কলকাতা, 15 জুন : প্রয়াত সুবীর সেনের জনপ্রিয় গানের কলি "কথায় কথায় যে রাত বয়ে যায় / কী কথা রাখলে বাকি ।" মঙ্গলবার সন্ধ্যায় সেই গানের সুরে অন্য কথা বসিয়ে ভাঁজছেন ফুটবলপ্রেমীরা । তাদের কথায় এমন বিরল যোগ ফুটবলবিশ্বে কম এসেছে । তাই প্যারোডির ঢঙে গাওয়া হচ্ছে, "ফুটবলে ফুটবলে যে রাত বয়ে যায়/ কী খেলা রাখলে বাকি ।"
মঙ্গলবার সন্ধ্যায় প্রাক বিশ্বকাপ ম্যাচে ভারত ও আফগানিস্তান ম্যাচ দিয়ে আচমন করে ইউরোর দুটি (euro 2021) ম্যাচে চোখ রাখতে প্রস্তুত বাংলার ফুটবলপ্রেমীরা । সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ভোররাত পর্যন্ত ফুটবলময় থাকবে কলকাতা তথা বাংলার ড্রয়িংরুম । শুরুটা ঘরের ছেলে সুনীল ছেত্রীকেই (Sunil Chettri) দিয়েই হোক ৷ তারপর একে একে মাঠে নামবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Christiano Ronaldo), কিলিয়ান এমবাপে, পল পগবারা ৷ কোনটা ছেড়ে কোনটা দেখবেন ৷ রাত সাড়ে নটা নাগাদ ইউরোতে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল ৷ প্রতিপক্ষ হাঙ্গেরি ৷ এরপর সাড়ে বারোটা নাগাদ শুরু বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও জোয়াকিম লোর জার্মানির ম্যাচ ৷ সব মিলিয়ে ফুটবলের উত্তাপে মজবে আপামর বাঙালি ৷
ইস্টবেঙ্গল সমর্থক, নাট্যকার, চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, রাজ্যের শিক্ষামন্ত্রী যে নামেই অভিহিত হোন না কেন ব্রাত্য বসু (Bratya Basu) একজন ফুটবলপ্রেমী । অনেক চেষ্টার পরে তাঁকে ফোনে পাওয়া গেল ৷ ফুটবলের এই বিরল যোগ সম্পর্কে তাঁর বক্তব্য, "দেখুন ব্যস্ততা সবদিক থেকে বেড়েছে । কোভিড পরিস্থিতির মধ্যে আমরা । সবকিছু সামলাতে সারাদিন ব্যস্ত থাকতে হয় । তার মাঝে ফুটবল আমাকে আজও টানে । কাল মাঝমাঠ থেকে করা অবিশ্বাস্য গোল বা মেসির বাঁক খাওয়ানো ফ্রি কিকে গোল দেখেছি । তবে ম্যাচের সময় টিভির সামনে বসেছিলাম বলব না । ব্যস্ততার কারণে হয়নি, তবে বিভিন্ন মাধ্যমে দেখেছি । আজ তো ফ্রান্স এবং জার্মানির খেলা । রোনাল্ডোর পর্তুগালের বিরুদ্ধে হাঙ্গেরি খেলবে । ভারতের খেলাও রয়েছে । দেখা যাক সময় বের করতে পারি কি না।"
ফুটবল পরিসংখ্যানবিদ কুশল চক্রবর্তী বলছেন, তিনি মজে রয়েছেন ফুটবল উৎসবে । প্রতিটি খুঁটিনাটি লিখে রাখছেন তার বিখ্যাত খেরোর খাতায় । "সারাদিন যখনই সময় পাই ইন্টারনেটে খেলা দেখি । সন্ধ্যায় ভারতের খেলায় চোখ রাখার পাশাপাশি ইউরো কাপ দেখব । সাড়ে নটায় রোনাল্ডোদের খেলাটা দেখব । তারপর হয়ত ফ্রান্স-জার্মানির খেলাটা দেখা হবে না । তবে সকালে হাইলাইটস দেখব । টানা রাত জাগা শারীরিক কারণে সম্ভব নয় ।" তিনি বলেছেন, "তবে ফুটবল প্রেমীদের কাছে আজকের দিনটা সত্যিই বিশেষ । সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত দেশের খেলা, ইউরোপিয়ান ফুটবলের স্বাদ, লাতিন আমেরিকার ফুটবলের সাক্ষী থাকার সুযোগ একসঙ্গে তো সবসময় হয় না ৷" বলছিলেন কুশল চক্রবর্তী ৷ নিউইয়র্কে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনায় ব্যস্ত যাদবপুরের ব্রত চক্রবর্তী । সামনে পরীক্ষা ৷ প্রস্তুতির ফাঁকে লিওনেল মেসির খেলায় চোখ রেখেছিলেন । বাঁক খাওয়ানো ফ্রি কিকে মেসির গোল এখনও চোখে ভাসছে ব্রতর ।
