ETV Bharat / sports

সন্ধ্যায় সুনীল, রাতে রোনাল্ডো-এমবাপে ; বাঙালির ড্রয়িংরুংমে আজ 'খেলা হবে' - ব্রাত্য বসু

শত ব্যস্ততার মধ্যেও আজ টিভির সামনে বসে পড়ার ইচ্ছে রয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ৷ কলকাতায় না থাকলেও ফুটবলের উত্তাপে মজেছেন পরিচালক সুজিত সরকার ৷ মানস ভট্টাচার্য, মেহতাব হোসেনরাও তৈরি ৷

football
football
author img

By

Published : Jun 15, 2021, 6:09 PM IST

কলকাতা, 15 জুন : প্রয়াত সুবীর সেনের জনপ্রিয় গানের কলি "কথায় কথায় যে রাত বয়ে যায় / কী কথা রাখলে বাকি ।" মঙ্গলবার সন্ধ্যায় সেই গানের সুরে অন্য কথা বসিয়ে ভাঁজছেন ফুটবলপ্রেমীরা । তাদের কথায় এমন বিরল যোগ ফুটবলবিশ্বে কম এসেছে । তাই প্যারোডির ঢঙে গাওয়া হচ্ছে, "ফুটবলে ফুটবলে যে রাত বয়ে যায়/ কী খেলা রাখলে বাকি ।"

মঙ্গলবার সন্ধ্যায় প্রাক বিশ্বকাপ ম্যাচে ভারত ও আফগানিস্তান ম্যাচ দিয়ে আচমন করে ইউরোর দুটি (euro 2021) ম্যাচে চোখ রাখতে প্রস্তুত বাংলার ফুটবলপ্রেমীরা । সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ভোররাত পর্যন্ত ফুটবলময় থাকবে কলকাতা তথা বাংলার ড্রয়িংরুম । শুরুটা ঘরের ছেলে সুনীল ছেত্রীকেই (Sunil Chettri) দিয়েই হোক ৷ তারপর একে একে মাঠে নামবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Christiano Ronaldo), কিলিয়ান এমবাপে, পল পগবারা ৷ কোনটা ছেড়ে কোনটা দেখবেন ৷ রাত সাড়ে নটা নাগাদ ইউরোতে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল ৷ প্রতিপক্ষ হাঙ্গেরি ৷ এরপর সাড়ে বারোটা নাগাদ শুরু বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও জোয়াকিম লোর জার্মানির ম্যাচ ৷ সব মিলিয়ে ফুটবলের উত্তাপে মজবে আপামর বাঙালি ৷

ব্যস্ততা সামলে ফুটবলে চোখ রাখার ইচ্ছে রয়েছে মন্ত্রী ব্রাত্য বসুর
ব্যস্ততা সামলে ফুটবলে চোখ রাখার ইচ্ছে রয়েছে মন্ত্রী ব্রাত্য বসুর

ইস্টবেঙ্গল সমর্থক, নাট্যকার, চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, রাজ্যের শিক্ষামন্ত্রী যে নামেই অভিহিত হোন না কেন ব্রাত্য বসু (Bratya Basu) একজন ফুটবলপ্রেমী । অনেক চেষ্টার পরে তাঁকে ফোনে পাওয়া গেল ৷ ফুটবলের এই বিরল যোগ সম্পর্কে তাঁর বক্তব্য, "দেখুন ব্যস্ততা সবদিক থেকে বেড়েছে । কোভিড পরিস্থিতির মধ্যে আমরা । সবকিছু সামলাতে সারাদিন ব্যস্ত থাকতে হয় । তার মাঝে ফুটবল আমাকে আজও টানে । কাল মাঝমাঠ থেকে করা অবিশ্বাস্য গোল বা মেসির বাঁক খাওয়ানো ফ্রি কিকে গোল দেখেছি । তবে ম্যাচের সময় টিভির সামনে বসেছিলাম বলব না । ব্যস্ততার কারণে হয়নি, তবে বিভিন্ন মাধ্যমে দেখেছি । আজ তো ফ্রান্স এবং জার্মানির খেলা । রোনাল্ডোর পর্তুগালের বিরুদ্ধে হাঙ্গেরি খেলবে । ভারতের খেলাও রয়েছে । দেখা যাক সময় বের করতে পারি কি না।"

