ETV Bharat / sports

"জ্বালানি ছাড়াই ট্যাঙ্ক চলেছে", যুদ্ধ জিতে বললেন ক্লপ - liverpool vs totenham

ক্লপ বলেন, প্রফেশনাল ক্যারিয়ারে এটাই সবথেকে আনন্দের মুহূর্ত ।

ক্লপ
author img

By

Published : Jun 2, 2019, 4:50 AM IST

মাদ্রিদ, 2 জুন : শেষ ট্রফি জিতেছিলেন বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে । তাও চার মরশুম আগে । লিভারপুলে আসার পর থেকে ব্যর্থতাই তাঁর সঙ্গী । সমালোচনার পাহাড় জাঁকিয়ে বসছিল । অনেকেই বলছিলেন, "এর দ্বারা হবে না ।" অবশেষে স্বপ্নজয়ের রাত । লিভারপুলকে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে হাঁফ ছেড়ে বাঁচলেন যুরগেন ক্লপ । তাঁর কথায়, প্রফেশনাল ক্যারিয়ারে এটাই সবথেকে আনন্দের মুহূর্ত ।

এই সংক্রান্ত আরও খবর : জার্মান জাদুকরের হাত ধরে স্বপ্নজয়, লিভারপুলে বদল আনলেন ক্লপই !

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে টটেনহাম হটসপারকে 2-0 গোলে হারিয়েছে লিভারপুল । ম্যাচ শেষে ক্লপেরও চোখে জল । খেলোয়াড়দের জড়িয়ে কেঁদেই ফেলছেন । পরে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন, "এরকম দল কোথাও দেখেছেন ? ট্যাঙ্কে জ্বালানি নেই, তাও লড়ে যাচ্ছে । আমি এদের জন্য খুব খুশি । পরিবারের কথা ভেবেও খুশি । ওরা আমার জন্য অনেক কিছু করেছে । সবসময় পাশে দাঁড়িয়েছে ।"

এই সংক্রান্ত আরও খবর : জাদুকর ক্লপ, ফুল ফোটালেন সালাহ ; চ্যাম্পিয়ন্স লিগ লিভারপুলের

কোচ ক্লপের প্রশংসায় পঞ্চমুখ লিভারপুল অধিনায়ক জর্ডান হান্ডারসন । তিনি বলেন, "ক্লপকে ছাড়া ট্রফি জয় সত্যিই অসম্ভব ছিল ।"

মাদ্রিদ, 2 জুন : শেষ ট্রফি জিতেছিলেন বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে । তাও চার মরশুম আগে । লিভারপুলে আসার পর থেকে ব্যর্থতাই তাঁর সঙ্গী । সমালোচনার পাহাড় জাঁকিয়ে বসছিল । অনেকেই বলছিলেন, "এর দ্বারা হবে না ।" অবশেষে স্বপ্নজয়ের রাত । লিভারপুলকে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে হাঁফ ছেড়ে বাঁচলেন যুরগেন ক্লপ । তাঁর কথায়, প্রফেশনাল ক্যারিয়ারে এটাই সবথেকে আনন্দের মুহূর্ত ।

এই সংক্রান্ত আরও খবর : জার্মান জাদুকরের হাত ধরে স্বপ্নজয়, লিভারপুলে বদল আনলেন ক্লপই !

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে টটেনহাম হটসপারকে 2-0 গোলে হারিয়েছে লিভারপুল । ম্যাচ শেষে ক্লপেরও চোখে জল । খেলোয়াড়দের জড়িয়ে কেঁদেই ফেলছেন । পরে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন, "এরকম দল কোথাও দেখেছেন ? ট্যাঙ্কে জ্বালানি নেই, তাও লড়ে যাচ্ছে । আমি এদের জন্য খুব খুশি । পরিবারের কথা ভেবেও খুশি । ওরা আমার জন্য অনেক কিছু করেছে । সবসময় পাশে দাঁড়িয়েছে ।"

এই সংক্রান্ত আরও খবর : জাদুকর ক্লপ, ফুল ফোটালেন সালাহ ; চ্যাম্পিয়ন্স লিগ লিভারপুলের

কোচ ক্লপের প্রশংসায় পঞ্চমুখ লিভারপুল অধিনায়ক জর্ডান হান্ডারসন । তিনি বলেন, "ক্লপকে ছাড়া ট্রফি জয় সত্যিই অসম্ভব ছিল ।"

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide. Use within 14 days. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Liverpool, England. 1st June 2019.
1. 00:00 Various of Liverpool fans celebrating after final whistle
SOURCE: Niche Media
DURATION: 02:26
STORYLINE:
Madrid was a long way away but that did not stop Liverpool's loyal fans gathering in their home city to celebrate victory in the UEFA Champions League on Saturday.
Liverpool beat Tottenham Hotspur 2-0 at Wembley Stadium to secure manager Jurgen Klopp the title at his third attempt after back-to-back finals.
It is the sixth time that Liverpool has won the most coveted prize in European club football.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.