ইম্ফল, 1 মার্চ : বাবাদিওয়াড়াতে রক্ষা নেই বেইটিয়া-ফ্রান গঞ্জালেস দোসর । ট্রাও FC-কে 3-1 গোলে হারিয়ে আই লিগ কার্যত মুঠোয় পুরে ফেলল মোহনবাগান ।
খেলা শুরুর প্রথম 30 মিনিটের মধ্যে তিন গোল করে ফেলায় পরবর্তী সময়ে গোল সংখ্যা কত বাড়তে পারে সেটাই ছিল জল্পনা । আই লিগের পয়েন্ট টেবিলে ট্রাও FC নয় নম্বরে । 15 ম্যাচে 16 পয়েন্ট পাওয়া দল মোহনবাগানের বিরুদ্ধে তেমন লড়াই দিতে পারবে না বলে মনে করেছিলেন বিশেষজ্ঞরা । তাই মোহনবাগানের জয় ছিল সময়ের অপেক্ষা ৷ কিবু ভিকুনার দলে জোসেবা বেইটিয়া চালিকাশক্তি । তার নির্ভুল পাস জালে জড়ানোর কাজ অভ্যাসে পরিণত করেছেন পাপা বাবাদিওয়াড়া । রবিবার অবশ্য মোহনবাগানের স্কোরবোর্ড চালু করেন ফ্রান গঞ্জালেস । 14 মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্প্যানিশ মিডিও আই লিগে দশ গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে সবার আগে চলে গেলেন ।
ম্যাচের প্রথম থেকে খেলার রাশ তুলে নিয়েছিল মোহনবাগান । 14 মিনিটে প্রথম গোল সেই দাপটের ফসল । আট মিনিট পরে ফের এগিয়ে যায় সবুজ মেরুন । এবার গোলদাতা জোসেবা বেইটিয়া । পারফরম্যান্সে সদস্য সমর্থকদের ভালোবাসার প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন । ট্রাওয়ের বিরুদ্ধে গোল করে এবং করিয়ে স্প্যানিশ মিডিও প্রতিশ্রুতি রক্ষা করলেন । তেইশ মিনিটে মোহনবাগানের হয়ে তৃতীয় গোল পাপা বাবাদিওয়াড়ার ।
আধঘণ্টার মধ্যে তিন গোলে পিছিয়ে পড়ে খেলায় ফেরার মরিয়া চেষ্টা করে ট্রাও FC ৷ 35 মিনিটে উইলিয়ামস ব্যবধান কমালেও তা মোহনবাগানের আধিপত্য খর্ব করতে পারেনি । বিরতির পরে ফের খেলার রাশ তুলে নেয় মোহনবাগান । একাধিক আক্রমণ হানলেও গোলমুখে ব্যর্থতা ব্যবধান বাড়াতে দেয়নি । 70 মিনিটে তুর্সনোভ লাল কার্ড দেখেন । বাকি কুড়ি মিনিট প্রতিপক্ষকে দশজনে পেলেও ট্রাও তা কাজে লাগাতে ব্যর্থ ।
মোহনবাগানের পরের প্রতিপক্ষ চেন্নাই সিটি FC ৷ ঘরের মাঠে জয়ের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি খেতাব নিশ্চিত করতে চান কিবু ভিকুনা ।