্গল অধিনায়ক ছিলেন ।

পয়লা অগাস্ট সকালে ক্লাব মাঠেই হবে অনুশীলন । এই ব্যাপারে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার সম্মতি মিলবে বলে জানানো হয়েছে । এ মরশুমে অধিনায়ক ব্র্যান্ডন, তা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে । পয়লা অগাস্ট ইস্টবেঙ্গলের বর্তমান দলের ফুটবলাররা পতাকা উত্তোলনের সময় উপস্থিত থাকবেন । শতবর্ষের অনুষ্ঠানে তারকা সদস্য লতা মঙ্গেশকর, অমর্ত্য সেনের শুভেচ্ছা বার্তা জোগাড়ের চেষ্টা চলছে ।

Intro:একশো বছর ইস্টবেঙ্গল যে ডিজাইনের জার্সি পড়ে মাঠে নেমেছিল চলতি মরসুমে সেই আদলের জার্সি গায়ে মাঠে নামবেন সামাদ আলি মল্লিক, পিন্টু মাহাতারা। শনিবার বিকেলে নতুন মরসুমের জার্সি উন্মোচন করল ইস্টবেঙ্গল। এবছরটা ক্লাবের শতবর্ষ। একশো বছরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ক্লাব ফিরল তাদের প্রথম দিনে। প্রাক্তন ফুটবলার নেপাল চক্রবর্তীর বাড়িতে পাওয়া গিয়েছে 1925সালের ব্যবহৃত জার্সি। তারই আদলে চলতি মরসুমে জার্সি তৈরি করা হয়েছে। নতুন প্রজন্মের শতবর্ষ ছোঁয়ার চেষ্টা এভাবেই বাস্তবায়নের চেষ্টা। পিন্টু মাহাতা ও সামাদ আলি মল্লিক জার্সি পড়ে সামনে দাঁড়ালেন। মঞ্চে তখন উপস্থিত সচিব কল্যাণ মজুমদার, সহসচিব শান্তি রঞ্জন দাসগুপ্ত,ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার ও বিনিয়োগ সংস্থার প্রতিনিধি ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জি।সেদিনের লাল হলুদ জার্সির আদলে চলতি মরসুমে র জার্সি তৈরি করা সত্যি অভিনব। জার্সিতে একাই একশো লোগো থাকছে। যা সারাবছর জার্সিতে থাকবে। শতবর্ষ পালনের অনুষ্ঠানের বোধন আঠাশ জুলাই রবিবার। কুমার টুলি পার্কে ইস্টবেঙ্গলের ধাত্রী গৃহ থেকে মশাল যাত্রা দিয়ে শতবর্ষ পালনের শুরু। যা প্রাক্তন তারকা ফুটবলারদের হাত ধরে ক্লাবে আসবে। বাহক তালিকায় থাকবে বাইচুং, সুভাষ ভৌমিক সহ একাধিক তারকা প্রাক্তন।পয়লা অগস্ট এর অনুষ্ঠান নেতাজি ইনডোর স্টেডিয়ামে। শতবর্ষ পালন চলবে দুবছর ধরে। প্রাক্তন তারকা তুলসীদাস বলরামকে শতবর্ষে ভারত গৌরব সম্মান দেওয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব নয়। কারন অভিমানে দূরে সরে রয়েছেন 1962সালের এশিয়ান গেমসের সোনাজয়ী দলের সদস্য। যার কারন অঞ্জাত। ইস্টবেঙ্গল ক্লাব তার জীবিত অধিনায়ক দের সংবর্ধিত করবে। বাকি দের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই তালিকায় রয়েছেন গোষ্ট পাল। 1920সালে তিনি ইস্টবেঙ্গলের অধিনায়ক ছিলেন। পয়লা অগস্ট এর অনুষ্ঠানে র দিন সকালে ক্লাব মাঠেই হবে অনুশীলন। এই ব্যাপারে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া র সম্মতি মিলবে বলে জানানো হয়েছে। এমরসুমে অধিনায়ক বোরহা নন, ব্র্যান্ডন তা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। পয়লা অগস্ট ইস্টবেঙ্গলের বর্তমান দলের ফুটবলার রা পতাকা উত্তোলনের সময় উপস্থিত থাকবেন। শতবর্ষের অনুষ্ঠানে তারকা সদস্য লতা মঙ্গেশকর, অমর্ত্য সেনের শুভেচ্ছা বার্তা যোগাড়ের চেষ্টা চলছে।


Body:জার্সি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.