ETV Bharat / sports

সালভো চামারোকে ছেড়ে দিল মোহনবাগানে - mohunbagan

সালভো চামারোকে ছেড়ে দিল মোহনবাগান ৷ পরিবর্ত হিসাবে আসতে চলেছেন হংকং প্রিমিয়ার লিগে খেলা জর্জে ওর্তে গার্সিয়া ৷

image
সালভো চামারো
author img

By

Published : Dec 14, 2019, 5:45 PM IST

Updated : Dec 14, 2019, 9:35 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর : সালভো চামারোর সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে নিল মোহনবাগান । শনিবার ক্লাবের পক্ষ থেকে চামারোকে ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয় ৷ বার্সেলোনার বি দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন স্প্যানিশ স্ট্রাইকার মরশুমটা শুরু করেছিলেন দুরন্ত ভাবে ৷ তবে সময় যত এগিয়েছে ততই স্কোরিং বুট হারিয়ে ফেলেছেন তিনি । তারপর চোট পেয়ে অবস্থা এতটাই জটিল, যে ট্রাও FC-র বিরুদ্ধে সালভো চামারোকে প্রথম আঠারোতে রাখেননি মোহনবাগান কোচ কিবু ভিকুনা ।

জানুয়ারিতে আই লিগের দলবদলের সেকেন্ড উইন্ডো খুলছে । সেই সময় বেশ কয়েকজন ফুটবলার পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন মোহনবাগানের হেডস্যার । সেই তালিকায় সালভো চামারোর নাম ছিল একেবারে প্রথমে । শোনা যাচ্ছে ত্রিনিদাদ টোবাগোর ডিফেন্ডার সাইরাসকেও ছেড়ে দিতে পারে মোহনবাগান ৷


সবুজ-মেরুন শিবিরে অঙ্কটা এখনও বেশ জটিল ৷ 22 নভেম্বর আই লিগের প্রথম ডার্বি । সেই ম্যাচের পারফরম্যান্সেই মোহনবাগানে দলবদলের অঙ্ক নির্ভর করবে । ডার্বিতে প্রথম এগারোয় স্প্যানিশ স্ট্রাইকারকে নামানো নিয়েও কথা হয় ৷ মনে করা হয়েছিল ইস্টবেঙ্গল রক্ষণে চাপ বাড়াতে ডার্বি পর্যন্ত রেখে দেওয়া হবে চামারোকে ৷ কিন্তু এদিনই ক্লাবের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হল তাঁকে ৷


চামারোর পরিবর্তনও ঠিক করে ফেলেছে মোহনবাগান কর্তারা ৷ বর্তমানে হংকং প্রিমিয়ার লিগে পেগাসাসের হয়ে খেলা জর্জে ওর্তে গার্সিয়াই হতে চলেছেন চামারোর পরিবর্ত । 26 বছরের এই স্ট্রাইকারের রিয়াল জারাগোজার হয়ে খেলার অভিজ্ঞতা আছে । ট্রাও ম্যাচে চার গোলে জয়ের রেশ কাটিয়ে মোহনবাগান এখন গোকুলাম FC ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত । কোচ কিবু ভিকুনা ইতিমধ্যে জানিয়েছেন, চার্চিল ম্যাচে তারা হারলেও ভালো খেলেছেন । ওই ম্যাচের পারফরম্যান্সের পুনরাবৃত্তি চাইছেন কিবু ।

কলকাতা, 14 ডিসেম্বর : সালভো চামারোর সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে নিল মোহনবাগান । শনিবার ক্লাবের পক্ষ থেকে চামারোকে ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয় ৷ বার্সেলোনার বি দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন স্প্যানিশ স্ট্রাইকার মরশুমটা শুরু করেছিলেন দুরন্ত ভাবে ৷ তবে সময় যত এগিয়েছে ততই স্কোরিং বুট হারিয়ে ফেলেছেন তিনি । তারপর চোট পেয়ে অবস্থা এতটাই জটিল, যে ট্রাও FC-র বিরুদ্ধে সালভো চামারোকে প্রথম আঠারোতে রাখেননি মোহনবাগান কোচ কিবু ভিকুনা ।

জানুয়ারিতে আই লিগের দলবদলের সেকেন্ড উইন্ডো খুলছে । সেই সময় বেশ কয়েকজন ফুটবলার পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন মোহনবাগানের হেডস্যার । সেই তালিকায় সালভো চামারোর নাম ছিল একেবারে প্রথমে । শোনা যাচ্ছে ত্রিনিদাদ টোবাগোর ডিফেন্ডার সাইরাসকেও ছেড়ে দিতে পারে মোহনবাগান ৷


