ETV Bharat / sports

India vs Nepal : 75তম আন্তর্জাতিক গোল সুনীলের, নেপালের বিরুদ্ধে জয়ে ফিরল ভারত - নেপালকে 2-1 গোলে হারাল ভারত

62 এবং 82 মিনিটে গোল করে ভারত । 62 মিনিটে চিঙলেন সিং সানার ক্রশ সুনীল ছেত্রী হেড করে ফারুখকে বাড়িয়ে দিলে গোল করতে তিনি ভুল করেননি । 82 মিনিটে অনিরুদ্ধ থাপার পাস থেকে বল ধরে মাঝমাঠ থেকে অনেকটা ছুটে গোল করেন সুনীল ছেত্রী ।

team india won against nepal
team india won against nepal
author img

By

Published : Sep 5, 2021, 9:46 PM IST

কাঠমান্ডু, 5 সেপ্টেম্বর : মামাবাড়ির দেশে জয়ের খোঁজ পেলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী । দ্বিতীয় আর্ন্তজাতিক ফ্রেন্ডলি ম্যাচে নেপালকে 2-1 গোলে পরাজিত করল ভারত । কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রতিপক্ষ নেপালের চাপ সামলে বিরতির পরে খেলার রাশ তুলে নেয় ভারত ।

প্রথমার্ধে নেপালের দাপট ছিল বেশি । গোলের সুযোগ তারাই বেশি তৈরি করেছিল । নেপালের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ প্রথম ম্যাচের একাদশ থেকে সাতটি পরিবর্তন করেছিলেন । সুনীল ছেত্রী, মনবীর সিং, চিঙলেন সিং সানা, শুভাশিস বসু ছাড়া সকলেই এই সফরে প্রথম খেললেন । ব্যাপক পরিবর্তন ভারতীয় দলের দাপুটে ফুটবলে সহায়ক হয়েছিল মনে করার কারণ নেই । খেলার তিনটি গোল হয় দ্বিতীয়ার্ধে । 62 এবং 82 মিনিটে গোল করে ভারত । 62 মিনিটে চিঙলেন সিং সানার ক্রশ সুনীল ছেত্রী হেড করে ফারুখকে বাড়িয়ে দিলে গোল করতে তিনি ভুল করেননি । 82 মিনিটে অনিরুদ্ধ থাপার পাস থেকে বল ধরে মাঝমাঠ থেকে অনেকটা ছুটে গোল করেন সুনীল ছেত্রী । আর্ন্তজাতিক ফুটবলে নিজের 75তম গোলটি করে ফেললেন ভারত অধিনায়ক । 86 মিনিটে তেজ তামাঙের গোলে ব্যবধান কমান ।

আরও পড়ুন : Durand Cup : বলে লাথি মেরে 130তম ডুরান্ড কাপের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

বাংলাদেশকে হারানোর পর দুটো ড্র-এর পর ফের জয় পেল ভারত । কোচের চেয়ারে বসে ইগর স্টিমাচের পারফরম্যান্স মোটেই নজরকাড়া নয় । তাঁকে পরিবর্তন করার হাওয়া বইতে শুরু করেছে ভারতীয় ফুটবলে । দরজায় কড়া নাড়ছে সাফ কাপ । এখন দেখার নেপালের মাটিতে জয় ক্রোয়েশিয়ান কোচের ভাগ্য ফেরাতে পারে কি না ।

কাঠমান্ডু, 5 সেপ্টেম্বর : মামাবাড়ির দেশে জয়ের খোঁজ পেলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী । দ্বিতীয় আর্ন্তজাতিক ফ্রেন্ডলি ম্যাচে নেপালকে 2-1 গোলে পরাজিত করল ভারত । কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রতিপক্ষ নেপালের চাপ সামলে বিরতির পরে খেলার রাশ তুলে নেয় ভারত ।

প্রথমার্ধে নেপালের দাপট ছিল বেশি । গোলের সুযোগ তারাই বেশি তৈরি করেছিল । নেপালের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ প্রথম ম্যাচের একাদশ থেকে সাতটি পরিবর্তন করেছিলেন । সুনীল ছেত্রী, মনবীর সিং, চিঙলেন সিং সানা, শুভাশিস বসু ছাড়া সকলেই এই সফরে প্রথম খেললেন । ব্যাপক পরিবর্তন ভারতীয় দলের দাপুটে ফুটবলে সহায়ক হয়েছিল মনে করার কারণ নেই । খেলার তিনটি গোল হয় দ্বিতীয়ার্ধে । 62 এবং 82 মিনিটে গোল করে ভারত । 62 মিনিটে চিঙলেন সিং সানার ক্রশ সুনীল ছেত্রী হেড করে ফারুখকে বাড়িয়ে দিলে গোল করতে তিনি ভুল করেননি । 82 মিনিটে অনিরুদ্ধ থাপার পাস থেকে বল ধরে মাঝমাঠ থেকে অনেকটা ছুটে গোল করেন সুনীল ছেত্রী । আর্ন্তজাতিক ফুটবলে নিজের 75তম গোলটি করে ফেললেন ভারত অধিনায়ক । 86 মিনিটে তেজ তামাঙের গোলে ব্যবধান কমান ।

আরও পড়ুন : Durand Cup : বলে লাথি মেরে 130তম ডুরান্ড কাপের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

বাংলাদেশকে হারানোর পর দুটো ড্র-এর পর ফের জয় পেল ভারত । কোচের চেয়ারে বসে ইগর স্টিমাচের পারফরম্যান্স মোটেই নজরকাড়া নয় । তাঁকে পরিবর্তন করার হাওয়া বইতে শুরু করেছে ভারতীয় ফুটবলে । দরজায় কড়া নাড়ছে সাফ কাপ । এখন দেখার নেপালের মাটিতে জয় ক্রোয়েশিয়ান কোচের ভাগ্য ফেরাতে পারে কি না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.