কলকাতা, 9 জুলাই : আগামীকাল বেলা বারোটার সময় প্রথম বোর্ড মিটিংয়ে বসছে ATK- মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টররা ৷ সেখানেই নতুন মরশুমে দল কোন পথে হাঁটবে সেই রূপরেখা ঠিক হবে । অন্তত সেই রকম আশা করছেন মোহনবাগানের সদস্য সমর্থকরা ।
প্রথম মিটিংয়ে চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা উপস্থিত থাকবেন । মিনিস্ট্রি অব কর্পোরেট অ্যাফেয়ার্সে ATK-মোহনবাগানের নাম নথিভুক্ত হয়েছিল আগেই । বোর্ড অফ ডিরেক্টরসের নামও নথিভুক্ত করা হয়েছে ৷ সেই বোর্ড অফ ডিরেক্টরসে ATK-র সহ কর্ণধার উৎসব পারেখ রয়েছেন । রয়েছেন মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসু এবং অর্থসচিব দেবাশিস দত্ত । বোর্ড অফ ডিরেক্টরসের আরও দুই সদস্য হলেন গৌতম রায় এবং সঞ্জীব মেহেরা ।
এছাড়া সঞ্জীব গোয়েঙ্কা চেয়ারম্যান হিসেবে থাকবেন । থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও । নতুন বোর্ড অফ ডিরেক্টরসের বৈঠক জুলাইয়ের প্রথম সপ্তাহে হওয়ার কথা ছিল । কিন্তু কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে বৈঠকের দিন পিছিয়ে 10 জুলাই করা হয় ।
তবে মোহনবাগান ATK -র প্রথম বোর্ড মিটিং ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হবে ৷ বর্তমান পরিস্থিতি বিচার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 2014 সালে ISL শুরু হওয়ার পরে এই বছর মোহনবাগানের সঙ্গে গাঁটছড়া বেঁধে খেতাব রক্ষায় নামবে ATK।
চলতি বছরের জানুয়ারিতে ATK এবং মোহনবাগান গাঁটছড়া বাঁধার প্রাথমিক সিদ্ধান্ত নেয় । যা তার কিছুদিন পরে প্রকাশ্যে আসে । ফলে নতুন মরশুমে ISL-এ একটি নতুন দলকে খেলতে দেখা যাবে ।
বোর্ড মিটিংয়ে এই দুই চ্যাম্পিয়ন দলের সংযুক্তির পরে নতুন নাম কী হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । তবে মিনিস্ট্রি অব কর্পোরেট অ্যাফেয়ার্সে ATK-মোহনবাগান নামে নথিভুক্ত হয়েছে । আবার নতুন লোগো, জার্সির ডিজ়াইন নিয়েও অনেক কথা শোনা যাচ্ছে । বলা হচ্ছে মোহনবাগানের ঐতিহ্যের কথা গুরুত্ব দেওয়া হবে । তবে পুরো বিষয়টি বাস্তবায়নের পথে কী হবে, তা শুক্রবার জানা যাবে । এদিকে মোহনবাগানের সমর্থকরা সবুজ-মেরুন জার্সি, লোগো এবং নাম না বদলের পক্ষে সওয়াল করেছেন । সঞ্জীব গোয়েঙ্কা নিজে বলেছিলেন মোহনবাগানের ঐতিহ্য সম্পর্কে তাঁরা সচেতন । কীভাবে ঐতিহ্য রক্ষা করতে হয় তাঁরা তা জানেন ।