সবুজ-মেরুন শিবিরে অঙ্কটা এখনও বেশ জটিল ৷ 22 নভেম্বর আই লিগের প্রথম ডার্বি । সেই ম্যাচের পারফরম্যান্সেই মোহনবাগানে দলবদলের অঙ্ক নির্ভর করবে । ডার্বিতে প্রথম এগারোয় স্প্যানিশ স্ট্রাইকারকে নামানো নিয়েও কথা হয় ৷ মনে করা হয়েছিল ইস্টবেঙ্গল রক্ষণে চাপ বাড়াতে ডার্বি পর্যন্ত রেখে দেওয়া হবে চামারোকে ৷ কিন্তু এদিনই ক্লাবের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হল তাঁকে ৷


চামারোর পরিবর্তনও ঠিক করে ফেলেছে মোহনবাগান কর্তারা ৷ বর্তমানে হংকং প্রিমিয়ার লিগে পেগাসাসের হয়ে খেলা জর্জে ওর্তে গার্সিয়াই হতে চলেছেন চামারোর পরিবর্ত । 26 বছরের এই স্ট্রাইকারের রিয়াল জারাগোজার হয়ে খেলার অভিজ্ঞতা আছে । ট্রাও ম্যাচে চার গোলে জয়ের রেশ কাটিয়ে মোহনবাগান এখন গোকুলাম FC ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত । কোচ কিবু ভিকুনা ইতিমধ্যে জানিয়েছেন, চার্চিল ম্যাচে তারা হারলেও ভালো খেলেছেন । ওই ম্যাচের পারফরম্যান্সের পুনরাবৃত্তি চাইছেন কিবু ।

Intro:সালভো চামারোর বিদায় এখন সময়ের অপেক্ষা। বার্সেলোনার বি দলের খেলার অভিঞ্জতা সম্পন্ন স্প্যানিশ স্ট্রাইকার মরসুমটা আশা জাগিয়ে শুরু করলেও সময় যত এগিয়েছে ততই স্কোরিং বুট হারিয়ে ফেলেছেন তিনি।এর ওপর চোট পেয়ে অবস্থা এতটাই জটিল ট্রাও এফসির বিরুদ্ধে সালভো চামারোকে প্রথম আঠারো তে রাখেননি মোহনবাগান কোচ কিবু ভিকুনা।ইতিমধ্যে স্প্যানিশ স্ট্রাইকারকে সরিয়ে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট এর সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলছেন, সিদ্ধান্ত চূড়ান্ত।এখন স্প্যানিশ স্ট্রাইকারের সঙ্গে পাওনা নিয়ে বোঝাপড়া চলছে।জানুয়ারিতে আই লিগের দলবদলের সেকেন্ড উইন্ডো খুলছে। সেই সময় বেশ কয়েকজন ফুটবলার পরিবর্তন করা হবে বলে কোচ জানিয়েছেন।সেই তালিকায় সালভো চামারো প্রথম নাম।শোনা যাচ্ছে ত্রিনিদাদ টোবাগোর ডিফেন্ডার সাইরাসকে ছেড়ে দিতে পারে বলে খবর।এবং সবুজ মেরুন তাবুতে কান পাতলে তা জোরালে ভাবে শোনা যাচ্ছে। 22নভেম্বর আই লিগের প্রথম ডার্বি।সেই ম্যাচের পারফরম্যান্সে সবুজ মেরুনে র দলবদলের অঙ্ক নির্ভর করবে।
এখন প্রশ্ন হল,সালভো চামারোর পরিবর্ত কে?ডার্বিতে কি তাকে নামানো হবে।
ইস্টবেঙ্গল রক্ষণে চাপ বাড়াতে সবুজ মেরুন এর একাংশ তাকে নামানোর পক্ষে।তবে তাদের সংখ্যা কম। সিংহভাগ বলছেন ঘর বাচিয়ে আক্রমনে যাওয়ার নীতি নেওয়া উচিত কিবু ভিকুনার।এবং তার মহড়া 16ডিসেম্বর গোকুলাম ম্যাচ থেকে করা উচিত।
সালভো চামারোর পরিবর্তে মোহনবাগানে আসতে চলেছেন।জর্জে ওর্তে গার্সিয়া। তিনি হংকং প্রিমিয়ার লিগে পেগাসাসের হয়ে খেলছেন। 26বছরের স্ট্রাইকারের রিয়াল জারাগোজার হয়ে খেলার অভিঞ্জতা রয়েছে।খেলার মধ্যে রয়েছেন, তাই পা দিয়ে মানিয়ে নিতে সমস্যা হবে না বলে বাগান টিম ম্যানেজমেন্ট মনে করছে।
ট্রাও ম্যাচে চার গোলে জয়ের রেশ কাটিয়ে মোহনবাগান এখন গোকুলাম এফসি ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত।কোচ কিবু ভিকুনা ইতিমধ্যে বলেছেন চার্চিল ম্যাচে তারা হারলেও ভালো খেলেছেন।ওই ম্যাচের পারফরম্যান্সে র পুনরাবৃত্তি চাইছেন।তবে গোলমুখে ব্যর্থতা এড়ানোর আবেদন করেছেন।


Body:মোহনবাগান


Conclusion:
Last Updated : Dec 14, 2019, 9:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.