আজ টিভির সামনে থেকে নড়বেন না মেহতাব
আজ টিভির সামনে থেকে নড়বেন না মেহতাব

ফুটবল পরিসংখ্যানবিদ কুশল চক্রবর্তী বলছেন, তিনি মজে রয়েছেন ফুটবল উৎসবে । প্রতিটি খুঁটিনাটি লিখে রাখছেন তার বিখ্যাত খেরোর খাতায় । "সারাদিন যখনই সময় পাই ইন্টারনেটে খেলা দেখি । সন্ধ্যায় ভারতের খেলায় চোখ রাখার পাশাপাশি ইউরো কাপ দেখব । সাড়ে নটায় রোনাল্ডোদের খেলাটা দেখব । তারপর হয়ত ফ্রান্স-জার্মানির খেলাটা দেখা হবে না । তবে সকালে হাইলাইটস দেখব । টানা রাত জাগা শারীরিক কারণে সম্ভব নয় ।" তিনি বলেছেন, "তবে ফুটবল প্রেমীদের কাছে আজকের দিনটা সত্যিই বিশেষ । সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত দেশের খেলা, ইউরোপিয়ান ফুটবলের স্বাদ, লাতিন আমেরিকার ফুটবলের সাক্ষী থাকার সুযোগ একসঙ্গে তো সবসময় হয় না ৷" বলছিলেন কুশল চক্রবর্তী ৷ নিউইয়র্কে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনায় ব্যস্ত যাদবপুরের ব্রত চক্রবর্তী । সামনে পরীক্ষা ৷ প্রস্তুতির ফাঁকে লিওনেল মেসির খেলায় চোখ রেখেছিলেন । বাঁক খাওয়ানো ফ্রি কিকে মেসির গোল এখনও চোখে ভাসছে ব্রতর ।

ফুটবলের উত্তেজনায় ফুটছেন পরিচালক সুজিত সরকার
ফুটবলের উত্তেজনায় ফুটছেন পরিচালক সুজিত সরকার

আরও পড়ুন : Christian Eriksen : ‘এখন ভাল আছি’, ছবি শেয়ার করে বার্তা এরিকসনের

হাতের কাজ শেষ করে সন্ধ্যা নামতেই টিভির সামনে বসে পড়বেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন (Mehtab Hossain) ৷ তিনি বলছেন, "আজ ড্র করলেই এশিয়ান কাপে জায়গা পাকা হবে ভারতের । আশা করি সুনীল ছেত্রীরা সফল হবে । এই দলে একাধিক তরুণ প্রতিভাবান ফুটবলার রয়েছে ৷ যাদের আরও কিছু বছর নিয়মিতভাবে ভারতীয় দলে দেখা যাবে । আমার নজর আজ সুনীলের দিকে থাকবে । একজন ভারতীয় ফুটবলার মেসি, রোনাল্ডোদের সঙ্গে গোলের তালিকায় পাল্লা দিচ্ছে এটা ভাবলেই তো গর্ব অনুভব হয় । ফুটবল সম্রাট পেলের কীর্তিকে ছোঁয়ার সুযোগ আমাদের সুনীলের সামনে, সত্যিই অবিশ্বাস্য ৷" ভারতের খেলার পরে পর্তুগালের খেলা দেখে তারপর ফ্রান্স বনাম জার্মানির ম্যাচ উপভোগ করবেন । মেহতাব বলছেন, "ফুটবলের এমন কম্বো প্যাক অনেক দিন পরে পেলাম।"

মুম্বইবাসী বাঙালি চিত্রপরিচালক সুজিত সরকার (Shoojit Sircar) ইউরোতে মজে রয়েছেন । ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, স্পেন ৷ নতুন ফিল্ম নিয়ে ব্যস্ততার ফাঁকেই ফুটবলে চোখ রাখছেন । পিকুর পরিচালকের কথায়, "বাঙালি এবং ফুটবল দুটো পরস্পরের পরিপূরক । কর্মসূত্রে এখানে রয়েছি । সুযোগ পেলে আমরা এখানে ফুটবল নিয়ে নেমে পড়ি । এখন লকডাউন করোনা ভাইরাসের আতঙ্ক সেই অভ্যাসে রাশ টেনেছে । তবে আজ সময় বের করে টিভিতে চোখ অবশ্যই রাখব ৷"

