নয়া দিল্লি, 12 মে : তিন ম্যাচ বাকি থাকতেই ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি ৷ মঙ্গলবার দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড লেস্টার সিটির কাছে 2-1 গোলে হেরে যাওয়ার সঙ্গে সঙ্গেই শিরোপা উঠে যায় পেপ গুয়ার্দিওলার দলের কাছে ৷
তবে আগেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার সুযোগ ছিল দা স্কাই ব্লুজদের কাছে ৷ শনিবার চেলসির বিরুদ্ধে জিতলেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে যেত তাঁরা ৷ কিন্তু চেলসির কাছে 2-1 গোলে হেরে যায় তাঁরা ৷ যদিও তাতে গুয়ার্দিওলার দলের কাছে চ্যাম্পিয়ন হওয়া আটকায়নি ৷ বর্তমানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের থেকে 10 পয়েন্টে এগিয়ে ম্যান সিটি ৷
আরও পড়ুন : ভ্যাকসিনেটেড 22 গজের যোদ্ধারা, আর আপনি ?
পেপ গুয়ার্দিওলা কোচ হওয়ার পর মোট পাঁচটি মরসুমে এটি ম্যান সিটির তৃতীয় প্রিমিয়ার লিগ জয় ৷ অন্যদিকে শেষ 10 টি মরসুমে এটি তাঁদের পঞ্চম খেতাব জয় ৷ ম্যাচের 10 মিনিটেই লিড নিয়ে নেয় লিসেস্টার সিটি ৷ লেফ্ট ব্যাক 19 বছরের লিউক থমাসের দুরন্ত ভলি ম্যাঞ্চেস্টার সিটির জাল নাড়িয়ে দেয় ৷ যদিও 5 মিনিট পর ম্যাসন গ্রিনউডের গোলে সমতায় ফেরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ তবে কর্নার থেকে গোল করে জয় লিসেস্টারের জয় নিশ্চিত করেন কাগলার ৷