ETV Bharat / sports

CFL 2021 : টানা হার, মহমেডান স্পোর্টিংয়ে ফিরছে পুরানো রোগ - বিএসএস

প্রথমার্ধে একের পর এক আক্রমণে ম্যাচের রাশ নিজেদের দিকে টেনে নিয়েছিল সাদা কালো শিবির । 16 মিনিটে নিকোলাস এবং 29 মিনিটে মিলন সিংয়ের শট অসাধারণ তৎপরতায় বাঁচান বিএসএস গোলরক্ষক প্রিয়ন্ত সিং । প্রাক্তন দলের বিরুদ্ধে বেলঘরিয়ার প্রিয়ন্ত কার্যত পাহাড় হয়ে উঠেছিলেন ।

CFL 2021
CFL 2021
author img

By

Published : Sep 21, 2021, 8:21 AM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর : মহমেডান স্পোর্টিংয়ে ফিরছে পুরানো রোগ । ডুরান্ড কাপে প্রাথমিক পর্বের শেষ ম্যাচে হারের পর কলকাতা প্রিমিয়ার লিগে জোড়া হার ৷ ধারাবাহিকতার অভাবের পুরানো রোগ ফের মাথাচাড়া দিয়ে উঠেছে রেড রোডের ধারের শতাব্দী প্রাচীন ক্লাবে । সোমবার বৃষ্টিস্নাত কলকাতা শহরে প্রিমিয়ার লিগের ম্যাচে 0-1 গোলে বিএসএসের কাছে হারল মহমেডান স্পোর্টিং । গোলদাতা বিএসএসের দীপক কুমার রজক । ম্যাচের সেরা হলেন বিএসএস গোলরক্ষক প্রিয়ন্ত সিং ।

টানা ম্যাচ খেলার ক্লান্তির কথা মহমেডান স্পোর্টিংয়ের কোচ আন্দ্রেইর মুখে শোনা গিয়েছিল । তবে তা কখনও অজুহাত হিসেবে দেখতে তিনি রাজি ছিলেন না । বরং সবকিছু ভুলে দলের ছেলেরা প্রত্যাশিত ফুটবল খেলবে এটাই ছিল আশা । গত ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে শুরুতে দুটো গোলের ধাক্কা সামলাতে পারেনি সাদা কালো শিবির । সোমবার বিএসএসের বিরুদ্ধে মহমেডান গোল হজম করল ম্যাচের অতিরিক্ত সময়ের দুই মিনিটে ।

আরও পড়ুন : ATK Mohun Bagan : দু’ঘণ্টা দেরিতে পৌঁছলেন প্রীতমরা, তাসখন্দের ঠান্ডায় খুশি এটিকে-মোহনবাগান

প্রথমার্ধে একের পর এক আক্রমণে ম্যাচের রাশ নিজেদের দিকে টেনে নিয়েছিল সাদা কালো শিবির । 16 মিনিটে নিকোলাস এবং 29 মিনিটে মিলন সিংয়ের শট অসাধারণ তৎপরতায় বাঁচান বিএসএস গোলরক্ষক প্রিয়ন্ত সিং । প্রাক্তন দলের বিরুদ্ধে বেলঘরিয়ার প্রিয়ন্ত কার্যত পাহাড় হয়ে উঠেছিলেন । ম্যাচের সেরাও হন তিনি । 34 মিনিটে মহমেডানের ফৈয়াজের গোল অফসাইডের কারণে বাতিল হয় ।
বিরতির পরে দুই দল বৃষ্টি ভেজা ভারী মাঠে সেভাবে নজর কাড়া ফুটবল খেলতে পারেনি । বরং বলা যায় গোলশূন্য ড্র এই ম্যাচের ললাট লিখন । শেষ মিনিটের গোলে পরাজয়ে হতাশ মহমেডান কোচ আন্দ্রেই । তিনি বলেছেন, "আমরা লড়াই করেছি । ফুটবলাররা নিজেদের নিংড়ে দিলেও গোলের মুখ খোলা যায়নি ।" তাঁর মতে ফুটবলে সবসময় শক্তিশালী প্রতিপক্ষ জয়ী হয় না । তাদের সামনে সুযোগ রয়েছে এবং তা কাজে লাগানোর চেষ্টা করবেন ।

