লিভারপুল, 22 জুন : ইংল্যান্ডের কোরোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের সমালোচনায় মুখর হলেন লিভারপুলের ম্যানেজার জুর্গেন ক্লপ। ইংল্যান্ডে বর্তমানে কোরোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 3,03,000 এ। মৃতের সংখ্যা 42,500। এই পরিস্থিতিতে ক্লপ বলেন, " আমি এক মুহূর্তের জন্যও দলের শিরোপা নিয়ে চিন্তিত ছিলাম না। কতজন মানুষ কোরোনা সংক্রমণে মারা যাচ্ছেন তা নিয়ে চিন্তিত ছিলাম এবং বর্তমানেও চিন্তিত। "
তিনি বলেন, " আমি এই সরকারের জন্য ভোট দিইনি। এই সরকার অন্যদের নির্বাচিত। আমার সমস্যার প্রধান কারণ হল, আমি ইংল্যান্ড ও জার্মানি থেকে সংবাদ পাচ্ছি। যদি ভিনগ্রহের প্রাণীরা দূর থেকে আমাদের দুজনকে দেখে, তাহলে তারা ভাববে আমরা দুটি ভিন্ন গ্রহ থেকে এসেছি। নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বলছি, আমি এখনও বুঝতে পারলাম না কেন আমরা বদ্ধ এলাকাতেও 15 জুন থেকে মাস্ক পরা শুরু করলাম, যেখানে বাকি দেশগুলি পাঁচ-ছয় সপ্তাহ আগে থেকেই মাস্ক পরা শুরু করেছিল। "
কোরোনা ভাইরাস সংক্রমণের কারণে মার্চ মাসে প্রিমিয়ার লিগ স্থগিত করা হয়। ফের গত সপ্তাহ থেকে লিগের খেলা শুরু হয়েছে। প্রিমিয়ার লিগের শিরোপা জিততে আর মাত্র দুটি জয় প্রয়োজন লিভারপুলের। লিগ জেতা থেকে মাত্র ছয় পয়েন্ট দূরে থাকা অবস্থায় যখন খেলা মার্চ মাসে বন্ধ করে দেওয়া হয়, তখন ক্লপ নিজের প্রিয় খেলাকে " সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়" বলে ব্যাখ্যা করেন।অন্যদিকে বরিস জনসন যখন একটি ম্যাগাজিনের সম্পাদক ছিলেন, তখন তিনি লিভারপুলকে "আত্মগ্লানির শহর" বলে আখ্যা দিয়েছিলেন।