ETV Bharat / sports

কাতার ফুটবল বিশ্বকাপের আগে প্রস্তুত তৃতীয় স্টেডিয়াম

ফুটবল বিশ্বকাপের জন্য তৃতীয় স্টেডিয়াম প্রস্তুত করে ফুটবলে ফেরার বার্তা দিল কাতার ৷ 2022 বিশ্বকাপের জন্য প্রস্তুত নিউ এডুকেশন সিটি স্টেডিয়াম ৷

"শীঘ্রই ফিরবে ফুটবল," প্রস্তুত কাতার বিশ্বকাপের তৃতীয় স্টেডিয়াম
"শীঘ্রই ফিরবে ফুটবল," প্রস্তুত কাতার বিশ্বকাপের তৃতীয় স্টেডিয়াম
author img

By

Published : Jun 16, 2020, 4:04 PM IST

কাতার, 16 জুন: বিশ্বজুড়ে পরিস্থিতি যাই হোক, 2022 বিশ্বকাপ আয়োজন নিয়ে ঢিলেমি দিতে রাজি নয় কাতার ৷ বিশ্বকাপ এখনও দু'বছর বাকি ৷ তার আগেই প্রস্তুত হয়ে গেল বিশ্বকাপের তৃতীয় স্টেডিয়াম ৷ ইতিমধ্যেই এই স্টেডিয়ামের উদ্বোধনও হয়ে হয়েছে ৷

কোরোনা আতঙ্ক কাটিয়ে মাঠে ফিরেছে ফুটবল ৷ লা লিগা, বুন্দেশলিগা শুরু হয়েছে ৷ বিশ্বের বাকি জনপ্রিয় ফুটবল লিগগুলিও ফেরার অপেক্ষায় ৷ তার মাঝে তৃতীয় স্টেডিয়াম প্রস্তুত করে কোরোনায় যুঝতে থাকা দুনিয়াকে বার্তা দিতে চেয়েছে কাতার ৷ ভাইরাসের আতঙ্ক কাটিয়ে খুব শীঘ্রই ফিরবে ফুটবল ৷ প্যানডেমিকের চ্যালেঞ্জ উপেক্ষা করে এই বার্তাই দিতে চেয়েছে তারা ৷

ডিজিটালি এই স্টেডিয়ামের উদ্বোধনের সময় কোরোনা যোদ্ধাদের উদ্দেশে 60 মিনিটের অনুষ্ঠান হয় ৷ এছাড়া কোরোনা পরবর্তী বিশ্বে খেলাধুলো, মানসিক স্বাস্থ্য ও সমর্থকদের অভিজ্ঞতা নিয়েও আলোচনা করা হয় ৷ অনুষ্ঠানে ছিলেন FIFA-র টেকনিকাল ডিরেক্টর ও আর্সেনালের প্রাক্তন কোচ আর্সেন ওয়েঙ্গার ৷ এছাড়াও ছিলেন বুন্দেশলিগার CEO ক্রিশ্চিয়ান সেফার্ট ও বেলজিয়ামের কোচ রবের্তো মার্টিনেজ ৷

খেলার জন্য প্রস্তুত 80 হাজার আসন বিশিষ্ট নিউ এডুকেশন সিটি স্টেডিয়াম ৷ কাতার বিশ্বকাপের জন্য মোট আটটি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে ৷

কাতার, 16 জুন: বিশ্বজুড়ে পরিস্থিতি যাই হোক, 2022 বিশ্বকাপ আয়োজন নিয়ে ঢিলেমি দিতে রাজি নয় কাতার ৷ বিশ্বকাপ এখনও দু'বছর বাকি ৷ তার আগেই প্রস্তুত হয়ে গেল বিশ্বকাপের তৃতীয় স্টেডিয়াম ৷ ইতিমধ্যেই এই স্টেডিয়ামের উদ্বোধনও হয়ে হয়েছে ৷

কোরোনা আতঙ্ক কাটিয়ে মাঠে ফিরেছে ফুটবল ৷ লা লিগা, বুন্দেশলিগা শুরু হয়েছে ৷ বিশ্বের বাকি জনপ্রিয় ফুটবল লিগগুলিও ফেরার অপেক্ষায় ৷ তার মাঝে তৃতীয় স্টেডিয়াম প্রস্তুত করে কোরোনায় যুঝতে থাকা দুনিয়াকে বার্তা দিতে চেয়েছে কাতার ৷ ভাইরাসের আতঙ্ক কাটিয়ে খুব শীঘ্রই ফিরবে ফুটবল ৷ প্যানডেমিকের চ্যালেঞ্জ উপেক্ষা করে এই বার্তাই দিতে চেয়েছে তারা ৷

ডিজিটালি এই স্টেডিয়ামের উদ্বোধনের সময় কোরোনা যোদ্ধাদের উদ্দেশে 60 মিনিটের অনুষ্ঠান হয় ৷ এছাড়া কোরোনা পরবর্তী বিশ্বে খেলাধুলো, মানসিক স্বাস্থ্য ও সমর্থকদের অভিজ্ঞতা নিয়েও আলোচনা করা হয় ৷ অনুষ্ঠানে ছিলেন FIFA-র টেকনিকাল ডিরেক্টর ও আর্সেনালের প্রাক্তন কোচ আর্সেন ওয়েঙ্গার ৷ এছাড়াও ছিলেন বুন্দেশলিগার CEO ক্রিশ্চিয়ান সেফার্ট ও বেলজিয়ামের কোচ রবের্তো মার্টিনেজ ৷

খেলার জন্য প্রস্তুত 80 হাজার আসন বিশিষ্ট নিউ এডুকেশন সিটি স্টেডিয়াম ৷ কাতার বিশ্বকাপের জন্য মোট আটটি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.