ETV Bharat / sports

মেসি ম্যাজিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে কাতালানরা

23 মিনিটে মেসি জাদু শুরু। ডানপ্রান্তে ডি-বক্সের বাইরে থেকে চারজনকে পিছনে ফেলে মাটিতে পড়ে গিয়েছিলেন। শুয়ে থাকা অবস্থায় বাঁ পায়ের প্লেসিংয়ে জালে বল জড়িয়ে দেন । প্রথমার্ধের শেষ দিকে মেসির সুবাদেই পেনাল্টি পায় বার্সেলোনা। স্পটকিক থেকে গোলটি করেন লুইস সুয়ারেজ ।

MESSI
MESSI
author img

By

Published : Aug 9, 2020, 7:14 PM IST

Updated : Aug 9, 2020, 7:22 PM IST

বার্সেলোনা , 9 অগাস্ট : মার্চে নাপোলির মাঠে প্রথম পর্ব 1-1 গোলে ড্র হয় । ফলে নু ক্যাম্পে গোলশূন্য ড্র করতে পারলে অ্যাওয়ে গোলের সুবাদে জিতে যেত বার্সা । চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে যাওয়া পাকা করে ফেলত তারা। কিন্তু 3-1 গোলে জয়ের মধ্য দিয়ে শেষ আটে যাওয়া পাকা করেছেন মেসিরা। দুই লেগ মিলিয়ে 4-2-এ জিতেছে কাতালানরা ।

3-1 গোলের জয়ে বার্সেলোনা অধিনায়ক গোল করেছেন একটি। তবে আর একটি গোলেও তাঁর অবদান রয়েছে । গতি, ক্ষিপ্রতা ও বুদ্ধির জোরে আদায় করে নিয়েছিলেন পেনাল্টি। স্পট কিক থেকে বলটি জালে জড়িয়েছেন লুইস সুয়ারেজ । মেসি নিজে আরও একবার বল জালে জড়িয়েছিলেন। কিন্তু VAR-এ তা বাতিল হয়ে যায়। বার্সেলোনার হয়ে অন্য গোলটি ক্লেমেন্ত লংলে।

শুরুতে বার্সেলোনা সমর্থকদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল নাপোলি । কিক অফের দুই মিনিটেই দ্রিস মার্টেনসের শট সাইডবার কাঁপিয়ে বাইরে চলে যায়। শুরুর 10 মিনিট ম্যাচের রাশ ছিল নাপোলির দখলেই । কিন্তু ১০ মিনিটে বার্সার ফ্রেঞ্চ ডিফেন্ডার লংলে গোলের খাতা খুললে ম্যাচে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বার্সার পারফরম্যান্সের ধারও বেড়ে যায় । রাকিতিচের কর্নার থেকে হেডে গোল করেন এই সেন্টারব্যাক।

23 মিনিটে মেসি জাদু শুরু। ডানপ্রান্তে ডি-বক্সের বাইরে থেকে চারজনকে পিছনে ফেলে মাটিতে পড়ে গিয়েছিলেন। শুয়ে থাকা অবস্থায় বাঁ পায়ের প্লেসিংয়ে জালে বল জড়িয়ে দেন । প্রথমার্ধের শেষ দিকে মেসির সুবাদেই পেনাল্টি পায় বার্সেলোনা। স্পটকিক থেকে গোলটি করেন লুইস সুয়ারেজ ।

প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে সান্ত্বনা সূচক গোলে ব্যবধান কমিয়েছে নাপোলি। গোলটি করেন ইনসিগনে। দ্বিতীয়ার্ধে নাপোলি বার্সাকে চেপে ধরলেও গোল করতে পারেনি । গোল পায়নি বার্সাও । সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বার্সার মুখোমুখি হবে বায়ার্ন।

বার্সেলোনা , 9 অগাস্ট : মার্চে নাপোলির মাঠে প্রথম পর্ব 1-1 গোলে ড্র হয় । ফলে নু ক্যাম্পে গোলশূন্য ড্র করতে পারলে অ্যাওয়ে গোলের সুবাদে জিতে যেত বার্সা । চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে যাওয়া পাকা করে ফেলত তারা। কিন্তু 3-1 গোলে জয়ের মধ্য দিয়ে শেষ আটে যাওয়া পাকা করেছেন মেসিরা। দুই লেগ মিলিয়ে 4-2-এ জিতেছে কাতালানরা ।

3-1 গোলের জয়ে বার্সেলোনা অধিনায়ক গোল করেছেন একটি। তবে আর একটি গোলেও তাঁর অবদান রয়েছে । গতি, ক্ষিপ্রতা ও বুদ্ধির জোরে আদায় করে নিয়েছিলেন পেনাল্টি। স্পট কিক থেকে বলটি জালে জড়িয়েছেন লুইস সুয়ারেজ । মেসি নিজে আরও একবার বল জালে জড়িয়েছিলেন। কিন্তু VAR-এ তা বাতিল হয়ে যায়। বার্সেলোনার হয়ে অন্য গোলটি ক্লেমেন্ত লংলে।

শুরুতে বার্সেলোনা সমর্থকদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল নাপোলি । কিক অফের দুই মিনিটেই দ্রিস মার্টেনসের শট সাইডবার কাঁপিয়ে বাইরে চলে যায়। শুরুর 10 মিনিট ম্যাচের রাশ ছিল নাপোলির দখলেই । কিন্তু ১০ মিনিটে বার্সার ফ্রেঞ্চ ডিফেন্ডার লংলে গোলের খাতা খুললে ম্যাচে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বার্সার পারফরম্যান্সের ধারও বেড়ে যায় । রাকিতিচের কর্নার থেকে হেডে গোল করেন এই সেন্টারব্যাক।

23 মিনিটে মেসি জাদু শুরু। ডানপ্রান্তে ডি-বক্সের বাইরে থেকে চারজনকে পিছনে ফেলে মাটিতে পড়ে গিয়েছিলেন। শুয়ে থাকা অবস্থায় বাঁ পায়ের প্লেসিংয়ে জালে বল জড়িয়ে দেন । প্রথমার্ধের শেষ দিকে মেসির সুবাদেই পেনাল্টি পায় বার্সেলোনা। স্পটকিক থেকে গোলটি করেন লুইস সুয়ারেজ ।

প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে সান্ত্বনা সূচক গোলে ব্যবধান কমিয়েছে নাপোলি। গোলটি করেন ইনসিগনে। দ্বিতীয়ার্ধে নাপোলি বার্সাকে চেপে ধরলেও গোল করতে পারেনি । গোল পায়নি বার্সাও । সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বার্সার মুখোমুখি হবে বায়ার্ন।

Last Updated : Aug 9, 2020, 7:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.