মহমেডান স্পোর্টিং এবার ডুরান্ড কাপে গোকুলাম কেরালার বিরুদ্ধে 23 সেপ্টেম্বর মাঠে নামবে । নকআউট ম্যাচের আগে ছন্দহীন রয়েছে দল । তাতেই কোচ আন্দ্রেই শেরনভের কাজ কঠিন হয়ে যাচ্ছে ।

কলকাতা, 21 সেপ্টেম্বর : মহমেডান স্পোর্টিংয়ে ফিরছে পুরানো রোগ । ডুরান্ড কাপে প্রাথমিক পর্বের শেষ ম্যাচে হারের পর কলকাতা প্রিমিয়ার লিগে জোড়া হার ৷ ধারাবাহিকতার অভাবের পুরানো রোগ ফের মাথাচাড়া দিয়ে উঠেছে রেড রোডের ধারের শতাব্দী প্রাচীন ক্লাবে । সোমবার বৃষ্টিস্নাত কলকাতা শহরে প্রিমিয়ার লিগের ম্যাচে 0-1 গোলে বিএসএসের কাছে হারল মহমেডান স্পোর্টিং । গোলদাতা বিএসএসের দীপক কুমার রজক । ম্যাচের সেরা হলেন বিএসএস গোলরক্ষক প্রিয়ন্ত সিং ।

টানা ম্যাচ খেলার ক্লান্তির কথা মহমেডান স্পোর্টিংয়ের কোচ আন্দ্রেইর মুখে শোনা গিয়েছিল । তবে তা কখনও অজুহাত হিসেবে দেখতে তিনি রাজি ছিলেন না । বরং সবকিছু ভুলে দলের ছেলেরা প্রত্যাশিত ফুটবল খেলবে এটাই ছিল আশা । গত ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে শুরুতে দুটো গোলের ধাক্কা সামলাতে পারেনি সাদা কালো শিবির । সোমবার বিএসএসের বিরুদ্ধে মহমেডান গোল হজম করল ম্যাচের অতিরিক্ত সময়ের দুই মিনিটে ।

আরও পড়ুন : ATK Mohun Bagan : দু’ঘণ্টা দেরিতে পৌঁছলেন প্রীতমরা, তাসখন্দের ঠান্ডায় খুশি এটিকে-মোহনবাগান

প্রথমার্ধে একের পর এক আক্রমণে ম্যাচের রাশ নিজেদের দিকে টেনে নিয়েছিল সাদা কালো শিবির । 16 মিনিটে নিকোলাস এবং 29 মিনিটে মিলন সিংয়ের শট অসাধারণ তৎপরতায় বাঁচান বিএসএস গোলরক্ষক প্রিয়ন্ত সিং । প্রাক্তন দলের বিরুদ্ধে বেলঘরিয়ার প্রিয়ন্ত কার্যত পাহাড় হয়ে উঠেছিলেন । ম্যাচের সেরাও হন তিনি । 34 মিনিটে মহমেডানের ফৈয়াজের গোল অফসাইডের কারণে বাতিল হয় ।
বিরতির পরে দুই দল বৃষ্টি ভেজা ভারী মাঠে সেভাবে নজর কাড়া ফুটবল খেলতে পারেনি । বরং বলা যায় গোলশূন্য ড্র এই ম্যাচের ললাট লিখন । শেষ মিনিটের গোলে পরাজয়ে হতাশ মহমেডান কোচ আন্দ্রেই । তিনি বলেছেন, "আমরা লড়াই করেছি । ফুটবলাররা নিজেদের নিংড়ে দিলেও গোলের মুখ খোলা যায়নি ।" তাঁর মতে ফুটবলে সবসময় শক্তিশালী প্রতিপক্ষ জয়ী হয় না । তাদের সামনে সুযোগ রয়েছে এবং তা কাজে লাগানোর চেষ্টা করবেন ।

মহমেডান স্পোর্টিং এবার ডুরান্ড কাপে গোকুলাম কেরালার বিরুদ্ধে 23 সেপ্টেম্বর মাঠে নামবে । নকআউট ম্যাচের আগে ছন্দহীন রয়েছে দল । তাতেই কোচ আন্দ্রেই শেরনভের কাজ কঠিন হয়ে যাচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.