কলকাতা, 29 মার্চ : কোরোনা নিয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন দেশবাসী ৷ এই সময় সাহায্যের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিও জরুরি । সেই কাজটিই করল সুন্দরবন চোরাডাকাতিয়া মোহনবাগান ফ্যানস ক্লাব । অন্যদিকে একইভাবে ইস্টবেঙ্গল সমর্থকরাও সমাজের পাশে দাঁড়ানোর কাজে উদ্যোগী ৷
আজ কোরোনা নিয়ে প্রচার ও গ্রামের টিউবওয়েলগুলোকে পরিষ্কার করে দেন সবুজ মেরুন ফ্যান ক্লাবের সদস্যরা । কোরোনা ভাইরাস নিয়ে গ্রামের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং কী করা উচিৎ তার প্রাথমিক ধারণা সবার সামনে তুলে ধরার চেষ্টা করেন তাঁরা । ফুটবল মাঠে প্রিয় দলের খেলার সমর্থনই শুধু নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও সবুজ মেরুন সমর্থকরা এগিয়ে তা বোঝাতেই এই উদ্যোগ ।
অন্যদিকে মানবিক ইস্টবেঙ্গল সমর্থকরাও ৷ রবিবার তারা ময়দানের বিভিন্ন ক্লাব তাঁবুতে আটকে পড়া মাঠকর্মীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় । নব্বই মিনিটের যুদ্ধ ভুলে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে মোহনবাগানের মাঠকর্মীদেরও হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল । তবে শুধু মোহনবাগান নয়, মহমেডান, উঁয়াড়ি, গীয়ার, রেফারি তাঁবু সহ ময়দানের প্রায় সব ক্লাবের মাঠ কর্মীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ।
এদিকে মুখ্যমন্ত্রীর স্টেট ইমার্জেন্সি ফাণ্ডে অর্থ দান করার যে উদ্যোগ CAB নিয়েছিল তা অব্যাহত । অনুমোদিত সংস্থা,কমিটির সদস্য প্রাক্তন ক্রিকেটার এবং মাঠকর্মীরা তাদের সাধ্যমতো অর্থ ত্রাণ তহবিলে দান করছেন ।