প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য (Manas Bhattacharya) বলছেন, "ভারতের খেলা তো দেখবই । ওটা শেষ করে পর্তুগালের খেলায় চোখ রাখব । ইউরো কাপের গ্রুপ এফ-কে বলা হচ্ছে গ্রুপ অব ডেথ । হাঙ্গেরির বিরুদ্ধে পর্তুগাল খাতায় কলমে এগিয়ে থাকলেও খেলা জমবে । হাঙ্গেরির বেশিরভাগ ফুটবলার বুন্দেশলিগায় খেলে । তাই ওদের হেলায় ওড়ানো যাবে না । এই টুর্নামেন্ট ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শেষ ইউরো । ব্যক্তিগত নৈপুণ্যে দলকে জেতানোর ক্ষমতা ওর রয়েছে । তাছাড়া গতবছর ট্রফিটা জিতেছিল । তাই রোনাল্ডোকে নজরে রাখতেই হবে ।"

আরও পড়ুন : UEFA EURO 2020 : জুভেন্তাস নয়, আপাতত রোনাল্ডোর ভাবনায় শুধুই ইউরো 2020

তবে তিনটি খেলার মধ্যে ফ্রান্স বনাম জার্মানির খেলাটা জমে যাবে বলে মনে করছেন মানস ভট্টাচার্য । তাঁর কথায়, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলটিকে দেশ কিন্তু ধরে রেখেছে । এমবাপে এখন অনেক পরিণত । বেঞ্জেমা ছন্দে রয়েছেন । পল পোগবা, জিরু ভালো খেলছে । এবার ওদের ওপর সবার নজর । জার্মানি কিন্তু পিছিয়ে থাকা অবস্থাতে বেশি ভয়ংকর । তাই খেলা হবে ।" অতি সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনের আবহে খেলা হবে স্লোগানে রাজনৈতিক আবহ গরম হয়েছিল । কলকাতা তথা বাংলার ফুটবলপ্রেমীরাও খেলা হবে স্লোগান তুলেছেন । তবে তা নব্বই মিনিটের ফুটবল খেলার সমর্থনে । তাই বলা যায় মঙ্গল সন্ধ্যায় ফুটবলে উষা বুধে ফুটবলে পা ।

কলকাতা, 15 জুন : প্রয়াত সুবীর সেনের জনপ্রিয় গানের কলি "কথায় কথায় যে রাত বয়ে যায় / কী কথা রাখলে বাকি ।" মঙ্গলবার সন্ধ্যায় সেই গানের সুরে অন্য কথা বসিয়ে ভাঁজছেন ফুটবলপ্রেমীরা । তাদের কথায় এমন বিরল যোগ ফুটবলবিশ্বে কম এসেছে । তাই প্যারোডির ঢঙে গাওয়া হচ্ছে, "ফুটবলে ফুটবলে যে রাত বয়ে যায়/ কী খেলা রাখলে বাকি ।"

মঙ্গলবার সন্ধ্যায় প্রাক বিশ্বকাপ ম্যাচে ভারত ও আফগানিস্তান ম্যাচ দিয়ে আচমন করে ইউরোর দুটি (euro 2021) ম্যাচে চোখ রাখতে প্রস্তুত বাংলার ফুটবলপ্রেমীরা । সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ভোররাত পর্যন্ত ফুটবলময় থাকবে কলকাতা তথা বাংলার ড্রয়িংরুম । শুরুটা ঘরের ছেলে সুনীল ছেত্রীকেই (Sunil Chettri) দিয়েই হোক ৷ তারপর একে একে মাঠে নামবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Christiano Ronaldo), কিলিয়ান এমবাপে, পল পগবারা ৷ কোনটা ছেড়ে কোনটা দেখবেন ৷ রাত সাড়ে নটা নাগাদ ইউরোতে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল ৷ প্রতিপক্ষ হাঙ্গেরি ৷ এরপর সাড়ে বারোটা নাগাদ শুরু বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও জোয়াকিম লোর জার্মানির ম্যাচ ৷ সব মিলিয়ে ফুটবলের উত্তাপে মজবে আপামর বাঙালি ৷

