ETV Bharat / sports

FA কাপের সেমিফাইনালে উঠল কোন 4টি দল ? - FA কাপের সেমিফাইনাল

FA কাপের সেমিফাইনালের লড়াইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ম্যান ইউ ও চেলসি ৷ অপর ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল ও গতবারের চ্যাম্পিয়ন ম্যান সিটি ৷

image
FA কাপ
author img

By

Published : Jun 29, 2020, 11:41 PM IST

লন্ডন, 29 জুন : FA কাপের সেমিফাইনালে আগেই উঠেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ শনিবারই নরউইচকে হারায় তারা ৷ আজ নির্ধারিত হয়ে গেল FA কাপের আরও তিন সেমিফাইনালিস্ট ৷ সেমিফাইনালের যোগ্যতা অর্জন করল আর্সেনাল, চেলসি ও ম্যাঞ্চেস্টার সিটি ৷

শেষ চারের লড়াইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ম্যান ইউ ও চেলসি ৷ অপর ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল ও গতবারের চ্যাম্পিয়ন ম্যান সিটি ৷ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে 18 জুলাই প্রথম সেমিফাইনাল ৷ 19 জুলাই হবে দ্বিতীয় সেমিফাইনাল ৷ 1 অগাস্ট হবে ফাইনাল ৷

শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায় আর্সেনাল ৷ খেলার ফল 2-1 ৷ ম্যাচের অতিরিক্ত সময়ের গোলে সেমিফাইনালে পৌঁছায় গানার্সরা ৷ অন্য কোয়ার্টার ফাইনালে লেস্টারসিটিকে 1-0 গোলে হারায় ল্যাম্পার্ডের চেলসি ৷ দা ব্লুজ়দের হয়ে গোল করেন রস বার্কল ৷ অন্য ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খুব সহজেই হারায় নিউক্যাসল ইউনাইটেডকে ৷ খেলার ফল 3-0 ৷ জোড়া গোল করেন রহিম স্টার্লিং ৷ অপর গোলটি করেন কেভিন দি ব্রুয়েনা ৷

লন্ডন, 29 জুন : FA কাপের সেমিফাইনালে আগেই উঠেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ শনিবারই নরউইচকে হারায় তারা ৷ আজ নির্ধারিত হয়ে গেল FA কাপের আরও তিন সেমিফাইনালিস্ট ৷ সেমিফাইনালের যোগ্যতা অর্জন করল আর্সেনাল, চেলসি ও ম্যাঞ্চেস্টার সিটি ৷

শেষ চারের লড়াইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ম্যান ইউ ও চেলসি ৷ অপর ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল ও গতবারের চ্যাম্পিয়ন ম্যান সিটি ৷ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে 18 জুলাই প্রথম সেমিফাইনাল ৷ 19 জুলাই হবে দ্বিতীয় সেমিফাইনাল ৷ 1 অগাস্ট হবে ফাইনাল ৷

শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায় আর্সেনাল ৷ খেলার ফল 2-1 ৷ ম্যাচের অতিরিক্ত সময়ের গোলে সেমিফাইনালে পৌঁছায় গানার্সরা ৷ অন্য কোয়ার্টার ফাইনালে লেস্টারসিটিকে 1-0 গোলে হারায় ল্যাম্পার্ডের চেলসি ৷ দা ব্লুজ়দের হয়ে গোল করেন রস বার্কল ৷ অন্য ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খুব সহজেই হারায় নিউক্যাসল ইউনাইটেডকে ৷ খেলার ফল 3-0 ৷ জোড়া গোল করেন রহিম স্টার্লিং ৷ অপর গোলটি করেন কেভিন দি ব্রুয়েনা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.