ETV Bharat / sports

Ronald Koeman sacked : কোম্যান-যুগ অতীত, 34 বছর পর ইতিহাস ফিরল ন্যু ক্যাম্পে - Football

চলতি মরসুমের আগে শেষবার 1987 সালে টানা তিনটি ম্যাচ হেরেছিল বার্সা ৷ সেইবছরই উয়েফা কাপে ডান্ডি ইউনাইটেডের কাছে হেরে চাকরি খুইয়েছিলেন ব্রিটিশ কোচ টেরি ভেনাবেলস ৷

Ronald Koeman sacked
কোম্যান-যুগ অতীত, 34 বছর পর ইতিহাস ফিরল ন্যু ক্যাম্পে
author img

By

Published : Oct 28, 2021, 11:53 AM IST

বার্সেলোনা, 28 অক্টোবর : শেষ দশ ম্যাচ থেকে বিশ্বের অন্যতম সেরা দলের সংগ্রহ মাত্র 15 পয়েন্ট ৷ ফলে লা লিগার শেষ ম্যাচে অনামী রায়ো ভায়েকানোর কাছে হারের পরেই চাকরি গেল রোনাল্ড কোম্যানের ৷ ন্যু ক্যাম্পে 14 মাস দায়িত্ব পালনের পর বার্সেলোনার প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হলেন কোম্যান । 34 বছর পর আবার ইতিহাসের পুনরাবৃত্তি হল কাতালুনিয়ান ক্লাবে ৷

চলতি মরসুমের আগে শেষবার 1987 সালে টানা তিনটি ম্যাচ হেরেছিল বার্সা ৷ সেইবছরেই উয়েফা কাপে ডান্ডি ইউনাইটেডের কাছে হেরে চাকরি খুইয়েছিলেন ব্রিটিশ কোচ টেরি ভেনাবেলস ৷ বুধবারের ম্যাচের পর কোম্যান বলেছেন, “এটা (বার্সেলোনার লিগের অবস্থান) বলছে আমরা ভালো জায়গায় নেই । আমাদের দল ভারসাম্য হারিয়েছে, কার্যকর কিছু খেলোয়াড়দের হারিয়েছে ।"

আরও পড়ুন : স্বার্থের সংঘাত, এটিকে-মোহনবাগানের পদ ছাড়ছেন সৌরভ

তাৎপর্যপূর্ণভাবে বার্সেলোনার অফিসিয়ালদেরও ঠুকেছেন কোম্যান ৷ সাংবাদিকদের বলেছেন, ''সাম্প্রতিক বছরগুলিতে অন্যান্য ক্লাবগুলি প্রতি মরসুমে শক্তিশালী হয়েছে ৷ আমরা তা করার চেষ্টাও করিনি, এটিও দেখার বিষয় ।'' নতুন ম্যানেজার হিসেবে ক্লাব কিংবদন্তি জাভির নাম শোনা যাচ্ছে বিভিন্ন মহলে ৷ বর্তমানে কাতারের দল আল সাদের ম্যানেজারের দায়িত্ব সামলাচ্ছেন প্রাক্তন বার্সা মিডফিল্ডার ৷

গত বছরের অগস্টে বার্সার প্রাক্তন সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ কোম্যানকে প্রধান কোচ হিসাবে ক্লাবে আনেন । নতুন সভাপতি জন লাপোর্তা আসার পর থেকেই বারবার স্পষ্ট করে দিয়েছিলেন যে ডাচ কোচ তাঁর নিয়োগ নয় ।

বার্সেলোনা, 28 অক্টোবর : শেষ দশ ম্যাচ থেকে বিশ্বের অন্যতম সেরা দলের সংগ্রহ মাত্র 15 পয়েন্ট ৷ ফলে লা লিগার শেষ ম্যাচে অনামী রায়ো ভায়েকানোর কাছে হারের পরেই চাকরি গেল রোনাল্ড কোম্যানের ৷ ন্যু ক্যাম্পে 14 মাস দায়িত্ব পালনের পর বার্সেলোনার প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হলেন কোম্যান । 34 বছর পর আবার ইতিহাসের পুনরাবৃত্তি হল কাতালুনিয়ান ক্লাবে ৷

চলতি মরসুমের আগে শেষবার 1987 সালে টানা তিনটি ম্যাচ হেরেছিল বার্সা ৷ সেইবছরেই উয়েফা কাপে ডান্ডি ইউনাইটেডের কাছে হেরে চাকরি খুইয়েছিলেন ব্রিটিশ কোচ টেরি ভেনাবেলস ৷ বুধবারের ম্যাচের পর কোম্যান বলেছেন, “এটা (বার্সেলোনার লিগের অবস্থান) বলছে আমরা ভালো জায়গায় নেই । আমাদের দল ভারসাম্য হারিয়েছে, কার্যকর কিছু খেলোয়াড়দের হারিয়েছে ।"

আরও পড়ুন : স্বার্থের সংঘাত, এটিকে-মোহনবাগানের পদ ছাড়ছেন সৌরভ

তাৎপর্যপূর্ণভাবে বার্সেলোনার অফিসিয়ালদেরও ঠুকেছেন কোম্যান ৷ সাংবাদিকদের বলেছেন, ''সাম্প্রতিক বছরগুলিতে অন্যান্য ক্লাবগুলি প্রতি মরসুমে শক্তিশালী হয়েছে ৷ আমরা তা করার চেষ্টাও করিনি, এটিও দেখার বিষয় ।'' নতুন ম্যানেজার হিসেবে ক্লাব কিংবদন্তি জাভির নাম শোনা যাচ্ছে বিভিন্ন মহলে ৷ বর্তমানে কাতারের দল আল সাদের ম্যানেজারের দায়িত্ব সামলাচ্ছেন প্রাক্তন বার্সা মিডফিল্ডার ৷

গত বছরের অগস্টে বার্সার প্রাক্তন সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ কোম্যানকে প্রধান কোচ হিসাবে ক্লাবে আনেন । নতুন সভাপতি জন লাপোর্তা আসার পর থেকেই বারবার স্পষ্ট করে দিয়েছিলেন যে ডাচ কোচ তাঁর নিয়োগ নয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.