ব্যস্ততা সামলে ফুটবলে চোখ রাখার ইচ্ছে রয়েছে মন্ত্রী ব্রাত্য বসুর
ব্যস্ততা সামলে ফুটবলে চোখ রাখার ইচ্ছে রয়েছে মন্ত্রী ব্রাত্য বসুর

ইস্টবেঙ্গল সমর্থক, নাট্যকার, চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, রাজ্যের শিক্ষামন্ত্রী যে নামেই অভিহিত হোন না কেন ব্রাত্য বসু (Bratya Basu) একজন ফুটবলপ্রেমী । অনেক চেষ্টার পরে তাঁকে ফোনে পাওয়া গেল ৷ ফুটবলের এই বিরল যোগ সম্পর্কে তাঁর বক্তব্য, "দেখুন ব্যস্ততা সবদিক থেকে বেড়েছে । কোভিড পরিস্থিতির মধ্যে আমরা । সবকিছু সামলাতে সারাদিন ব্যস্ত থাকতে হয় । তার মাঝে ফুটবল আমাকে আজও টানে । কাল মাঝমাঠ থেকে করা অবিশ্বাস্য গোল বা মেসির বাঁক খাওয়ানো ফ্রি কিকে গোল দেখেছি । তবে ম্যাচের সময় টিভির সামনে বসেছিলাম বলব না । ব্যস্ততার কারণে হয়নি, তবে বিভিন্ন মাধ্যমে দেখেছি । আজ তো ফ্রান্স এবং জার্মানির খেলা । রোনাল্ডোর পর্তুগালের বিরুদ্ধে হাঙ্গেরি খেলবে । ভারতের খেলাও রয়েছে । দেখা যাক সময় বের করতে পারি কি না।"

আজ টিভির সামনে থেকে নড়বেন না মেহতাব
আজ টিভির সামনে থেকে নড়বেন না মেহতাব

ফুটবল পরিসংখ্যানবিদ কুশল চক্রবর্তী বলছেন, তিনি মজে রয়েছেন ফুটবল উৎসবে । প্রতিটি খুঁটিনাটি লিখে রাখছেন তার বিখ্যাত খেরোর খাতায় । "সারাদিন যখনই সময় পাই ইন্টারনেটে খেলা দেখি । সন্ধ্যায় ভারতের খেলায় চোখ রাখার পাশাপাশি ইউরো কাপ দেখব । সাড়ে নটায় রোনাল্ডোদের খেলাটা দেখব । তারপর হয়ত ফ্রান্স-জার্মানির খেলাটা দেখা হবে না । তবে সকালে হাইলাইটস দেখব । টানা রাত জাগা শারীরিক কারণে সম্ভব নয় ।" তিনি বলেছেন, "তবে ফুটবল প্রেমীদের কাছে আজকের দিনটা সত্যিই বিশেষ । সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত দেশের খেলা, ইউরোপিয়ান ফুটবলের স্বাদ, লাতিন আমেরিকার ফুটবলের সাক্ষী থাকার সুযোগ একসঙ্গে তো সবসময় হয় না ৷" বলছিলেন কুশল চক্রবর্তী ৷ নিউইয়র্কে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনায় ব্যস্ত যাদবপুরের ব্রত চক্রবর্তী । সামনে পরীক্ষা ৷ প্রস্তুতির ফাঁকে লিওনেল মেসির খেলায় চোখ রেখেছিলেন । বাঁক খাওয়ানো ফ্রি কিকে মেসির গোল এখনও চোখে ভাসছে ব্রতর ।

ফুটবলের উত্তেজনায় ফুটছেন পরিচালক সুজিত সরকার
ফুটবলের উত্তেজনায় ফুটছেন পরিচালক সুজিত সরকার

