দিল্লি, 17 জুন: লাদাখ সীমান্তে চিন সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন 20 ভারতীয় জওয়ান । এই নিয়ে চিনের সমালোচনা করলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন এবং বর্তমান অধিনায়ক । বাইচুং ভুটিয়া চিনের এই আক্রমণকে পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করেছেন ৷ অন্যদিকে অত্যন্ত দ্রুততার সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান আশা করছেন সুনীল ছেত্রী ৷
টুইটারে বাইচুং ভুটিয়া লেখেন, "চিনের এই পদক্ষেপ পূর্ব পরিকল্পিত । কয়েক সপ্তাহ আগে চিনের নাগরিকদের ভারত থেকে চলে আসার নির্দেশ দেওয়া হয়েছিল । সীমান্তে আমাদের সৈন্যদের হত্যা করা পূর্বপরিকল্পিত । চিনের এই কাপুরুষোচিত আচরণের নিন্দা করছি । ভারত সরকারের উচিত চিনের এই আগ্রাসনের কড়া জবাব দেওয়া ।"
-
China had asked all its citizens to leave India few weeks back. The killing of our soldiers in LAC was a I think a planned one. We completely condemn this cowardly act of China. Indian Govt should take strong necessary action and not bow down to Chinese aggression pic.twitter.com/PToDa61mLv
— Bhaichung Bhutia (@bhaichung15) June 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">China had asked all its citizens to leave India few weeks back. The killing of our soldiers in LAC was a I think a planned one. We completely condemn this cowardly act of China. Indian Govt should take strong necessary action and not bow down to Chinese aggression pic.twitter.com/PToDa61mLv
— Bhaichung Bhutia (@bhaichung15) June 17, 2020China had asked all its citizens to leave India few weeks back. The killing of our soldiers in LAC was a I think a planned one. We completely condemn this cowardly act of China. Indian Govt should take strong necessary action and not bow down to Chinese aggression pic.twitter.com/PToDa61mLv
— Bhaichung Bhutia (@bhaichung15) June 17, 2020
প্রাক্তন অধিনায়কের পথে হেঁটেই টুইট করেছেন জাতীয় দলের বর্তমান অধিনায়ক সুনীল ছেত্রী ৷ তিনি লেখেন, "দুই দেশের এই সমস্যা সীমান্তে রক্তক্ষয়ের মাধ্যমে সমাধান হবে না । দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে এর সমাধান করা উচিত । তা করতে হবে অত্যন্ত দ্রুত গতিতে । পুরো বিষয়টিতে সেনাদের স্বার্থ জড়িত । যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনই বাকিদের জন্যও এর প্রয়োজন রয়েছে ৷" সঙ্গে তিনি আরও লেখেন, "যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে তারা যেন কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর শক্তি পান ।"
-
Resolve this across a table while you can, not at the border. Act swiftly, for the sake of those army personnel who have died and for those who shouldn't.
— Sunil Chhetri (@chetrisunil11) June 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
I can only hope that the families of those who have laid down their lives find strength to deal with their losses.
">Resolve this across a table while you can, not at the border. Act swiftly, for the sake of those army personnel who have died and for those who shouldn't.
— Sunil Chhetri (@chetrisunil11) June 17, 2020
I can only hope that the families of those who have laid down their lives find strength to deal with their losses.Resolve this across a table while you can, not at the border. Act swiftly, for the sake of those army personnel who have died and for those who shouldn't.
— Sunil Chhetri (@chetrisunil11) June 17, 2020
I can only hope that the families of those who have laid down their lives find strength to deal with their losses.