মাদ্রিদ, 2 জুন : শেষ ট্রফি জিতেছিলেন বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে । তাও চার মরশুম আগে । লিভারপুলে আসার পর থেকে ব্যর্থতাই তাঁর সঙ্গী । সমালোচনার পাহাড় জাঁকিয়ে বসছিল । অনেকেই বলছিলেন, "এর দ্বারা হবে না ।" অবশেষে স্বপ্নজয়ের রাত । লিভারপুলকে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে হাঁফ ছেড়ে বাঁচলেন যুরগেন ক্লপ । তাঁর কথায়, প্রফেশনাল ক্যারিয়ারে এটাই সবথেকে আনন্দের মুহূর্ত ।
এই সংক্রান্ত আরও খবর : জার্মান জাদুকরের হাত ধরে স্বপ্নজয়, লিভারপুলে বদল আনলেন ক্লপই !
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে টটেনহাম হটসপারকে 2-0 গোলে হারিয়েছে লিভারপুল । ম্যাচ শেষে ক্লপেরও চোখে জল । খেলোয়াড়দের জড়িয়ে কেঁদেই ফেলছেন । পরে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন, "এরকম দল কোথাও দেখেছেন ? ট্যাঙ্কে জ্বালানি নেই, তাও লড়ে যাচ্ছে । আমি এদের জন্য খুব খুশি । পরিবারের কথা ভেবেও খুশি । ওরা আমার জন্য অনেক কিছু করেছে । সবসময় পাশে দাঁড়িয়েছে ।"
এই সংক্রান্ত আরও খবর : জাদুকর ক্লপ, ফুল ফোটালেন সালাহ ; চ্যাম্পিয়ন্স লিগ লিভারপুলের
কোচ ক্লপের প্রশংসায় পঞ্চমুখ লিভারপুল অধিনায়ক জর্ডান হান্ডারসন । তিনি বলেন, "ক্লপকে ছাড়া ট্রফি জয় সত্যিই অসম্ভব ছিল ।"