আরও পড়ুন : Christian Eriksen : ‘এখন ভাল আছি’, ছবি শেয়ার করে বার্তা এরিকসনের

হাতের কাজ শেষ করে সন্ধ্যা নামতেই টিভির সামনে বসে পড়বেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন (Mehtab Hossain) ৷ তিনি বলছেন, "আজ ড্র করলেই এশিয়ান কাপে জায়গা পাকা হবে ভারতের । আশা করি সুনীল ছেত্রীরা সফল হবে । এই দলে একাধিক তরুণ প্রতিভাবান ফুটবলার রয়েছে ৷ যাদের আরও কিছু বছর নিয়মিতভাবে ভারতীয় দলে দেখা যাবে । আমার নজর আজ সুনীলের দিকে থাকবে । একজন ভারতীয় ফুটবলার মেসি, রোনাল্ডোদের সঙ্গে গোলের তালিকায় পাল্লা দিচ্ছে এটা ভাবলেই তো গর্ব অনুভব হয় । ফুটবল সম্রাট পেলের কীর্তিকে ছোঁয়ার সুযোগ আমাদের সুনীলের সামনে, সত্যিই অবিশ্বাস্য ৷" ভারতের খেলার পরে পর্তুগালের খেলা দেখে তারপর ফ্রান্স বনাম জার্মানির ম্যাচ উপভোগ করবেন । মেহতাব বলছেন, "ফুটবলের এমন কম্বো প্যাক অনেক দিন পরে পেলাম।"

মুম্বইবাসী বাঙালি চিত্রপরিচালক সুজিত সরকার (Shoojit Sircar) ইউরোতে মজে রয়েছেন । ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, স্পেন ৷ নতুন ফিল্ম নিয়ে ব্যস্ততার ফাঁকেই ফুটবলে চোখ রাখছেন । পিকুর পরিচালকের কথায়, "বাঙালি এবং ফুটবল দুটো পরস্পরের পরিপূরক । কর্মসূত্রে এখানে রয়েছি । সুযোগ পেলে আমরা এখানে ফুটবল নিয়ে নেমে পড়ি । এখন লকডাউন করোনা ভাইরাসের আতঙ্ক সেই অভ্যাসে রাশ টেনেছে । তবে আজ সময় বের করে টিভিতে চোখ অবশ্যই রাখব ৷"

প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য (Manas Bhattacharya) বলছেন, "ভারতের খেলা তো দেখবই । ওটা শেষ করে পর্তুগালের খেলায় চোখ রাখব । ইউরো কাপের গ্রুপ এফ-কে বলা হচ্ছে গ্রুপ অব ডেথ । হাঙ্গেরির বিরুদ্ধে পর্তুগাল খাতায় কলমে এগিয়ে থাকলেও খেলা জমবে । হাঙ্গেরির বেশিরভাগ ফুটবলার বুন্দেশলিগায় খেলে । তাই ওদের হেলায় ওড়ানো যাবে না । এই টুর্নামেন্ট ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শেষ ইউরো । ব্যক্তিগত নৈপুণ্যে দলকে জেতানোর ক্ষমতা ওর রয়েছে । তাছাড়া গতবছর ট্রফিটা জিতেছিল । তাই রোনাল্ডোকে নজরে রাখতেই হবে ।"

আরও পড়ুন : UEFA EURO 2020 : জুভেন্তাস নয়, আপাতত রোনাল্ডোর ভাবনায় শুধুই ইউরো 2020

তবে তিনটি খেলার মধ্যে ফ্রান্স বনাম জার্মানির খেলাটা জমে যাবে বলে মনে করছেন মানস ভট্টাচার্য । তাঁর কথায়, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলটিকে দেশ কিন্তু ধরে রেখেছে । এমবাপে এখন অনেক পরিণত । বেঞ্জেমা ছন্দে রয়েছেন । পল পোগবা, জিরু ভালো খেলছে । এবার ওদের ওপর সবার নজর । জার্মানি কিন্তু পিছিয়ে থাকা অবস্থাতে বেশি ভয়ংকর । তাই খেলা হবে ।" অতি সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনের আবহে খেলা হবে স্লোগানে রাজনৈতিক আবহ গরম হয়েছিল । কলকাতা তথা বাংলার ফুটবলপ্রেমীরাও খেলা হবে স্লোগান তুলেছেন । তবে তা নব্বই মিনিটের ফুটবল খেলার সমর্থনে । তাই বলা যায় মঙ্গল সন্ধ্যায় ফুটবলে উষা বুধে ফুটবলে পা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.