ETV Bharat / sports

শতবর্ষে কপিলকে "ভারত গৌরব" সম্মান দেবে ইস্টবেঙ্গল

ক্লাবের একশো বছর পূর্ণ হওয়ায় কপিল দেবকে ভারত গৌরব সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন ইস্টবেঙ্গল কর্তারা ।

author img

By

Published : Jul 14, 2019, 5:24 AM IST

Updated : Jul 14, 2019, 5:42 AM IST

শতবর্ষে কপিলকে "ভারত গৌরব" সম্মান দেবে ইস্টবেঙ্গল

কলকাতা, 14 জুলাই : শতবর্ষের দোরগোড়ায় ইস্টবেঙ্গল । ক্লাবের একশো বছর পূর্ণ হওয়ায় কপিল দেবকে ভারত গৌরব সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন ক্লাব কর্তারা । সোমবার শতবর্ষ কমিটির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।

1993 সালে পি সেন ট্রফি জিততে ইস্টবেঙ্গলকে সাহায্য করেছিলেন কপিল । প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে ইতিমধ্যে ক্লাবের তরফে যোগাযোগ করা হয়েছে । তাঁর প্রাথমিক সম্মতিও মিলেছে ।

শুধু কপিলদেব নন, শতবর্ষের অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীকে নিয়ে আসার চেষ্টা চলছে । ইতিমধ্যে তাঁর কাছে আমন্ত্রণপত্র পৌঁছেছে । মিঠুন চক্রবর্তী ইস্টবেঙ্গলের লাইফ মেম্বার । পাশাপাশি অমর্ত্য সেনের শুভেচ্ছাবার্তা অনুষ্ঠানে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

ক্লাবের শতবর্ষ পালনের তোড়জোড়ের মধ্যেই ফুটবল দলের প্রস্তুতি চলছে জোরকদমে । হেড কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া নতুন সপ্তাহের শুরুতে আসছেন । কিন্তু তাঁর অনুপস্থিতিতে ডেপুটি কোকো জোরকদমে অনুশীলন করাচ্ছেন । ফিজ়িও কার্লোস নোদার ফিটনেসের নানান কসরতে ফুটবলারদের শারীরিকভাবে তৈরি করার চেষ্টা করছেন ।

এদিকে, নতুন মরসুমে ফুটবলারদের ভুল ত্রুটি শোধরাতে প্র্যাকটিসে ড্রোন ব্যবহার করবে ইস্টবেঙ্গল । নতুন মরসুমে প্রস্তুতিতে ফাঁক রাখতে রাজি নয় লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্ক । ড্রোন ব্যবহারের পুলিশি অনুমতি চলে এসেছে । প্র্যাকটিসে ক্যামেরার ব্যবহার লালহলুদে নতুন নয় । গত মরসুমে ক্যামেরায় প্র্যাকটিস তুলে রেখে ভুল ত্রুটি শুধরে দিতেন লালহলুদ কোচ । এবার ড্রোন ক্যামেরা দিয়ে ছবি তুলে ফুটবলারদের ভুল ত্রুটি শুধরে দেবেন আলেয়ান্দ্রো ।

কলকাতা, 14 জুলাই : শতবর্ষের দোরগোড়ায় ইস্টবেঙ্গল । ক্লাবের একশো বছর পূর্ণ হওয়ায় কপিল দেবকে ভারত গৌরব সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন ক্লাব কর্তারা । সোমবার শতবর্ষ কমিটির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।

1993 সালে পি সেন ট্রফি জিততে ইস্টবেঙ্গলকে সাহায্য করেছিলেন কপিল । প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে ইতিমধ্যে ক্লাবের তরফে যোগাযোগ করা হয়েছে । তাঁর প্রাথমিক সম্মতিও মিলেছে ।

শুধু কপিলদেব নন, শতবর্ষের অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীকে নিয়ে আসার চেষ্টা চলছে । ইতিমধ্যে তাঁর কাছে আমন্ত্রণপত্র পৌঁছেছে । মিঠুন চক্রবর্তী ইস্টবেঙ্গলের লাইফ মেম্বার । পাশাপাশি অমর্ত্য সেনের শুভেচ্ছাবার্তা অনুষ্ঠানে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

