ETV Bharat / sports

নির্বাসন উঠল, চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে ম্যাঞ্চেস্টার সিটি - CAS

চ্যাম্পিয়নস লিগে খেলতে আর কোনও অসুবিধা রইল না ম্যাঞ্চেস্টার সিটির । আজ তাদের উপর থেকে নির্বাসন তুলে নেওয়া হয় ষ

image
ম্যাঞ্চেস্টার সিটি
author img

By

Published : Jul 13, 2020, 4:59 PM IST

Updated : Jul 13, 2020, 6:31 PM IST

জেনেভা, 13 জুলাই : ম্যাঞ্চেস্টার সিটির উপর থেকে উঠে গেল দু'বছরের নির্বাসন ৷ ফলে চ্যাম্পিয়নস লিগে খেলতে আর কোনও সমস্যা রইল না তাদের । আজ ম্যান সিটির পক্ষে রায় দেন কোর্ট অফ অরবিট্রেসন ফর স্পোর্টসের তিন বিচারক ৷ নির্বাসন তোলার জন্য CAS বা কোর্ট অফ অরবিট্রেসন ফর স্পোর্টসে আবেদন করে ম্যাঞ্চেস্টার সিটি ৷ নির্বাসন তুলে নেওয়ার কথা বলা হলেও ম্যান সিটিকে 10 মিলিয়ন ইউরো বা 11.3 মিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেয় CAS ৷

ফেব্রুয়ারিতে অর্থনৈতিক নিয়ম লঙ্ঘন করায় ম্যাঞ্চেস্টার সিটিকে শাস্তি দেয় UEFA ৷ দু'বছরের জন্য তাদের চ্যাম্পিয়নস লিগে খেলার উপর নিষেধাজ্ঞা জারি করে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা ৷ এছাড়া 30 মিলিয়ন ইউরো জরিমানাও করা হয় ৷

তাদের প্রথমিক বিবৃতিতে UEFA-র তরফে জানানো হয়, 2012-16 সালের মধ্যে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে অর্থনৈতিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত ৷ তবে CAS-এর তরফে বিবৃতি দিয়ে বলা হয়, "স্পনসরশিপ সংক্রান্ত কোনও নিয়ম লঙ্ঘন করেনি ম্যান সিটি ৷ কিন্তু তারা সেটা UEFA-র সঙ্গে সমন্বয় বজায় রেখে করেনি ৷’’

একটি বিবৃতি দিয়ে ম্যান সিটির তরফে জানানো হয়, "ক্লাব কর্তৃপক্ষ ও এর আইনজীবীরা পুরো রায়টি পর্যালোচনা করে উঠতে পারেনি ৷ কিন্তু ক্লাব আজকের রায়কে স্বাগত জানাচ্ছে ৷’’ ক্লাবের তরফে কোর্ট অফ অরবিট্রেসন ফর স্পোর্টসকে ধন্যবাদও জানানো হয়েছে ৷

যদি নির্বাসন বজায় থাকত তাহলে EPL-এ পাঁচ নম্বরে শেষ করা দল চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাবে ৷ সেক্ষেত্রে বর্তমানে পাঁচ নম্বরে আছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ অর্থাৎ চ্যাম্পিয়ন লিগ খেলার সুযোগ পেত তারা ৷

জেনেভা, 13 জুলাই : ম্যাঞ্চেস্টার সিটির উপর থেকে উঠে গেল দু'বছরের নির্বাসন ৷ ফলে চ্যাম্পিয়নস লিগে খেলতে আর কোনও সমস্যা রইল না তাদের । আজ ম্যান সিটির পক্ষে রায় দেন কোর্ট অফ অরবিট্রেসন ফর স্পোর্টসের তিন বিচারক ৷ নির্বাসন তোলার জন্য CAS বা কোর্ট অফ অরবিট্রেসন ফর স্পোর্টসে আবেদন করে ম্যাঞ্চেস্টার সিটি ৷ নির্বাসন তুলে নেওয়ার কথা বলা হলেও ম্যান সিটিকে 10 মিলিয়ন ইউরো বা 11.3 মিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেয় CAS ৷

ফেব্রুয়ারিতে অর্থনৈতিক নিয়ম লঙ্ঘন করায় ম্যাঞ্চেস্টার সিটিকে শাস্তি দেয় UEFA ৷ দু'বছরের জন্য তাদের চ্যাম্পিয়নস লিগে খেলার উপর নিষেধাজ্ঞা জারি করে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা ৷ এছাড়া 30 মিলিয়ন ইউরো জরিমানাও করা হয় ৷

তাদের প্রথমিক বিবৃতিতে UEFA-র তরফে জানানো হয়, 2012-16 সালের মধ্যে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে অর্থনৈতিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত ৷ তবে CAS-এর তরফে বিবৃতি দিয়ে বলা হয়, "স্পনসরশিপ সংক্রান্ত কোনও নিয়ম লঙ্ঘন করেনি ম্যান সিটি ৷ কিন্তু তারা সেটা UEFA-র সঙ্গে সমন্বয় বজায় রেখে করেনি ৷’’

একটি বিবৃতি দিয়ে ম্যান সিটির তরফে জানানো হয়, "ক্লাব কর্তৃপক্ষ ও এর আইনজীবীরা পুরো রায়টি পর্যালোচনা করে উঠতে পারেনি ৷ কিন্তু ক্লাব আজকের রায়কে স্বাগত জানাচ্ছে ৷’’ ক্লাবের তরফে কোর্ট অফ অরবিট্রেসন ফর স্পোর্টসকে ধন্যবাদও জানানো হয়েছে ৷

যদি নির্বাসন বজায় থাকত তাহলে EPL-এ পাঁচ নম্বরে শেষ করা দল চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাবে ৷ সেক্ষেত্রে বর্তমানে পাঁচ নম্বরে আছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ অর্থাৎ চ্যাম্পিয়ন লিগ খেলার সুযোগ পেত তারা ৷

Last Updated : Jul 13, 2020, 6:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.