আরও পড়ুন : Christian Eriksen : ‘এখন ভাল আছি’, ছবি শেয়ার করে বার্তা এরিকসনের
হাতের কাজ শেষ করে সন্ধ্যা নামতেই টিভির সামনে বসে পড়বেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন (Mehtab Hossain) ৷ তিনি বলছেন, "আজ ড্র করলেই এশিয়ান কাপে জায়গা পাকা হবে ভারতের । আশা করি সুনীল ছেত্রীরা সফল হবে । এই দলে একাধিক তরুণ প্রতিভাবান ফুটবলার রয়েছে ৷ যাদের আরও কিছু বছর নিয়মিতভাবে ভারতীয় দলে দেখা যাবে । আমার নজর আজ সুনীলের দিকে থাকবে । একজন ভারতীয় ফুটবলার মেসি, রোনাল্ডোদের সঙ্গে গোলের তালিকায় পাল্লা দিচ্ছে এটা ভাবলেই তো গর্ব অনুভব হয় । ফুটবল সম্রাট পেলের কীর্তিকে ছোঁয়ার সুযোগ আমাদের সুনীলের সামনে, সত্যিই অবিশ্বাস্য ৷" ভারতের খেলার পরে পর্তুগালের খেলা দেখে তারপর ফ্রান্স বনাম জার্মানির ম্যাচ উপভোগ করবেন । মেহতাব বলছেন, "ফুটবলের এমন কম্বো প্যাক অনেক দিন পরে পেলাম।"
মুম্বইবাসী বাঙালি চিত্রপরিচালক সুজিত সরকার (Shoojit Sircar) ইউরোতে মজে রয়েছেন । ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, স্পেন ৷ নতুন ফিল্ম নিয়ে ব্যস্ততার ফাঁকেই ফুটবলে চোখ রাখছেন । পিকুর পরিচালকের কথায়, "বাঙালি এবং ফুটবল দুটো পরস্পরের পরিপূরক । কর্মসূত্রে এখানে রয়েছি । সুযোগ পেলে আমরা এখানে ফুটবল নিয়ে নেমে পড়ি । এখন লকডাউন করোনা ভাইরাসের আতঙ্ক সেই অভ্যাসে রাশ টেনেছে । তবে আজ সময় বের করে টিভিতে চোখ অবশ্যই রাখব ৷"
প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য (Manas Bhattacharya) বলছেন, "ভারতের খেলা তো দেখবই । ওটা শেষ করে পর্তুগালের খেলায় চোখ রাখব । ইউরো কাপের গ্রুপ এফ-কে বলা হচ্ছে গ্রুপ অব ডেথ । হাঙ্গেরির বিরুদ্ধে পর্তুগাল খাতায় কলমে এগিয়ে থাকলেও খেলা জমবে । হাঙ্গেরির বেশিরভাগ ফুটবলার বুন্দেশলিগায় খেলে । তাই ওদের হেলায় ওড়ানো যাবে না । এই টুর্নামেন্ট ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শেষ ইউরো । ব্যক্তিগত নৈপুণ্যে দলকে জেতানোর ক্ষমতা ওর রয়েছে । তাছাড়া গতবছর ট্রফিটা জিতেছিল । তাই রোনাল্ডোকে নজরে রাখতেই হবে ।"
আরও পড়ুন : UEFA EURO 2020 : জুভেন্তাস নয়, আপাতত রোনাল্ডোর ভাবনায় শুধুই ইউরো 2020
তবে তিনটি খেলার মধ্যে ফ্রান্স বনাম জার্মানির খেলাটা জমে যাবে বলে মনে করছেন মানস ভট্টাচার্য । তাঁর কথায়, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলটিকে দেশ কিন্তু ধরে রেখেছে । এমবাপে এখন অনেক পরিণত । বেঞ্জেমা ছন্দে রয়েছেন । পল পোগবা, জিরু ভালো খেলছে । এবার ওদের ওপর সবার নজর । জার্মানি কিন্তু পিছিয়ে থাকা অবস্থাতে বেশি ভয়ংকর । তাই খেলা হবে ।" অতি সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনের আবহে খেলা হবে স্লোগানে রাজনৈতিক আবহ গরম হয়েছিল । কলকাতা তথা বাংলার ফুটবলপ্রেমীরাও খেলা হবে স্লোগান তুলেছেন । তবে তা নব্বই মিনিটের ফুটবল খেলার সমর্থনে । তাই বলা যায় মঙ্গল সন্ধ্যায় ফুটবলে উষা বুধে ফুটবলে পা ।