কলকাতা, 29 জুলাই : মরণোত্তর মোহনবাগান রত্নে সম্মানিত করা হল দলের প্রয়াত ও প্রাক্তন গোলরক্ষক শিবাজি বন্দ্যোপাধ্যায়কে (Shibaji Banerjee) ৷ 29 জুলাই মোহনবাগান দিবসের অনুষ্ঠানে তাঁর স্ত্রী মালা বন্দ্যোপাধ্যায়ের হাতে সম্মান স্মারক তুলে দেন ক্লাবের সচিব সৃঞ্জয় বসু। ৷ কোভিড পরিস্থিতির মধ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ ফলে পুরো বিষয়টাই ছিল ভার্চুয়াল ৷
আরও পড়ুন : 29 জুলাই আধুনিকতার ছোঁয়ায় আত্মপ্রকাশ মোহনবাগান ক্লাবের
এদিনের অনুষ্ঠানে ক্লাবের কর্মসমিতির সব সদস্যই উপস্থিত ছিলেন ৷ ভার্চুয়াল আয়োজনের মঞ্চ থেকেই বছরের সেরা খেলোয়াড় হিসেবে ফুটবলার রয় কৃষ্ণা এবং ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণকে পুরষ্কৃত করা হয় ৷ তবে এঁরা দু’জনেই আপাতত দেশের বাইরে রয়েছেন ৷ তাই তাঁদের কাছে পুরস্কার পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে ক্লাব ৷ সেরা অ্যাথলিটের পুরস্কার পেয়েছেন বিদিশা কুণ্ডু ৷ ক্লাব কর্তাদের আশা, করোনার প্রকোপ কেটে গেলে পরের বছর আবার আগের মতোই এই অনুষ্ঠানের আয়োজন করা হবে ৷
1911 সালের 29 জুলাই ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 1-2 গোলে হারিয়ে প্রথমবার আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান ৷ সেবার মোহনবাগানের খেলোয়াড়রা যে জার্সি পরে মাঠে নেমেছিলেন, এদিন সেই জার্সিরই রেপ্লিকা সামনে আনে ক্লাব কর্তৃপক্ষ ৷ কর্তাদের দাবি, 1911 সালের সেই জার্সির রং ও নকশা জোগাড় করতে অনেক পরিশ্রম করতে হয়েছে ৷ আগামী 20 অগাস্ট প্রয়াত কিংবদন্তী ফুটবলার গোষ্ঠ পালের জন্মজয়ন্তী ৷ ওই দিন থেকেই এগারোর ঐতিহাসিক জার্সি কেনার সুযোগ পাবেন মোহনবাগানের সমর্থকরা ৷
এদিকে, এদিনের অনুষ্ঠানের পর শিবাজি বন্দ্যোপাধ্য়ায়ের স্ত্রী মালা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘শুধু ফুটবল নয় ৷ ক্রিকেট থেকে অ্যাথলেটিক্স, সব খেলাতেই পারদর্শী ছিলেন আমার স্বামী ৷ মোহনবাগান ছিল তাঁর হৃদয়ে ৷ তাঁর অকুতোভয় গোলরক্ষণ দেখে ফুটবল সম্রাট পেলেও চমকে গিয়েছিলেন ৷’’
আরও পড়ুন : গরিব মানুষের খাবারের ব্যবস্থা করল নবদ্বীপ মোহনবাগান ফ্যান ক্লাব
প্রসঙ্গত, সাতের দশকের মাঝামাঝি সময় থেকে আটের দশকের প্রথম দিক পর্যন্ত শিবাজি বন্দ্যোপাধ্যায়ই ছিলেন মোহনবাগানের গোলরক্ষার শেষ কথা ৷ পেনাল্টি বাঁচানোর ক্ষেত্রে তার দক্ষতা ছিল অভূতপূর্ব ৷ সবুজ-মেরুন জনতা তাঁকে পেনাল্টি বাঁচানোর রাজা বলে অভিহিত করত ৷ মৃত্যুর আগের দিন পর্যন্ত শিবাজি ছিলেন ক্লাবের টেকনিক্যাল কমিটির সদস্য ৷ 2015 সালে মোহনবাগানের আই লিগজয়ী দলের টেকনিক্যাল কমিটিতেও ছিলেন তিনি ৷ ওই কমিটির বাকি দুই সদস্য সত্যজিৎ চট্টোপাধ্যায় এবং কম্পটন দত্ত এদিনের ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ ক্লাব সচিব সৃঞ্জয় বসু এদিন শিবাজি বন্দ্য়োপাধ্য়ায় প্রসঙ্গে বলেন, ‘‘শিবাজি বন্দ্যোপাধ্যায় শুধু বড় ফুটবলার ছিলেন না ৷ বড় মানুষও ছিলেন ৷’’