ETV Bharat / sports

Mohammedan Starts with a win : জয় দিয়ে আই লিগ শুরু মহমেডান স্পোর্টিংয়ের - Mohammedan Starts with a win

সুদেভা দিল্লি এফসি-কে 2-1 গোলে পরাজিত করে জয় দিয়ে আইলিগের যাত্রা শুরু করল মহমেডান স্পোর্টিং । গোল পেলেন মার্কোস জোসেফ এবং শেখ ফৈয়াজ ৷ অন্যদিকে সুদেভার হয়ে একমাত্র গোলটি করেন অভিজিত সরকার(Mohammedan Sporting Starts their I-League journey with a win ) ।

mohamedan
জয় দিয়ে আই লিগ শুরু মহমেডান স্পোর্টিংয়েয়
author img

By

Published : Dec 27, 2021, 10:45 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর : আইলিগের প্রথম ম্যাচেই সুদেভা দিল্লি এফসি-কে 2-1 গোলে হারাল মহমেডান স্পোর্টিং। অপেক্ষাকৃত অনভিজ্ঞ সুদেভার বিরুদ্ধে দাপটের সঙ্গে খেলতে দেখা গেল মার্কোস জোসেফ, শেখ ফৈয়াজদের । তবে জিতলেও নিকোলার চোট এবং স্ট্রাইকারদের সুযোগ নষ্ট করা এই দুই চিন্তায় রাখবে সাদা-কালো কোচ আন্দ্রে চেরনিশভকে (Mohammedan Sporting Starts their I-League journey with a win )।

সোমবার ম্যাচের 13 মিনিটের মাথাতেই ফৈয়াজের গোলে এগিয়ে যায় মহমেডান । ডানদিক থেকে উঠে আসা নিকোলার করা ক্রস থেকে হেড করে বল জালে জড়িয়ে দেন ফৈয়াজ। সুদেভার কোনও ফুটবলারই তাঁকে মার্ক করতে পারেননি । কার্যত বিনা বাধাতেই মহমেডানকে এগিয়ে দেন বাংলার এই ফুটবলার । প্রথমার্ধে এরপরও গোলসংখ্যা বাড়ানোর সুযোগ এসে গিয়েছিল মহমেডান ফুটবলারদের সামনে । তবে গোল আসেনি । সুদেভাও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল ঠিকই তবে গোলের মুখ খুলে সমতা ফেরাতে পারেনি তারা ।

আরও পড়ুন :জিতে অভিযান শুরু গোকুলামের, অভিষেক ম্যাচেই হারল রাজস্থান ইউনাইটেড

বদলে 53 মিনিটে মহমেডানের হয়ে ফের ব্যবধান বাড়ান মার্কোস জোসেফ । ব্র্যান্ডনের বাড়ানো বল পাওয়ার পর আজাহারউদ্দিন মল্লিকের সঙ্গে ওয়ান টু খেলে বক্সের মাথা থেকে গোলার মত শটে গোল করে যান ত্রিনিদাদ টোবাগোর এই স্ট্রাইকার । সংযুক্ত সময়ে বক্সের মাথা থেকে দারুন শটে গোল করে ব্যবধান কমান সুদেভার অভিজিৎ সরকার । তবে তাতে ম্যাচের স্কোর বদলালেও ফল বদলায়নি । তবে শুরুটা জয় দিয়ে হলেও চোট আঘাত এবং ধারাবাহিকতার অভাবই মহমেডান স্পোর্টিংয়ের বড় সমস্যা । এবার সেটা কাটিয়ে ওঠাই পাখির চোখ কোচের । না হলে কলকাতা লিগ খেতাব নিয়েই সন্তুষ্ট থাকতে হবে সাদা কালো ব্রিগেডকে । আই লিগ জিতে আইএসএল খেলার স্বপ্নও থেকে যাবে অধরাই । যদিও পথ অনেক বাকি ৷

কলকাতা, 27 ডিসেম্বর : আইলিগের প্রথম ম্যাচেই সুদেভা দিল্লি এফসি-কে 2-1 গোলে হারাল মহমেডান স্পোর্টিং। অপেক্ষাকৃত অনভিজ্ঞ সুদেভার বিরুদ্ধে দাপটের সঙ্গে খেলতে দেখা গেল মার্কোস জোসেফ, শেখ ফৈয়াজদের । তবে জিতলেও নিকোলার চোট এবং স্ট্রাইকারদের সুযোগ নষ্ট করা এই দুই চিন্তায় রাখবে সাদা-কালো কোচ আন্দ্রে চেরনিশভকে (Mohammedan Sporting Starts their I-League journey with a win )।

সোমবার ম্যাচের 13 মিনিটের মাথাতেই ফৈয়াজের গোলে এগিয়ে যায় মহমেডান । ডানদিক থেকে উঠে আসা নিকোলার করা ক্রস থেকে হেড করে বল জালে জড়িয়ে দেন ফৈয়াজ। সুদেভার কোনও ফুটবলারই তাঁকে মার্ক করতে পারেননি । কার্যত বিনা বাধাতেই মহমেডানকে এগিয়ে দেন বাংলার এই ফুটবলার । প্রথমার্ধে এরপরও গোলসংখ্যা বাড়ানোর সুযোগ এসে গিয়েছিল মহমেডান ফুটবলারদের সামনে । তবে গোল আসেনি । সুদেভাও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল ঠিকই তবে গোলের মুখ খুলে সমতা ফেরাতে পারেনি তারা ।

আরও পড়ুন :জিতে অভিযান শুরু গোকুলামের, অভিষেক ম্যাচেই হারল রাজস্থান ইউনাইটেড

বদলে 53 মিনিটে মহমেডানের হয়ে ফের ব্যবধান বাড়ান মার্কোস জোসেফ । ব্র্যান্ডনের বাড়ানো বল পাওয়ার পর আজাহারউদ্দিন মল্লিকের সঙ্গে ওয়ান টু খেলে বক্সের মাথা থেকে গোলার মত শটে গোল করে যান ত্রিনিদাদ টোবাগোর এই স্ট্রাইকার । সংযুক্ত সময়ে বক্সের মাথা থেকে দারুন শটে গোল করে ব্যবধান কমান সুদেভার অভিজিৎ সরকার । তবে তাতে ম্যাচের স্কোর বদলালেও ফল বদলায়নি । তবে শুরুটা জয় দিয়ে হলেও চোট আঘাত এবং ধারাবাহিকতার অভাবই মহমেডান স্পোর্টিংয়ের বড় সমস্যা । এবার সেটা কাটিয়ে ওঠাই পাখির চোখ কোচের । না হলে কলকাতা লিগ খেতাব নিয়েই সন্তুষ্ট থাকতে হবে সাদা কালো ব্রিগেডকে । আই লিগ জিতে আইএসএল খেলার স্বপ্নও থেকে যাবে অধরাই । যদিও পথ অনেক বাকি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.