ক্লাবের শতবর্ষ পালনের তোড়জোড়ের মধ্যেই ফুটবল দলের প্রস্তুতি চলছে জোরকদমে । হেড কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া নতুন সপ্তাহের শুরুতে আসছেন । কিন্তু তাঁর অনুপস্থিতিতে ডেপুটি কোকো জোরকদমে অনুশীলন করাচ্ছেন । ফিজ়িও কার্লোস নোদার ফিটনেসের নানান কসরতে ফুটবলারদের শারীরিকভাবে তৈরি করার চেষ্টা করছেন ।

এদিকে, নতুন মরসুমে ফুটবলারদের ভুল ত্রুটি শোধরাতে প্র্যাকটিসে ড্রোন ব্যবহার করবে ইস্টবেঙ্গল । নতুন মরসুমে প্রস্তুতিতে ফাঁক রাখতে রাজি নয় লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্ক । ড্রোন ব্যবহারের পুলিশি অনুমতি চলে এসেছে । প্র্যাকটিসে ক্যামেরার ব্যবহার লালহলুদে নতুন নয় । গত মরসুমে ক্যামেরায় প্র্যাকটিস তুলে রেখে ভুল ত্রুটি শুধরে দিতেন লালহলুদ কোচ । এবার ড্রোন ক্যামেরা দিয়ে ছবি তুলে ফুটবলারদের ভুল ত্রুটি শুধরে দেবেন আলেয়ান্দ্রো ।

Intro:শতবর্ষে ইস্টবেঙ্গল। ক্লাবের একশো বছরে কপিলদেবকে ভারত গৌরব সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন ক্লাব কর্তারা। সোমবার শতবর্ষ কমিটির বৈঠক। সেখানেই এই সিদ্ধান্তে শিলমোহর পড়তে চলেছে। কিংবদন্তি ভারতীয় অলরাউন্ডার ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক লাল হলুদ জার্সিতে প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলেছেন। 1993 সালে পি সেন ট্রফি জিততে ইস্টবেঙ্গল কে মাঠে নেমে সাহায্য করেছিলেন। প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে ইতিমধ্যে ক্লাবের তরফে যোগাযোগ করা হয়েছে। তাঁর প্রাথমিক সম্মতিও মিলেছে। এবার ভারত গৌরব সম্মান কপিলদেবকে দেওয়ার বিষয়টি শতবর্ষ কমিটির পাস করানো সময়ের অপেক্ষা। শুধু কপিলদেব নন, শতবর্ষের অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তী কে নিয়ে আসার চেষ্টা চলছে।ইতিমধ্যে মহাগুরু র কাছে আমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে।মিঠুন চক্রবর্তী ইস্টবেঙ্গল এর লাইফ মেম্বার। ক্লাবের শতবর্ষ পালনের তোড়জোড়ের মধ্যে ফুটবল দলের প্রস্তুতি চলছে জোরকদমে। হেড কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া নতুন সপ্তাহের শুরু তে আসছেন। কিন্তু তাঁর অনুপস্থিতিতে ডেপুটি কোকো জোরকদমে অনুশীলন করাচ্ছেন। ফিজিও কার্লোস নোদার ফিটনেস এর নানান কসরতে ফুটবলার দের শারীরিক ভাবে তৈরি করার চেষ্টা করছেন। নতুন মরসুমে প্রস্তুতি তে ফাক রাখতে রাজি নয় লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্ক। ফুটবলার দের ভুল ত্রুটি শোধরাতে এবার প্র্যাকটিসে দ্রোন ব্যবহার করবে ইস্টবেঙ্গল। দ্রোন ব্যবহারের পুলিশি অনুমতি চলে এসেছে। প্র্যাকটিসে ক্যামেরা ব্যবহার লালহলুদে নতুন নয়।গত মরসুমে ক্যামেরা য় প্র্যাকটিস তুলে রেখে ভুল ত্রুটি শুধরে দিতে ন লালহলুদ কোচ।এবার দ্রোন ক্যামেরা দিয়ে ছবি তুলে ফুটবলার দের ভুল ত্রুটি শুধরে দেবেন আলেয়ান্দ্রো।


Body:ইস্টবেঙ্গল।


Conclusion:
Last Updated : Jul 14, 2019, 5:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.